পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سواسیلاد ় প্রবাসী। " ఏ98ు স্কুলে পড়িবার সময় তিনি ড্রয়িং ক্লাসেই সৰ্ব্বপ্রথম ছবি আঁকিবার উৎসাহ পান। কলেজে ভৰ্ত্তি হইলে ওয়ার্ডসওয়ার্থের যে কবিতার বই পড়ানো হইত তাঙ্কার পাতার দুই পাশে বর্ণনীয় বিষয়ের ছবি আঁকিয়া রাথিয়াছিলেন। নন্দলাল আর্ট-স্কুলে পাচ বছর ছিলেন, সেখানে মাহিম দিতে হইত না । বছর দুই পরে বার-তের টাকা করিম বৃত্তি পাইতে থাকেন। ক্লাসে সৰ্ব্বপ্রথম তিনি যে চিত্র অঙ্কিত করেন তাহার বিষয়-বুদ্ধ হাস কোলে করিয়া বসিয়৷ আছেন। তিনি হাসের পা আঁকিয়াছিলেন গোল, অবনীন্দ্রনাথ শুদ্ধ করিয়া দেন। হাভেল সাহেব এই ছবি দেখিয়া খুব খুশী হন, আর বলেন, “বেশ হয়েচে, বেশ অর্ণামেণ্টাল ছবি।” নন্দলালের আর্টস্কুলে আসার আট-দশ মাস পরে হাভেল সাহেবের মস্তিষ্ক বিকৃত হয় । তিনি কাৰ্য্য হইতে অবসর গ্রহণ করিলে কাবনীন্দ্রনাথ চার বছর অস্থায়ীভাবে প্রিন্সিপ্যালের কাজ করেন। বাঙালীকে এইরূপ দায়িত্বপূর্ণ কার্ঘ্যে নিযুক্ত করা তখন সরকারের নীতিবিরুদ্ধ ছিল। অবনীন্দ্রনাথ স্কুলে বসিয়া নিজে ছবি আঁকিতেন, তাহাতে ছেলেদের ভাল শিক্ষা হইত। তাহার প্রথম ছবি “বঙ্গমাতা” বঙ্গভঙ্গের ব্যাপারে জাক স্বদেশী ভাবের ছবি । আর্ট-স্কুলে আঁকা নন্দলালের ছবি সতী, শিবসতী, কর্ণ, তাণ্ডবনৃত্য, বেতালপঞ্চবিংশতি, ভীষ্মের প্রতিজ্ঞ, গান্ধারী, ধুতরাষ্ট্র-সঞ্জস্ব ইত্যাদি । মোগল চিত্র সকল এখন যাদুঘরে থাকে, আগে এগুলি ডিজাইনের ক্লাসে টাঙান থাকিত । এই ছবির চার পাচখানা নন্দলাল নকল করেন। ইণ্ডিয়ান সোসাইটি অব ওরিমেন্টাল আর্টের প্রদর্শনীতে শিবসতী চিত্রের জন্য তিনি পাচ শত টাকা পুরস্কার পান । এই টাকায় তিনি মথুরা অবধি ভ্রমণ করিয়াছিলেন । যখন আর্ট-স্কুল ত্যাগ করেন, তখন পাসি ব্রাউন সাহেব স্কুলের প্রিন্সিপাল । তিনি বলিলেন, “এখানেই কাজ কর, এখানে জায়গা পাবে।” অবনীন্দ্রনাথও ডাকিলেন তার বাড়িতে থাকিম্ব কাজ করার জন্য । নন্দলাল ব্রাউন সাহেবকে প্রত্যাখ্যান করিয়া অবনীন্দ্রনাথের নিমন্ত্রণই গ্রহণ করিলেন । অবনীন্দ্রনাথ র্তাহাকে ষাট টাকা করিয়া একটা বৃত্তি প্রায় তিন বছর দিমাছিলেন । এ সময়ে নন্দলাল নিবেদিতার Indian Myths of Hindoos and Buddhists quo for আঁকেন। ডক্টর আনন্দ কুমারস্বামী আসিম্বা অবনীন্দ্রনাথের বাড়িতে ছিলেন । অবনীন্দ্রনাথের সংগ্রহে যে প্রাচীন চিত্র আছে তাহার তালিকা করিতে নন্দলাল সাহায্য_ করেন । 赢。 عملامسي বিলাত হইতে লেডী হেরিংহ্যাম্ আসেন অজন্টার প্রতিলিপি লওয়ার জন্ত । নন্দলাল এবং অসিতকুমার হালদারকে অবনীন্দ্রনাথ অঞ্জণ্টায় পাঠান, পরে আসিয়া জুটিলেন ভেঙ্কট আপপ এবং সমর গুপ্ত।