পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনায়ন 666. সার্কিন নৌবহরের মহড়া । সময়ে যাত্র করিতেছে। সৰ্ব্বসমেত এক শত দশখন রণ.পান্ত পানামা-- ক্যানেল দিয়া চলিয়' গিয়াছিল । চfরখানি ডেইয়ার একই সাতচল্লিশ ঘণ্টার মধ্যে hypocrisy is disclosed in the fact that for themselves both Great Britain and the United States claim complete and overwhelming naval supremacy in those waters which are vital to them......And, although both nations discuss disarmament, neither has any intention of modifying, in the smallest đegree, the relative superiority ít maintains.” সিমগুস সাহেবের মতে ভণ্ডামি ও অন্ধতায় আশ্চর্য সংমিশ্রণে এ্যাংলো-স্তকেশন ধারণাগুলি গঠিত। ভণ্ডামি একটা বিষয়ে বেশ ধরা পড়ে। যেসব সমুদ্র নিজেদের স্বার্থ রহিয়াছে সে-সব স্থলে ব্রিটন ও মার্কিন নৌবহরের প্রাধান্ত সম্পূর্ণরূপে জৰাহত রাখিবার দাবি করে এবং যদিও উভয় রাষ্ট্রই নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনায় যোগ দিয়া থাকে তথাপি ডাহার। তাছাদের বর্তমান প্রাধাপ্ত বিন্দুমাত্রও হ্রাস করিতে ইচ্ছুক নহে। এই সব কারণুে মনে হয়, ব্রিটন ও মার্কিনর স্থায় প্রবল প্রতিপক্ষের সম্মুথে জাপানের সমান অনুপাতমুলক দাবি এতটুকুও অসঙ্গত নহে। ঐযোগেশচন্দ্র বাগল জীবনায়ন শ্ৰীমণীন্দ্রলাল বস্তু X ঘড়ির ঘণ্ট সশব্দে বাজিয়া উঠিল । অরুণ বিছানতে চোখ বুজিয়া নিদ্রীজাগরণের স্বপ্নবেশময় আবছায়ায় অলস সুখে গুইয়াছিল ; কি এক মুখস্বপ্ন-শেষে তাহার ঘুম ভাঙিয়া গিয়াছিল । স্বপ্নটি কি তাহার ঠিক মনে পড়িতেছিল না, স্মৃতির পটে অতি হাল্কা রঙীন ছোপ, বালুকাতটে সমুদ্রতরঙ্গের ফেনিল লিপির মত ক্ষণিকের মধ্যে মিলাইয়া বায়—এক গানের মধুর সুর, অজান। পুপদলের মৃহ গন্ধাচ্ছ্বাস, এক কিশোরীর স্নিগ্ধ মুখ কখনও হান্তে, কখনও কৌতুকে ভরা। মুখস্বপ্নস্থতিকে সে জীবন্ত করিয়া তুলিতে চাহিতেছিল । ঘড়ির এলাম-ধ্বনিতে দরুণ চমকিয়া উঠিল, স্বপ্নস্থতিজাল ছিন্ন হইয়া গেল। ঘড়ির দিকে কটাক্ষপাত করিয়া তরল অন্ধকারময় ঘরের দিকে চাহিল। ভোরের বাতাসে বড় থাটের পায়ের দিকে ডানপাশ পূৰ্ব্বর জানালা খুলিয়া গিয়ছে, পঙ্কের কাজ-করা পুরাতন বিবর্ণ দেওয়ালে উষার পাগুর আলো বড় করুণ দেখাইলেছে, সুবৃহৎ গৃহ আলোছায়াময় { এলাৰ্ম বাজিতে লাগিল। স্কুলের অনেক পড়া মুখস্থ করিতে হইবে । আজ আবীর ইতিহাসের মাসিক পরীক্ষা, দিল্লীর বাদশাহগণের নাম, ভারতের গবর্ণর-জেনেরালগণের নাম ও শাসনকাল, নানা সন তারিখ মুখস্থ করিতে হইবে ; তার পর সংস্কৃত-ক্রিয়ার ধাতুরূপ, য়ালিজ্যাত্রার ফরমুলা, কবি শেলির একটি কৱিতা । যাক, এখনও পাঁচটা বীজে নাই, আরও পনের মিনিট সে বিছনাতে শুইয়া থাকিতে পারে । কাল রাত সাড়ে এগারটা পর্যন্ত