পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখা যায় যে, উহা এক বছর পিছাইয়া দিতে হইবে। যদি মাত্র একটি মুদ্রাতেই এই তারিখ পাওয়া ঘাইত তবে সন্দেহ করা চলিত, কিন্তু সৌভাগ্যক্রমে অনুরূপ আরও দুইটি মুদ্র এ-যাবৎ পাওয়া গিয়াছে। হাকিম সাহেব তাহার মুদ্রা-সংগ্রহ ঢাকা মিউজিয়মে উপহার দিবার অব্যবহিত পরেই আবার আর একটি মুদ্রা সংগ্রহ ঢাকা মিউজিয়মে উপহার প্রদত্ত হয়। এই দ্বিতীয় উপহারদাতার নাম শ্ৰীযুক্ত সৈয়দ এ-এস-এমৃ তাইফুর । ইনি ঢাকার একটি প্রাচীন এবং সম্মানিত জমীদার-বংশসস্তৃত। হাকিম সাহেব তাহার সংগ্রহ-গঠনে তাইফুর-সাহেবের নিকট যথেষ্ট সাহায্য পাইয়াছিলেন এবং উভয় সংগ্রহে মুদ্রাবলি প্রায় একই রকমের । তাইফুর-সাহেবের উপহৃত মুদ্রার মোট সংখ্যা ২০৯ । এই মুদ্রগুলির মধ্যেও শের শাহের ৯৪৫ হিজরীর একটি মুদ্রা আছে । তাইফুর-সাহেবের সংগ্রহে আরও একটি ৯৪৫ হিজরীর মুদ্রা ছিল, কিন্তু এই মুদ্রাটি তিনি এক বন্ধুকে উপহার দিয়াছেন। হস্তাস্তর করিবার পূৰ্ব্বে তিনি আমাকে এই মুদ্রাটির একটি ফটাে রাখতে অনুমতি দিয়াছিলেন, এবং তাহার অনুমতি অনুসারেই সেই ফটোগ্রাফ এখানে মুদ্রিত হইল। এই মুদ্র তিনটি ধথাক্রমে “হাকিম” “তাইফুর” এবং “বন্ধু” বলিয়া বিশেষিত হইল । মুদ্র তিনটি পরীক্ষা করিলে দেথা যাইবে যে হাকিম? এবং ‘বন্ধু-চিহ্নিত মুদ্র দুইটি একই ছাঁচের, কিন্তু তাইফুর’ চিহ্নিত মুদ্রাটি ভিন্ন ছাচের। এই দুই ছাচের মুদ্রার লিপি যদিও অবিকল একই, কিন্তু অক্ষরগুলিয় সংস্থান এক নহে । ৯৪৫ সনfঙ্কটি প্রথম ছাচে লিপির শেষ ছত্রের সহিত একই লাইনে লিখিত, দ্বিতীয় ছাচে উহা ভিন্ন আর এক লাইনে লিখিত । ৫ অন্ধটির আকৃতিও উভয়ত্র এক রকম নহে। যাহা হউক, বিচাৰ্য্য এই যে, ৯৪৫ হিজরার মুদ্রা ছাপিতে যখন একাধিক স্থাচের প্রয়োজন হইয়াছিল তথন বুঝিতে হইবে ষে মুদ্রিত মুদ্রার সংখ্যা নিতান্ত অল্প না-হওয়ারই সম্ভাবনা,—ষদিও মাত্র এই প্রকারের তিনটি মুদ্রা আমরা এ-যাবৎ পাইয়াছি। ঢাকা জেলায় নবাবগঞ্জ থানার অন্তর্গত রাইপাড়া গ্রামে কয়েক বৎসর আগে শের শাহ–ইসলাম শাহের এবং তাহদের পূর্ববর্তী শের শাহের সিংহাসনারোহণ বৎসর 3be v3 বাংলার হোসেনী সুলতানগণের