পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ* ఏSD83 ছোট বলে মনে হয়- যে-দিকেই চাই চোখ বেধে যায়, হয় ঘরবাড়িতে, ন-হয় বাশবনে আমবনে। কোথাও উচুনীচু নেই— একঘেয়ে সমতলভূমি, গাছপালায়ও বৈচিত্র্য নেই। আমাদের এ গায়েই যত গাছপাল আছে, তার বেশীর ভাগ এক ধরণের ছোট ছোট গাছ, এরা নাম বলে আশশেওড়া, তাদের পাতায় এত ধুলো যে সবুজ রং দিনরাত চাপা পড়ে থাকে । এখানে সব যেন দীনহীন, সব যেন ছোট মাপকাঠির মাপে গড় । আমাদের দিক থেকে তো গেল এই ব্যাপার । ওদের অসভ্য মানুষদের সামিল । পাহাড়ী জাতিদের সম্বন্ধে ওঁর। যে খুব বেশী জানেন, তা নয়— এবং জানেন না ব’লেই তাদের সম্বন্ধে ওঁদের ধারণ অদ্ভুত ও আজগব ধরণের। এদেশে শীতকাল নেই– মাস দুই তিন একটু ঠাণ্ডা পড়ে। তা ছাড় সারা বছর ধরে গরম লেগেই আছে—আর সে কি সাংঘাতিক গরম । সে গরমের ধারণা ছিল না কোনো কালে আমাদের । রাতের পর রাত ঘুম হয় না, দিনমানেও ঘামে বিছানা ভিজে যায় ব’লে ঘুম হয় না । গা জলে, মাথার মধ্যে কেমন করে, রাত্রে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে এক দিক থেকে ওরা আমাদের পর করে রেখেছেন এই তিন-চার এক দিন । তার ওপরে মশা। কি মুথেই লোকে এ-সব বছর ধরেই। ওঁদের আপনার দলের লোক বলে ওঁর দেশে বাস করে ! আমাদের ভাবেন না। আমরা খিরিষ্টান, আচার জানিনে, হিঁদুয়ানী জানিনে— জংলী জানোয়ার সামিল, গারো পাহাড়ী ( ક્ષમતા: ) সিংহলের চিত্র ro. শ্ৰীমণীন্দ্রভূষণ গুপ্ত সিংহলে বৌদ্ধধৰ্ম্মের প্রচার দেবনামপিয় তিস্স: ৩০৭ খৃষ্ট-পূৰ্ব্বাব্দে সিংহলের সিংহাসনে আরোহণ করিলে তাহার বন্ধু ভারত-সম্রাট অশোককে বহুমূল্য উপটৌকন প্রেরণ করেন। সম্রাট অশোকও বহুমুল উপহার পাঠাইয়া তিস্সকে নিজের সৌহাৰ্দ্দ্য জানান এবং সঙ্গে এই সংবাদও পাঠান ‘ আমি বুদ্ধ, ধৰ্ম্ম ও সত্তেঘর আশ্রয় লইয়াছি, শাক্যবংশীয়দের ধৰ্ম্মে আমার আস্থা ও ভক্তি। হে নৃপতি, এই সত্য ধৰ্ম্মে আপনার বিশ্বাস হউক এবং মুক্তির জন্য আপনি ইহাতে আশ্রয় লউন ৷” এই বাৰ্ত্ত লইম অশোকের পুত্ৰ মহেন্দ্র সিংহলে গমন করিয়াছিলেন । 3. বুদ্ধের লঙ্কাদ্বীপে আগমন প্রাচীন ইতিহাস মহাবংশে উল্লেখ আছে, বুদ্ধ অনেক বার সিংহলে পদার্পণ করিয়াছিলেন। এই ঘটনার যদিও ঐতিহাসিক ভিত্তি নাই, তবুও সিংহলের বৌদ্ধগণ এই আখ্যায়িকা বিশ্বাস করিয়া থাকেন । উল্লেথ আছে যে বুদ্ধ মহেন্দ্রের জন্য পূৰ্ব্ব হইতেই স্থান প্রস্তুত করিয়া রাখেন, কারণ র্তাহার বিশ্বাস ছিল, লঙ্কাদ্বীপে তাহার ধৰ্ম্ম গৌরবান্বিত হইবে । লঙ্কাদ্বীপে পূৰ্ব্বে ছিল যকৃথদের ( যক্ষ ) বাস । বুদ্ধ তাহাদিগকে দ্বীপ হইতে বাহির করিয়া দেন। যকৃথর যেখানে সমবেত হইত বুদ্ধ সেখানে আকাশপথে আসিয়া উপস্থিত হইলেন, এবং আকাশে ঝড় বিদ্যুৎ অন্ধকার আনিয়া যকৃথদের মনে শঙ্কা জন্মাইলেন % ষকৃথর ভীত হইয়া কৃপা প্রার্থনা করিল, বুদ্ধ বলিলেন, “তোমাদের মুক্তি দিব, যেখানে আমি তোমাদের সকলের অনুমতি অনুসারে অবতরণ করিতে পারি এমন স্থান

  • ঘবীপবাসীরা বিশ্বাস করে বুদ্ধ পদ্মপত্রে ভাসিয়া ঘবদ্বীপে আসিছিলেন ধৰ্ম্ম প্রচার করিতে, বরভূধরে এরূপ মূৰ্ত্তি খোদিত আছে।