পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

thRR হইবে।--তাহদেয় গরুর গাড়ী ছুটি ক্যাচ-কাচ, করিতে করিতে আসিয়া সেইখানে থামিয়া গেল । একজন পুরুবমীমুখ আলিয়া বলিল—শুনছ ? ও গো শুনছ ? আমরা এসে গেছি ! বউট এইবার ধড়মড় করিয়া উঠিয়া বসিয়া বলিল— এসে গেচি ! ধাড়াও বাঁচ্চি । তাহার পর কাপড়ের ছোট পোটলাট লইয়া সে নামিয়া পড়িল ৷ নামিবীর সময় বলিয়া গেল—আসি ভাই ! বউটি চলিয়া যাইবার পর ঘরেন অগিয়া তাহার জিনিযপত্র লইয়া সেই গাড়ীতে উঠিল্প বসিল । বলিল—বসুহাটি পর্যন্ত যাবার জার ধী নেই—শুধু আমরা দুজন, কাজেই একথানা গাড়ী যাবে। ইজার পর আবার গাড়ী চলিতে লাগিল । নরেন একবার কমলীকে জিজ্ঞাসা করিল কোন অহবিধে হয় নি তো ? - • কমলা ছোট্ট একটি উত্তর দ্বিপ্নাছিল—না । তাহার পর দু-জনার মাঝখানে বেশ একটু নিস্তব্ধতা ঘনাইয়া উঠিল - বাহিরে নিবিড় অন্ধকার। ঝোপে KLL DKK SYS BB BB BBB BBB BB BB বাঞ্জিতেছে । কিছুক্ষণ কাটিতে-লা-কাটিতে ভে-সে-ভোস করিয়া হয়েনের নাক ভাকিতে আরম্ভ করিল। কমলা বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়া রহিল। অল্প কিছুক্ষণ পরে তাহার একটু তন্ত্ৰা আসিয়াছিল। কিন্তু তন্ত্রীর মধ্যে ভাহীর মনে হইল যেন হাবীর সেই বটি তহরি পাশে কথা বলিতে বলিতে মূৰ্ছিত হইয়া তাহার গায়ে ঢলিয়া পড়িল । বেণ মনে হইল তাহার বেন স্পর্শ পাইল সে । কিন্তু চোখ খুলিয়াই কাহাকেও দেখিতে পাইল না। তাহার গা-ট.কেমন ছমৃ ছমৃ করিতে লাগিল । অন্ধকারের আড়ালে নক্ষত্রের নির্লিপ্ত চাহনির পশ্চাৎ হইতে একপানি অতৃপ্ত মুখের ছবি ত:হার সম্মুখে ভাসিয়া উঠিল। তাঁহার মনে হইল যেন সেই পুত্রসস্তাবনান্বেষী বধুটি তাহদের গাড়ীর পশ্চাতে আৰ্ত্তনাধ করিতে করিতে ক্ষুধার্য চোখে ছুটিয়া আসিতেছে। ভয়ে কমল মুখে কাপড় চাপ দিয়া কাঠ হইয়। বসিয়া রহিল। তাহীর সমস্ত শরীর কঁপিয়া কঁপিয়া উঠতে লাগিল । or-no ఏ983 R আজি ক'দিন হইল কমল বীপের বfড় ফিরিমা আসিয়াছে। হরেন তাহীকে রাধির তার পর দিনই বাড়ি চলিয়া গিয়াছিল । ছোট ভাই ভগ্নীগুলির কমলকে পাইয়া আৰু আনন্দ ধরে না । দিবীরত্রে তাহদের মধ্যে তর্ক হইত থাকে দিদির ধোঁকা হইলে কে কখন তাহীকে কোলে লই৷ বেড়াইবে তহ্য লইয়া । কমলর ছোট বোন চ:ক বলিতে থাকে—আমি কিন্তু ভাই, সকালবেলা থোকীকে নিয়ে বেড়াব। সঞ্চাপবেল ঘুম থেকে উঠে মুখ-হাত ধুয়ে কেঁচড়ে মুড়ি নিয়ে থোকাকে কোলে ক’য়ে বেড়াতে চলে যাব । কালিতলীর পাশ দিয়ে, বঙ্গীপাড়া ছাড়িয়ে গিয়ে একেবারে মাঠ পর্যাও চলে যাব। মাঠে গিয়ে থোকাকে হfওয়া খাই: নিয়ে আসব।---এ-কথাটা বোধ হয় তাহীর ছোট ভাই হারুর পছন্দ হয় না । সে বলিল—ও বুঝতে পেরেচি। তুমি পাঠশালা পালাবে না ? থোকাকে সকালে কোলে নিয়ে বেরিয়ে তুমি বেলা করে ফিরবে—আর পাঠশাল বেতে হবে না, না ? তা হচ্চে না --- এইবার রঙ্গক্ষেত্রে কমলা আসিয়া উপস্থিত হইল । সে তাহাঁদের কথার বিশেষ কনি দিল না । সে চারুর খেলাঘরটি নাড়িয়া-চাড়িয়া দেখিতে দেখিতে হঠাৎ তাহ হইতে দু-একটি মাটির ছোট ছোট খুী তুলিয়া লইয়া বলিল —দেথবি চারু, একটা মজা দেখবি ? এই দাধি ।--- এই বলি। সে সেই খুীগুলি হাতে ভাঙিয়া কুটুকুট করিয়া চিব:ইয়া ধাইয়া ফেলিত লাগিল। কিছুক্ষণ ধাইতন-বাইতে সে অমন তিন চারিধানি খুরী খাইল ফেলিল। দিদির কাণ্ডকারধান দেধিয়া চারু অবাক হইয়া গিয়াছিল। শেষ পর্যান্ত সে—‘ওমা দেখবে এস দিদি কি?--বলিয়া সবাইকে ডাকিয়া খানিতেছিল, কিন্তু কমলা তাহার মুখ চাপিয়া ধরিয়ছিল। সে বলিল—লক্ষ্মী চারু, বলি না কাকেও । তোকে আমার আলমারি খুলে বড় পুতুলটা দেব। বলতে নেই, ছিঃ ! ধাক্ এইভাবে ব্যাপারটা চাপা পড়িয়া গিয়ছিল। কিন্তু সৰ্ব্বসময়েই সবাই তাহাকে পুতু-পুতু করি. রাখিতেছে যেন ! সদ্ধাবেলীয় উঠানে বেধানে একটি বাতাবি লেবুর