পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অসহায়ণ বিবিধ প্রসঙ্গ—কংগ্রেসের গত অধিবেশন ... কংগ্রেসের এই অধিবেশনকে, “দর্শনযোগ্যতার দিক দিয়া কেবল অসাধারণ সাফল্যমণ্ডিত বলিয়াই বর্ণনা করা যায়।” যটি হাজার লোক বসিবার মত জয়গ করা হইয়াছিল। স্বেচ্ছাসেবক ও দেশসেবিকা নামধারিণা স্বেচ্ছাসেবিকদের দ্বারা বিশাল জনতার গতিবিধি সম্পূর্ণ নিয়ন্বিত হইয়াছিল। দেশসেবিকাদের নেত্রী ছিলেন কুমারী সে{ফয়া সোমজী ! মধ্যে মধ্যে গোলমাল যে হয় নাই, তাহী নহে । কিন্তু মোটের উপর সুশৃঙ্খল ভাবেই কাণ্ড চলিয়ছিল । উচ্চ ও বিস্তৃত এক বেদীতে সভাপতি বাৰু বান্দ্রে ?সদ, মহা স্থা গান্ধী প্রমুখ লেত্তর এবং সমধিক অর্থদাতা গভর্না-সমিতির সভেরা বসিয়াছিলে । বক্তাদের জন্ত একটি উচ্চতর মঞ্চ নিৰ্ম্মিত হইয়ছিল । ধ্বনির উচ্চাবিধায়ক *Czā ( loud spekerএর ) সুবনোবিস্ত থাকয় প্রত্যেক বক্তার ও সভাপতির কথা সুবিত সভাস্থলের দূরতম স্থান হইতেও স্পষ্ট শোনা গিয়াছিল । যখনই কো বক্তা মঞ্চে বাড়াইয়া বক্তৃতা আরম্ভ করিতেন, অমী চারিদিক হইতে র্তাহার উপর বৈদ্যুতিক আলোক নিৰ্ত্তি হইত এবং এই প্রকারে দূরতম স্থানের লোকেরাও উছিক দেখিতে পাইত । সভাপতি মহাশয়ের উপরও মধ্যে মধ্যে এইরূপ আলোক নিক্ষিপ্ত হওয়ায় তাহাকেও সকল দেখিতে পাইত । ধ্ৰুংগ্রেস ও প্রদর্শনীর স্থান নিষ্টি হইয়াছিল বোম্বাইয়ের উপক্ষষ্ঠ ওলা (Worli) নামক শহরতলীতে। অভ্যর্থনাসঞ্চি বোম্বাই শহর হইতে অপেক্ষাকৃত অল্প দূরে ও উৎ#তর প্রশস্ত স্থানে কংগ্রেস ও প্রদর্শনী করিতে চাষ্টিছিলেন। গবন্মেণ্ট সেই স্থান না-দেওয়ায় ওর্গতে 4 لا ----بياني বাবু রাজেন্দ্রপ্রসাদের অভ্যর্থনায় শোভাযাত্রার দৃশ্ব ব্যবস্থা করিতে হয় । ইহার দুটি অসুবিধা ছিল । প্রথম, বোম্বাই হইতে ইহার দূরত্ব ; দ্বিতীয়, বোম্বাইয়ের সমুদয় নর্দাম ইহার অনতিদূরে সমুদ্রে পড়ায় মধ্যে মধ্যে দুৰ্গন্ধ বিস্তার। এই কারণে, অভ্যর্থনা-সমিতির প্রদত্ত কংগ্রেসপুরীর নাম আবদুল গফফর নগরের পরিবর্তে বিরূপকারীরা উহাকে গাটার অর্থাৎ মৰ্দ্দামা ) নগর বলিত । কাজের মধ্যে মধ্যে বেদীর উপর আসীন নেতাদের পরম্পরের সহিত পরামর্শ এবং গল্পগুজবও চলিত । বেদীতে কিছুক্ষণ থাকায় ইহা আমি দেখিতে পাইয়াছিলাম। আমি অবশু সাংবাদিক বলিয়া প্রথমে প্রায় সাত আট শত (gutter