পাতা:প্রবাসী (চতুস্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বটে, কিন্ধ কোন বিষয়ে আন্দোলন করিবার পক্ষে মাসিক পত্র উপযুক্ত সাধন নহে। .অধ্যাপক প্রশাস্তুচন্দ্র মহলানীণ যখুন বঙ্গের আবহ • সংৰ্যাদবিন্ধুক কৰ্ম্মচারী ছিলেন, তখন গবষ্মেণ্ট ণ্ঠাহাকে উত্তর-বঙ্গে জলপ্লবিন সম্বন্ধে অমুসন্ধান করিতে বলেন । তিনি বিশেষ পরিশ্রম করিয়া, যতটা মনে পড়িতেছে, পঞ্চাশ বৎসরের তথা সংগ্ৰহ করিয়া একটি বিস্তারিত রিপোর্ট লেখেন। তাহ মুদ্রিতও হয়। কিন্তু ঐ পর্যন্ত । তদয়া কোন কাজ করা হয় নাই। এবং ঐ রিপোর্টটর মূল্যও এত বেশী রাখা হইয়াছে (অনুন কুড়ি টাকা ? ) ঘে উহা সৰ্ব্বসাধারণের দুরধিগম্য হইয়া আছে। উহার • অস্তিত্ব পর্যন্ত সম্পাদকমহলেও প্রায় অবিদিত ।

  • পাটের দর

, পাট এ বৎসর কত গীট উৎপন্ন হইবে, তাহার একটা - সরকারী অনুমান প্রকাশিত হওয়ায়, পাটের দর কমিয়া গিয়ছে। ইহাতে পার্টাবীদের প্রভূত ক্ষতি হইছে ও হইত্ত্বে। দুর্গাপুজার ছুটির মাস-থানেক আগে এই অনুমান - -প্রেকাশিত হওয়ায় চাষীদের বিশেষ অসুবিধা হয় । তাহীও আবার চূড়ান্ত ও শেষ অনুমান নহে ; তাহা ১২ই সেপ্টেম্বর , বাহির হইবে। কোন সময়েই যে চামীদের উচ্চতর দরের Tঅপেক্ষায় পাট শকছু দিন অবিক্রীত রাখিবার মত ". অবস্থা থাকে, এছু নয়। কিন্তু পূজার আগে তাহদের ১াকাকড়ির বিশেষ দরকার হওয়ার তাহারা বস্তু বেশী সম্ভব পাট বেঢ়িয়া ফেলিতে বাধা হয়, সুতরাং দূর কম পায়। পুৰ্ব্ব ও উত্তর বঙ্গের পাটচাষীদের মধ্যে মুসলমান ও হিন্দু ছুই-ই আছে। মুসলমান বেশী। মুসলমান চাষীদের, তাহদের শাস্ত্র SBBBBSS BBBB BBBB BB DDS BB BBBBB BBBBBB BB BBB BB BBS BB BB BBS শুই উৎসবের সময় বিশেষ ধরচ ধৰ্ম্মসম্প্রদায়নির্বিশেবে _gঅষ্ঠের মত তাহীদেরও হয়। পাট উৎপন্ন “কত হইবে, তাহার অনুমান ঠিক বা কাছাকাছি হয় না । কারণ অনুমানগুলা জেলা-ম্যাক্তিষ্ট্রেটের নিকট হইতে আসিলেও শেষ পর্যন্ত আন্দাজটা আসে গ্রামের চৌকীদারদের কাছ থেকেই। তাহীদের কাছ থেকে সঠিক অনুমান আশা করা যায় না। কৃষি-বিভাগের ডিরেক্টর কোন কোন বড় হোঁসের অম্লমানও বিবেচনা - করেন । কিন্তু উৎপন্ন বেণী হইলে দূর কমিবে, এবং কম দরে কিনিতে পারলেই লাভ কেশ, এরূপ চিস্থা ঘাঁহাদের, মনে থাকে, তাহাদের অমুর্মান ঘাটি না হইবার সম্ভাবনা फा:tझ् । - పెRU, {"প্রবাসী ;} 曇 -

