পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

३३* আমিরাকদল সেতু—শ্ৰীনগর পরপারেই কাশ্মীর-রাজ্যের অন্যতম শহর মুজাফরাবাদ অবস্থিত। বর্ষণজনিত জলবৃদ্ধির সঙ্গে পাৰ্ব্বতীয় নদীদ্বম্বের গর্জন শুনিতে শুনিতে আমরা পুনরায় যাত্রা করিলাম। ক্রমে পাহাড়ের উচ্চতর স্তরে আমাদের গাড়ী উঠিতে লাগিল এবং দেখিতে দেখিতে আরও চোঁদ মাইল অগ্রবর্তী পান্থশালা সমন্বিত গঢ়ী নামক স্থানটিও ছাড়াইমা গেলাম। বৃষ্টির বেগ এখন উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল । মনে ভাবিলাম কুক্ষণেই রাওলপিণ্ডি হইতে যাত্রারম্ভ করা হইয়াছিল। মারি হইতে রাস্ত ক্রমাগত উত্তরাভিমুখে চলিয়া দোমেলে হঠাৎ বক্রগামী হইয়া গেল ; অত:পর দক্ষিণ-পূর্বাভিমুখে নদীর গতি ধরিয়া উরি পথ্যস্ত চলিল। ক্রমে চিনারী, চকোঠা নামক স্থানদ্বয় অতিক্রম করিলাম। আমাদের গাড়ী অবিশ্রাপ্ত গতিতে চলিয়াছে, কারণ সন্ধ্যার পূর্বেই উরি বাংলায় পৌছিতে হইবে নচেৎ সকল পৰ্য্যটকের উপযোগী পান্থশালা নিকটে আর নাই ৷ সন্ধ্যায় প্রাক্কালে এক শত তেত্রিশ মাইল দূরবর্তী উরি বাংলায় আমাদের গাড়ীর গতিরোধ হইল । দেখিতে দেখিতে অন্যান্য গাড়ীগুলিও প্রায় আসিয়া জুটিল । সমুদ্রতট হইতে উৱর উচ্চতা চার হাজার পাঁচ শত ফুট, সুতরাং বিলক্ষণ শৈত্য অমুভব করিলাম। তখন সকলেই বিশ্রামস্থখের জন্য লালায়িত, কিন্তু পান্থশালাটি বৃহৎ হইলেও একযোগে এতগুলি যাত্রীর স্থান সঙ্কুলান হওয়া দুর্ঘট । এই কারণে বিলম্বে জাগত কতিপয় সহপৰ্য্যটক এখানে না নামিয় তের মাইল অগ্রবর্তী রামপুর বাংলায় রান্ত্রিযাপনোদেশে রওনা হুঁইজা গেলেন। আমরা কিন্তু সিঙ্ক বসনে জার অগ্রসর হইতে ইচ্ছুক ছিলাম না,কাজেই মালপত্র গাড়ী হইতে নামাইয়৷ এই পান্থশালার একটি কক্ষ দখল করিষ্ঠাষ এবং টিফিন DBDDB BB i DBB BD DD DBBB শয়নের ইচ্ছায় বিছানাপত্র খুঁটিতেই দেখা গেল যে, প্রাধগমস্তই সিক্ত। তথাপি অপেক্ষাকৃত শুষ্ক আচ্ছাদনাদির সদ্ব্যবহার করিবার ইচ্ছায় শয্যা রচনা করিতেই এক বাধা উপস্থিত হইল । কতিপয় মহিলা-যাত্রী বিলম্বে উপস্থিত হওয়ায় তাহাদের অর্থ কোনও ঘরে স্থানলাভের সুবিধা হইল না, সুতরাং আমাদের অধিকৃত কক্ষেই আগমন করিলেন। অগত্যা সঙ্গী মহিলাদ্বয়ের সহিত তাহারেও রাত্রিযাপনের ব্যবস্থা করিয়া দিয়া আমর উভয় ভ্ৰাত অপর কোন কক্ষে স্থানসকুলানের চেষ্টা করিডে লাগিলাম ; কিন্তু তাছাতে কৃতকাৰ্য্য না হইয়া জ্যে} DBB BBBBB BB BBBS BBB BBBB BBB SSBBBB BBBB BB BBBD BBB B BB BBB রাজিবাসের জন্য প্রস্তুত হইলাম। তখনও বৃষ্টিং