পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Նաo সেটার গতি দ্রুত করিবার চেষ্টা করিল । আরও ভিতরে যেখানটায় আগুন লাগিয়ছে সেখানে গ্যালারীর মুখে মুখে গাঁথনি উঠতেছিল। বিশ-পচিশ মিনিট অন্তর লোকে স্থান পরিবর্তন করিতেছে । গ্যাসে শ্বাস রুদ্ধ হইয়া অসিতেছিল, বিবর্ণ পাংগু মানুষগুলি টলিতে টলিতে অক্সিজেন-সিলিণ্ডারের ফানেলের মুখে আসিয়া ধাড়াইতেছিল। অতুলের পিঠে ডুবুরীদের মত ছেট একটা অক্সিজেন-সিলিওর বাধা, তাহার দুইটা নল নাকের কাছে শ্বাস-প্রশ্বাসে সাহায্য করিতেছে। সে অনবরত খুরিয়া ঘুরিয়া গ্যালারীর মুখে মুখে ফিরিতে ছিল। সে বলিল—জলদ-জলদি—আর মাত্র তিনটে গ্যালরী। চালাও ভাই চালাও ! দেরি হ'লে সব নষ্ট হবে। গ্যাস-সব ঐ গ্যালারী দিয়ে বেরুতে আরম্ভ করবে । বিনোদ একটা গ্যালারীর মুখে দাড়াইয়া ছিল। চুড়কী বহিতেছিল কাদ, তাহার মাঝি ইট যোগন দিতেছিল। কাদার পাত্রটা ফেলিয়া দিয়া চুড়কী বলিল—লরব আর আমি । সে ছাপাইতেছিল। বিনোদ বলিল—যা—যু এখানে যা । বতাস নিয়ে আয়-বাতাস নিয়ে অীয় । —হট যাও—ইট যাও । ইটাকে গাড়ী যাত হ্যায়। বিনোদ সরিয়া দাড়াইল, হুড় হড় শব্দে গাড়ীখানা চলিয়া গেল । —কাদা-কাদা—ফায়ার-ক্লে । অতুল হাকিতেছিল । ওপাশ হুইতে কে স্থাকিল—আদমী গির গিয়া হিয়া। জলদি লে যাও । অতুল দ্রুতবেগে বিনোদের পাশ দিয়া যাইতে যাইতে বলিতেছিল—আর দুটো—আর ছুটে গ্যালারী !

  • ধোঁয়র পরিমাণ যেন বুদ্ধি পাইতেছে। বিনোদের কষ্ট হুইতেছিল। সে একটু সরিয়া অগিয়া ২৫ নম্বর গ্যালরীর মুখে ড্রাইল। স্থানটি অপেক্ষাকৃত নিৰ্দ্ধন। ওদিকে ২৮ নম্বরে কাজ চলিতেছে। ২৭ নম্বর বন্ধ হইলেই যুদ্ধের ८श्रृंश श्झ । क्षत्रीश्रृंcर्ड आँख्न जङ्गक झ्हेब्र अग्नि ঘাইৰে । কে তাহার চোখ চাপিয়া ধরিল। বিনোদ এক আটকায় তাহাকে ফেলিয়া দিয়া আপনাকে মুক্ত করিয়া शहण । ८कcशृङ्ग :भांद्र ठांझ्द्र जैौन झिल मां । कुफ़्फ़्रौ

পড়িয়া গিয়াও খিল্‌ ৰিপ্‌ করিয়া হাসিয়া উঠিল । জুতার ডগায় চুড়কীর মুখে একটা ঠোক্কর মারিয়া বিনোদ বলিল— লাথি মেরে তের মুখ ভেঙে দেব আমি । চুড়কী ফোপাইয়া কঁদিয়া উঠিল। তাড়াতাড়ি বিনোদ সেখীন হইত পল,ইয়া গেল। যাইতে যাইতে সে আবার ফিরিয়৷ চাহিল । ধোয়ায় বাপে ভাল করিয়া দেখা গেল না। কিন্তু অক্ষুট কান্নার শব্দ সে যেন তখনও শুনিতে পাইতেছিল। বিনাম্ব ফিরিল। ডাকিল—চুড়কী—এই চুড়কী কাজে যা—উঠে | | —লা—আমি যা-ব না। তু কেনে আমাকে লাথায়ে মেলি ? ওদিক হইতে হড় হড় শব্দে টক-গাড়ী আসিতেছিল, যে ঠেলিয়া আনিতেছিল—সে হাকিল—হো-ই হট যাও । বিনোদের আর সাহস হইল না । সে পলাইয়া আসিল । সিলিণ্ডারের মুখে অক্সিজেন লইবার অছিলায় পিটের মুখে সে দাড়াইয়৷ রহিল । চূড় হুড় শবে টবগাড়ী যন্ত্রপাতি ফিরিয়া আসিতেছে। কাজ বোধ হয় শেষ হইয়া আসিয়াছে। কয় জনে কহাকে ধরাধরি করিয়া লইয়া আসিল । —এটি মারে টালোয়ান—ঘটি মারো জলদি । পাঁচ আদিম গির গিয়া । পিছনে পিছনে আবার এক জন আসিল । প্রশ্ন করিল--কি-ব্যাপার কি হে ? —আর কি? গ্যাস একদিক দিয়ে জোর ধরেছে । ২৭ নম্বর আর বন্ধ হ’ল না: পিছিয়ে আসতে হ’ল । —ক নম্বর পর্য্যস্ত পেছুতে হ’ল ? সৰু সৰু শব্দে কেজটা উঠিয়া গেল, উত্তর আর শোনা গেল না । বিনোদ ক্রতপদে খাদের মধ্যে আগাইয়া গেল । বন্ধ হইতেছিল ১৫ নম্বরের মুখ । অতুল কাহাকে বলিতেছিল—উপায় নাই—বারোটা গ্যালারী ছেড়ে দিতে হ'ল। বিনোদ চীৎকার করিয়া উঠিল—ভাঙো-গাঁথনি ভাঙে। ভেতরে লোক— তাহার মুখটা চাপিয়া ধরির জুতুলগেট-দাউট । বিনোদ बनिन्- ,