পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S58S ঝরিয়া ওয়াটার ওয়ার্কস, তোপচাচি । দুরে পরেশনাথ পাহাড় দেখ যাইতেছে প্রায় পয়ত্রিশ-ছত্রিশ ঘর গৃহস্থ এইস্থানে বাস করিতেছেন । অনুমান বঙ্গাব্দ ১১৭৬ সালে এই জেলার অন্তর্গত শ্রীরামপুরের তদানীন্তন রাজা, রামচন্দ্র মিশ্র নামক এক বাঙালী ব্রাহ্মণকে হালিশহর হইতে তাহার পুরোহিত রূপে গিরিডিতে আনয়ন করেন ও তাহাকে তাহীর জীবিকানিৰ্ব্বাহের উপায়স্বরূপ বিস্তর ভূমিদান করেন । ভুরুস্তিহার বর্তমান প্রবাসী বাঙালী ব্রাহ্মণের সকলে তাহারই ংশোদ্ভুত । ইহার এই স্থানে পৌরোহিত্য করেন। সুখের বিষয়, ইহার দীর্ঘকাল প্রবাসী হইয়াও বাঙালীত্ব অক্ষুণ্ণ রাখিয়াছেন। ইছাদের বংশের এক ব্যক্তি স্থানীয় কাছারীতে ওকালতি করেন । গিরিডিতে বারগও নামক স্থানেই অধিকাংশ বাঙালীর বাস করেন। এই বীরগণ্ড নামের উৎপত্তি কিরূপে হইল বলিতেছি। গিরিডি হইতে প্রায় কুড়ি মাইল দূরে হাজারিবাগ রোডের নিকট বারগণ্ড নামক স্থানে পূর্কে বার্ড এণ্ড কোং-এর একটি তাম্রের খনি ছিল। গিরিডিস্থ বর্তমান বীরগণ্ড রোড যে-স্থানে উত্ৰ নদীর তীর অবধি আসিয়া শেষ হইয়াছে, ঐস্থানে কপারফীল্ড নামক একটি । দ্বিতল অট্টালিকা আছে। তৎকালে উছাতেই উক্ত কোম্পানীর কার্য্যালয় ও আকরিক তাম্র হইতে বিশুদ্ধ তাম্র নিষ্কাশনের জন্ত যন্ত্রপাতি স্থাপিত হয় । আসল খনিটি বারগণ্ড নামক স্থানে অবস্থিত বলিয়া এবং আপিস ও তামনিষ্কাশণ সংক্রাস্ত কার্যোর জন্ত এস্থানের সহিত বারগণ্ডা নামক স্থানের যোগ থাকায় কালক্রমে এই স্থানের নামও বীরগণ্ড হইয়া যায় । কপারফীন্দু নামক বাটটি এখন শ্রীনুক্ৰ জিতেন্দ্রনাথ দে মহাশয়ের অধিকারে আছে । পরে খনিজ তাম নিঃশেষিত হওয়ার জন্তই হউক অথবা ব্যবসায়ে কোম্পানীর ক্ষতি হওয়ার কারণেই হউক উক্ত আকর হইতে তাম-উত্তোলনকাৰ্য্য বন্ধ হইয়া যায়। বারগণ্ডা নামক স্থানটি এখন বেঙ্গল ইকুইটেবল কোল কোম্পানীর জমিদারীর অন্তভূক্ত। ইহারা স্থানীয় টাকাইৎ-এর নিকট হইতে প্রথমে কয়লা-উত্তোলনের উদ্দেশ্যে জমিটি ক্রয় করেন ; কিন্তু পরে কয়লা না-পাওয়ায় জমি পড়িয়া থাকে । কথিত আছে, ইকুইটেবল কোল কোম্পানী এককালে মাত্র ছয় শত টাকা বাৎসরিক খাজনায় সমগ্র বারগণ্ড ইজার। দিতে প্রস্তুত ছিলেন । কিন্তু সেই জঙ্গলাবৃত কঙ্করাকীর্ণ অনুৰ্ব্বর জমিতে ফসলোৎপাদনের চেষ্টা সুদূরপরাহত বুঝিয়। তখন কেহই সেই জমি ইজারা লইতে ভরসা করেন নাই। শ্ৰীযুক্ত শশীভূষণ বনু মহাশয়ের পরামর্শে উক্ত কোম্পানী এই জমিগুলি বহু অংশে বিভক্ত করিয়া প্রত্যেক অংশ বাৎসরিক দশ টাকা খাজনায় বিলি করিবার বন্দোবস্ত করেন। শশীবাবুই প্রথম এই সব জমিতে ব্রাহ্মদের বসবাস করাইতে আরম্ভ করেন। তদবধি গিরিডি ব্রাহ্ম-উপনিবেশ রূপে পরিগণিত হয়। শশীবাবুর আদি নিবাস ছোটজাগুলিয়া গ্রামে । তিনি পূৰ্ব্বে কৃষ্ণনগর কলেজের অধ্যাপক ছিলেন । বীরগণ্ডীয় তাম্রখনির আপিস প্রতিষ্ঠায় সময়ে