পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চৈত্র দেখে ক’রে দেবই, যা তুমি চাও। সব চেয়ে ভাল হয় ফাষ্ট প্রাইজট পেলে । তোমার গহনাও হয়, আমার লখও মেটে ।” বিনোদিনী বলিল, “কি তোমার সর্থ গুনিই ন! একটু ?” প্রকাশ বলিল, “তাহ’লে হাজার পঞ্চাশ তোমার নামে লিখে দিই, ষাতে তোমাদের কোনোদিকে কোন কষ্ট না হয়। বাকীটা নিয়ে একবার কেটে পড়ি পৃথিবীটা ভাল ক’রে দেখবার জন্তে । বয়স্কোপের কল্যাণে ছবিতে ঢের দেশই দেখলাম, একবার সত্যিটা কেমন দেখতে চাই । ওদের জীবনটাও একবার উপভোগ ক’রে দেখতে ইচ্ছে করে ” ‹ና বিনোদিনী ঠেটি উল্টাইয়া বলিল, “মাগো মা, কি ছিরির সখ । ভগবান তোমাক্ষ কখনও প্রাইজ দেবেন না । স্ত্রী-পুত্র ফেলে পালাতে চাও এমনি অমানুষ তুমি । লোকে কোথায় টাকা চায় এদেরই সুখী করবার জন্তে, না তোমার মতলব কি ক’রে তাদের ফাকি দেবে।” প্রকাশ বলিল, “বেশ, এমন না হ’লে আর স্ত্রী-বুদ্ধি । পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাব, তার নাম হ’ল ফাকি দেওয়া ? একসঙ্গে লেপটে পড়ে থেকে, সবাই মিলে নাখেয়ে মরলে, সেইটেই বুঝি সবচেয়ে চমৎকার হয় ? অার ভগবান ধাদের প্রাইজ গুলি দেন, তারা বুৰি সবাই তখনই তা দিয়ে দেবালয় ফে”দে বসে ? আমোদ-প্রমোদ করেই লোকে এ-সব টাকা উড়িয়ে দেয় ।” ৰিমোদিনী বলিল, “তোমার টাকায় আমার কাজ নেই বাপু পঞ্চাশ হাজার তোমারই থাক। ছেলেমেয়ে নিয়ে বিলেত হয়, আমেরিক হয় যেদিকে খুশী বেয়ো, আমি তাঁদের মানুষ করতে পারব না। আমি গরিবের মেয়ে, দু-মুঠে আমার খেতে পেলেই হ’ল।”—বলিয়া পখি ফেলিয়া উঠিয়া রান্নাঘরে চলিয়া গেল । প্রকাশ বলিল, “ভাল যা হোক, গাছে কাঠাল গোঁফে তেল। প্রাইজ ত পাচ্ছি মগদ, তার ভাগ-বাটোয়ারা ধগড়াৰ টি সৰ জাগে ভাগে হয়ে গেল।” সে উঠা পড়িয়া ছেলেমেয়েদের গন্ধীনে চলিয়া গেল । বলিতে গেলে ইহাদের সঙ্গে প্রকাশের দেখাই হয় মা রবিবার ছক্ষিী । দিবাস্বপ্ন brな。 রান্নাঘরে বসিয়া বলিয়া বিনোদিনীর রাগও হইতে লাগিল, হাসিও পাইতে লাগিল। কোথায় কি তার ঠিক মাই, ইহারই মধ্যে চটচটি । কিন্তু ধন্ত পুরুষ-মানুষের মন, কি করিয়া সবাইকে ফেলিয়া চলিয়া যাইবার কথা ভাবিতে পারিল ? বিধাতা স্ত্রী-পুরুষকে সত্যই আলাদা ধাতুতে গড়িয়াছেন । বিনোদিনী ত লক্ষ টাকা পাইলেও স্বামী বা সন্তানদের ফেলিয়া গিয়া আমোদ করার কথা ভাবিতেও পারে না । যাহা হউক, এ লইয়া আর বেশী বাড়াইয়া কাজ নাই, ব্যাপারটা সত্যই কল্পনা ছাড়া ত কিছু নয় ? তবু রাত্রে শুইবার সময় আবার এই কথা না-পাড়িয়াই সে পারে না। প্রকাশ যদিও তাহাকে বিন্দুমাত্র উৎসাহ দেয় না, বলে, “কাঙ্গ কি বাপু, আত আলনস্করের স্বপ্নে ? মাঝ থেকে লাথি লেগে বাসন-কেসিন ভাঙবে।” বিনোদিনী বলিল, “ওগে, মেয়েমানুষ অত ক’রে স্বপ্ন দেখে না । তাদের বাস্তব নিয়ে নাড়াচাড়া সারাদিন, দুটোর তফাৎ তারা রাখতে জানে। তুমি কথাটা তখন বললে কি না তাই ভাবছিলাম টাকা পেলে একটা মুক্তোর সরস্বতী-স্থার করতাম, যেমন আমাদের বড়বৌয়ের আছে। ভারি সুন্দর জিনিষটা, তুমিও ত দেখেছিলে ?” প্রকাশ বলিল, “কে জানে অত শত অামার মনে নেই । তোমাদের বড়বে বেশ সুন্দর, সেইটে মনে আছে, অত লক্ষ্মী-হার সরস্বতী-হার মনে নেই বাপু ।” বিনোদিনী ঠোট উণ্টইয়া বলিল, “তা ত থাকবেই, বলিহারি তোমাদের জাতকে ” প্রকাশ বলিল, “তা কি করব বল, যেমন ধাকে বিধাতা করেছেন । তোমরা গহন কাপড় দেখ, আমরা দেখি মানুষকে ” বিনোদিনী জানিত এ সবই তাহাকে ক্ষ্যাপাইবার চেষ্টা, ठवू नl cभनिब्रां७ *ांब्रिङ नl । ब्रांtब ब्रॉब्र रुशंफ़ी বাধাইতে ইচ্ছা করে না, চব্বিশ ঘন্টার ভিতর ঐটুকুই বা গল্পগাছা করিবার সময়। বলিল, “ত বেশ । আর कि किनि छांन ? झषांमा छन भांडे़ी चाब्र झटके उॉण গ্রাউজ। ৰাঞ্জে একখানাও আমার ভাল শাড়ী কি জামা ¢नहै ? cकांथte दाँहे भt ठाँदे, न झ'tण बॉन थांकड भी " প্রকাশ তন্ত্রীর ক্টোকে স্বলিল, “বেশ ত তাই কিনো ।”