পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বদী-দ্বীপে অস্ত্যেষ্টিক্রিয়। අාණ් লেী ইয়া যাওয়া হইতেছে ফুলফুল, বিচিত্র বর্ণের পাকা ও মাংসাদি বহন করিয়া লইয়া যাসু । মাইকেলের মেঘনাদবধে আছে— বিবিধ ভূষণ, বস্তু, চলুন, বঞ্জী কেশর, কুকুৰ, পুষ্প, বহে ব্যক্ষা ধু স্বর্ণপাত্রে, স্বর্ণকুষ্ঠে পুত আস্তোরাশ থাঙ্গেয়... আমাদের দে৭ে সধব স্ত্রীলোক কিংবা বুদ্ধের শবাহুসরণের সময় কতকট এইরূপ প্রথার প্রচলন আছে। খুষ্ঠান ও মুসলমানদের শবদেহের অনুসরণের জন্যও এই প্রকার শোভাযাত্রার অনুষ্ঠান হইম ধাকে । শেষোক্ত সম্প্রদাষ ধূপ, গুগগুল প্রভৃতি প্রজ্জ্বলিত করিয়া মুংদেহের অমৃগমন করে। খৃষ্টান সম্প্রদায়ও নানা পুপমালো শবাধার সজ্জিত করে। মৃতদেহ যে স্থলে দাহ করা হইবে, মঞ্চটি সেখানে অতিদ্রুত উপস্থাপিত করা হয় । যখন শোভাযাত্রা কোনও রাস্তার চে-মাথায় উপনীত হয় তখন শববহনকারিগণ গগনবিদারী চাংকার ও উল্লাসর্ধ্বনির মাঝে মঞ্চটি কয়েক বার ভীষণভাবে দোলায়িত করে। সমংে সময়ে তাহারা গতি স্থগিত রাখিয় কিছু দূর পশ্চাতেও হটিয়া যায়। তাহদের ধারণা, আত্মীয়স্বজন ও পার্থিব সম্পদাদি হইতে চিরবিচ্ছিন্ন মৃতের বিরহকাতরতা লাঘব করিবার জনাই এ রূপ করা হয়। এদেশেও মৃতদেহ বহন করিবার সময় উচ্চৈঃস্বরে ভগবানের নাম স্মরণ করিবার প্রথা বিদ্যমান আছে । - - পাড়াও তাহ নির্দেশ করিম দেন । বস্ত্রাচ্ছাদিত কেদারায় পুরোহিত উপবেশন করিম্বা থাকেন, বাহকগণ তাহা বহন করিয়া লইয়া যায় ; এই কেদারার উপরিভাগে কোনরূপ চন্দ্ৰাতপ বা অন্য কোনও প্রকারের আচ্ছাদন - থাকে না । এই বস্ত্র নানাবর্ণে রঞ্জিত দেখা যায়। বস্ত্রখণ্ডে কালে ও সোনালি রঙের সংমিশ্রণে এক বিশাল অঞ্জগরের চিত্র অঙ্কিত হইয়া থাকে। ইহার দুরা ইহাই প্রতিপন্ন করা হয় যে, যেন মৃতব্যক্তি সৰ্পের দ্বারাই শ্মশানক্ষেত্রের দিকে আকৃষ্ট হইতেছে ; যেম মৃত্যুর অন্য কোনও প্রকার আধিদৈবিক, আধিভৌতিক বা অন্য কারণ নাই । শোভাযাত্র। শ্মশানে উপনীত হইলে মৃতদেহ মঞ্চশিখর হইতে নামাই ‘পেমুয়েন' নামক স্থানে রক্ষিত হয়। এই স্থানে একটি শবাধার রক্ষিত থাকে ; ইহা অধিকাংশ সময়ে জীব-জন্তুর আকৃতির অনুরূপে এবং সচরাচর গরুর আকৃতিঅস্থানীয় গঠিত হুইয়া থাকে। এই শবাধার ‘পেটুলঙ্গন নামে অভিহিত হয় । মৃতদেহ শবাধারে রক্ষিত হইলে, ইহার শ্বেত আচ্ছাধন-বস্ত্র অপসারিত করা হয় । অতঃপর পুরোহিত মসোচ্চারণ করিক্তে করিতে মৃতদেহের উপর পবিত্র জলধারা বর্ধনু করেন। “পড়িলা গম্ভীরে মন্ত্র রক্ষ-পুরোহিত"--শবদেহ BBBB BB BBBB BBBB BBBB BB BBBB BB BBB BBB BBBBBB gg - -