পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ ] কাঠময় গানগাত্র ( ধাকুব গুণন্তি- কল্প। দেশ ) এই প্রবন্ধের সমাপ্তি করিতেছি । চিত্র [ ২১ —বালুব মুখপ-শৃঙ্গী দেবতা। চিত্র ২২ -বাপেন্ধে (Bapende, জাতির মুখস–দেবতা মূৰ্ত্তি। চিত্র | ২১]–ম্পোঙে, (Mpongwe) জাতির মুখস–দেী-মৃপ্তি, অথবা স্ত্রী-মূৰ্ত্তি । চিত্র ২৪ J— বাঁকুবা জাতির ক্যষ্ঠায় পানপত্র-লুই-মুধা দেবতার আকারে (সম্মুধের ও পাশের দৃপ্ত )। এই সকল মুখস ও পত্রি আবলুস প্রভৃতি অতি কঠিন কাঁড়ে নিৰ্ম্মিত হয়। এই শ্রেণীর কাজে সকলেই একটা জিনিস লক্ষ্য করিলেন— ইহার রেখার সারল্য ও শক্তি । এইখনেই নিগ্রে-শিল্পীর কৃতিত্ব খুব বেশী। নিগ্রে শিল্পের এই সরল, আদিম শক্তিটুকু এখন ইউরোপের অতি-সভা শিল্পের কম হইয়া দাড়াইয়ছে। তাই এই শিল্পের এত আদর,—ইহা লইয়া এত আলোচনা জরিমানে ও ফরাসীতে এ-সম্বন্ধে বড় বড় চিত্রময় বই বাহির হইছে, ইংরেজীতেও সচিত্র প্রবন্ধ দুই দশটা বাঙ্গির হইগাছে , এবং প্রায় সৰ্ব্বত্র ইহার প্রদর্শনী হইতেছে। আঞ্জকাল ইউরোপে অতি-আধুনিক শিল্প-রসিকদের গৃহে, গ্ৰীক মূৰ্ত্তির পরিবর্কে নিগ্রো কঠের মূৰ্ত্তি বা মুথম রাথ! বিরল নহে । ইহার নিদর্শনের জল্প চাহিদা খুব বাড়িয়া গিয়ছে। এই শিল্প বুঝিতে পাধিলে, বা ইহা হইতে রস পাইতে সমর্থ হইলে, সভ্য মানবের মনেৰ বা আস্থার প্রসার বাড়িবে বই কমিবে না ।