বহু মুদ্রা পাওয়া গিয়াছিল। এই মুদ্রাপ্রাপ্তির' সম্পূর্ণ বিবরণ ঐযুক্ত ষ্টেপল্টন সাহেব বঙ্গীয় এশিয়াটিক সোসাইটির পত্রিকায় ১৯২৮ সনের মুদ্রাবিষয়ক ক্রোড়পত্রে দিয়াছিলেন। এই সকল মুদ্রার কতক অংশ মাটি কাটিতে নিযুক্ত কুলিদের হস্তগত হইয়াছিল, এবং ক্রমে ক্রমে সেগুলি ঢাকার বাজারে পেদারগণের হস্তে আসিয়া উপস্থিত হইয়াছিল। এই ৯৪৫ হিজরার মুদ্র তিনটি তাই মূলতঃ রাইপাড়ায় পাওয়া মুদ্রা বলিয়াই মনে হয় এবং তাই এরূপ অনুমানও অসঙ্গত নহে যে মুদ্র তিনটি সম্ভবতঃ বাংলা দেশেই মুদ্রিত মুদ্র, যদিও উহাদের গায়ে কোন টাকশালের নাম লিখিত নাই । ৯৪৫ হিজরীর কোন মাসে এই মুদ্রগুলি মুদ্রিত হওয়া সম্ভব, এইবার তাহার একটু বিচার করা যাউক । ডক্টর কানুনগোর ‘শের শাহ হইতে এই যুগের ঘটনাবলি নিম্নে সঙ্কলিত হইল। নূতন সমাটেরা নিজ নিজ নামে মুদ্র মুদ্রিত করাইয়া এবং মসজিদে প্রার্থনা করাইয়া নিজেদের রাজ্যপ্রাপ্তি বিঘোষিত করাইতেন। প্রথমটির নাম সিকা, দ্বিতীয়টির নাম খুত্ব । কাজেই সিন্ধা যখন প্রচারিত হইয়াছিল, শের শাহ সিংহাসনেও সেই সময়ই আরোহণ করিয়াছিলেন,—এই সিদ্ধাস্তই করিতে হইবে । জানুয়ারী—১৫৩৬। শের খায় বঙ্গাভিযান । (১১৮ পৃ: ) মার্চ-১৫৩৬ । শের র্থ গৌড়ের সম্মুখে উপস্থিত হইলেন। বাংলার মুলতান মাহমুদ শাহ বহু অর্থ উপহার দিয়া উহাকে ফিরাইলেন । ডিসেম্বর—১৫৩৬ । ( ১৩২ পৃ: ) । অক্টোবর-১৫৩৭ । শের র্থার দ্বিতীয় বার বঙ্গাভিযান । ডিসেম্বর—, ৪৩৭ । হুমায়ুন আগ্রা হইতে শের খার বিরুদ্ধে অগ্রসর হইলেন । ( ১৩৯ পৃ: ) জানুয়ারী— ৭৩৮ হুমায়ুন চুণার পৌঁছিলেন । ( ১৪২ পৃঃ ) আনুমানিক মার্চ-১৭৩৮। শের ধার রোহুতাশ-দুর্গ অধিকার । ( ১৪২ পৃ: ) ৬ই জুলকাদ', ৯৪৪ হিঃ। } গৌড়ের পতন এবং বাংলার সুলতান ৬ই এপ্রিল, ১৫৩৮ | মাহমুদ শাহের পলায়ন। (১৫৪ পৃ: ) মে–১৫৩ ৷ চুণার-দুর্গের পতন । ( পৃঃ ১৫৮, পাদটীকা) छून-२6७४ । छभाषून बत्रांउिभूथ क्षयंगद्र इश्शन। (*84 হিজরী ১৫৩৮ খ্ৰীষ্টাব্দের ৩০শে মে আরন্ধ হইয়। ১৫৩৯ খ্ৰীষ্টাব্দের ১৮ই মে শেষ হইয়াছিল ) জুনের শেষ, ১৫৩৮ । নৌকাযোগে শের র্থ গৌড়ে পৌঁছিলেন। ( هند : ) হুমায়ুনের গুজরাট-অভিযান হইতে প্রত্যাবর্তন