পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oسنسوt E. z. { ద్ర জলের অভাবে। মা-বাপ ছেলেবেলাস্তেই হারাইয়াছে। বড় কিংবা ছোট একটা ভাই পৰ্য্যন্ত নাই, ত্বে খুঞ্জিয়া-পাণ্ডিল । ভায়ের জষ্ঠ একটি বধু সংগ্ৰহ করিয়া আনিবে। ধোঁৰলট এমনি করিয়াই কখন যে কাটিয়া গেল বোঝাই গেল না । অবশেষে, চল্লিশ বৎসর বয়সের সময়, ম্যালেরিয়ার হাতে পড়িয়া শরীর যখন জীর্ণ, একমাত্র প্লীহাবিপুল উদয়প্রদেশ ছাড়া দেখাইবার মত কিছুই যখন অবশিষ্ট নই, তখন অকস্মাৎ এক শুভলগ্নে তাহার বিবাহ হইয়া গেল । ছোটবাবুর বহু কীৰ্ত্তির মধ্যে এই এক কীৰ্ত্তি। পাত্র এবং পাত্রী দেখা, লগ্নপত্র সম্পাদন, আশীৰ্ব্বাদ, গাত্রহরিদ্রণ, .শোভাযাত্রা, বিবাহ, বালরশয়ন, পাকম্পর্শ, ফুলশয্যা,— এক কথায় সংবাদপত্রে সংবাদটি প্রকাশিত হওয়া ছাড়া সমারোহ বলিতে অঁার যাহ+কিছু বোঝায় তাহার কোথাও ফ্রটি ছিল না । সহবৎ খসিল । ঢাক, ঢোল, সানাই, কঁাশি বাঞ্জিল। এমন কি ছেলেরা তাহাতেও তৃপ্ত না হইয়া &শষে কতকগুলা টিন আনিয়া বাঙ্গাইতে লাগিল । এজন্ত একটি পয়সাও নদাইকে ব্যয় করিতে হয় নাই। সমস্ত ছোটবাবু নিজের পকেট হইতে দিয়াছেন। পাঁচ জনের কাছে কিছু চাঙ্গাও উঠিয়াছিল ৷ নদাই মনে মনে খুশী হইলেও খুব লজ্জিতই বোধ করিতেছিল। এ-বয়সে অীর কেন এ-সৰ ? নদাই মিথ্যা বলে নাই। সত্যই এ-বয়সে আর এসবের প্রয়োজন ছিল না, এবং শেষ পর্যন্ত সেই কথার সত্যতাই প্রমাণিত হইল ফুলশয্যার সকালে বহুকষ্টে অনেক খোজাখুজির পর কেবল নদাইকে পণ্ডিয়া গেল,—হস্তপদবন্ধ অবস্থায় থাটের নীচে অজ্ঞান হইয় পড়িয়া আছে। বন্ধু নাই। ঘরে, বাহিরে, কোথাও নাই। এমন কি ছোটবাবু নিজে লোক নামাইয়া ডোবায় গলে পৰ্য্যস্ত খোজ করিলেন । সেখানেও নাই ! সম্ভব অসম্ভব সকল স্থামেই খোজ করা হইল। কোথাও পাওয়া .ैण नों । -* मनीदेtब्रद्र खांन मेंथन श्ल उश्वनं ८वनं द*ठे। । ५३ রকম সমষ্টি সাধারণতঃ "ছার খুব ভাঙে। তাহাকে জিজ্ঞাস করা হইল। 的 , - ': श्लेष्ठर्थनस एलॉङfā कथ1 रूहेिबांद्ध भैरैिंक अंहि ।। ४षकांब्रांब्र ভয়ানক ভয় হইয়াছে। দুই চোখের কোণ ৰাছিয়া কেবল অশ্র গড়াইতেছে। উত্তরে সে শুধু হাতের ভালু উন্টাইয়া জানাইল, বধু নাই । কোথায় গেল ? জানে না । তাহাকে এমন হাত-পা বাধিয়া ফেলিয়া গেল কে ? নদাই মাজুল দিয়া থাটের নীচেট দেখাইয়া দিল । আরও বেলা হইলে কথাটা স্পষ্ট করিয়া জানা গেল : বৌভাতের হাঙ্গাম মিটাইয়া এমনিতেই ফুলশয্যার দেরি হইয়া গিয়াছিল। বর-বধুর গুইতে রাত্রি এগারোটা কি বারোটাই হইবে । নদীই ববুর একটা হাত ধরিয়া প্রতি-সন্তাষণ করিতে যাইবে, বউ এক বটকা দিয়া হাত টানিয়া লইল । ঠে"টে হাত দিয়া ইঙ্গিতে বলিল, চুপ। নদাই ভাবিল, বোধ করি কেহ জানালার গোড়ায় আড়ি পাতিতেছে। সেই ভয়েই বধুর এই সতর্কত । আড়ি পাতিবার অবঙ্গ তাহার কেহ নাই। তবু পাড়ার মেয়ের কি আর ছাড়িবে ? বধু পা ঝুলাই খাটের উপর নিঃশব্দে বসিয়া রহিল ৷ নদাইও আর কথা না কহিয়া যেমন ছিল তেমনি বসিয়া রহিল । এমনি বোধ করি ঘণ্টাখানেক কাটল । নদাই আর থাকিতে না পারিয়া ধীরে ধীরে ডান হাতখনি বধুর কাধের উপর রাখিল । —এই—বলিয়া বধু কাধের এক বর্ণকুলীতে সদাইয়ের হাতটা ফেলিয়া দিল । আরও অনেক ক্ষণ কাটিল । ছোটবাবুদের বালাখানার घफ़िएछ छ९ छ५ ऋब्रिडा झश्छं वांछिण ।' नभख श्रिमब्र পরিশ্রমে সদাইয়ের চোক ঘুমে ঢুলিয়া পড়িতেছিল। কিন্তু বধু ঠায় তেমনি বসিয়া আছে । - নদাই কিন্তু ফিগ করিয়া জিজ্ঞাসা করিক-তোমার ঘুম পায় নি ? | বধ ঘড়ি দাড়ির জানাইল-দী, পা মাছ।

-টাে ৰঙ্গে ৰে । । 報