  • - మొ38S

উৎপন্ন কত হইবে, তাহার সঙ্গে সঙ্গে গবন্মেণ্ট বদি চাহিদা কত হইবে, তাহাবও একটা অনুমান প্রকাশ করেন, তাঙ্কণ হইলে বিক্রেতাদের কিছু সুবিধা হইতে পারে। অবগু, চাহিদার অনুমনিট যথাসম্ভব সঠিক হওয়া চাই । উৎপল্পের অনুমান অপেক্ষা চাহিদার অনুমান সঠিক কর অপেক্ষাকৃত কম দুঃসাধ্য। কারণ, পাটের বড় বড় ক্রেতা জানা আছে, তাহারা পূৰ্ব্ব পুৰ্ব্ব বৎসয়ে কত কিনিয়াছিল তাহ জনা যাইতে পারে, এবং এ-বৎসর কত কিনিবে তাহ। তাহাদিগকে জিজ্ঞাসা করা বাইতে পারে । পাটচার্যীদিগের স্বীর্থরক্ষা দ্বারা তাহাদেয় কল্যাপসাধন অত্যাবগুক । পাটকলের ধনী মালিকদিগকে যদি কিছু বেশী দাম দিয়াও পাট কিনিতে হয়, তাহা হইলেও তাহীদের ক্ষতি হইবে না, লাভ কিছু কম হইবে মাত্র। কারণ, পাটের দাম যখন চড়া ছিল তখনও কলের মালিকদের বেশ লাভ হইত।

  • ব্রিটিশ সাম্রাজ্য ও তলোয়ার

সম্প্রতি ভারতীয় ব্যবস্থাপক সভার দুই কক্ষে ( “চেম্বারে” ) ভারতীয় সৈন্তদলে ভারতীয় অফিসারদের কমিশন বেতন ইত্যাদি বিষয়ক বিলের আলোচনা হইয়া গিয়াছে। এখন স্তর ফিলিপ চেট্‌ওড়, ভারতবর্ষের প্রধান সেনাপতি । তিনি যোদ্ধা কেমন জানি না, কিন্তু তাহার কথাগুলা খুব চোথা চোথা । তাহার পরিচয় আগে পাওয়া গিয়াছিল, সম্প্রতিও রাষ্ট্ৰীয় পরিষদে পাওয়া গিয়াছে। তিনি বলেন, যাহারা যুদ্ধক্ষেত্রে “গুলির কাহী” (“whine of the bullet” j eta HțĘ, wfHtą-(5ętrą উপবিষ্ট সেই-সব সমালোচকদের সৈন্তদলের ব্যবস্থা সম্বন্ধে কিছু বলিবার অধিকার নাই। এটা রাষ্ট্র-পরিষদের জিজ্ঞাস্ত, যদি সদস্যদের কিছু বলিবার অধিকারই নাই, তাহা হইলে আইনের খসড়াটা আলোচনার জন্ত র্তাহীদের সমক্ষে উপস্থিত করা হইয়াছিল কেন ? গবন্মেণ্ট ণ্ঠাহীদের কাছে বিলটা উপস্থিত করিয়া তাহীদের বক্তব্য জানাইতে তাহাদিগকে আহবান করিয়াছেন । তদনুসারে তাহারা নিজের নিজের মত বলীয় গবন্মেন্টেরই এক জন প্রধান ব্যক্তি বলিতেছেন, “তোমরা সব আনাড়ি, এ-সব তোমাদের অনধিকার চর্চা ; আদার ব্যাপারী তোমরা, জাহাজের খবর কি জান ?” মজা মন নয় | রাষ্ট্রপরিষদের মাননীয় সদগুধের মান জঙ্গী লাট খুব ষাড়াইয়া দিয়াছেন। এটা শুধু মান-অপমানের কথাও নয়। যাহার যুদ্ধব্যবসায়ী তাহারা ছাড়া অন্ত কেহ সামরিক ব্যাপার _ |