বিষয়বস্তুতে চলুন

পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SునOBO নৌকা-বাহনে ধৃতাশীল ভৈরব কোথাও নারীর মূৰ্ত্তি, কোথাও হস্তীকে ধর্ষিত করিয়া সিংহের মূৰ্ত্তি, কোথাও বা যক্ষরক্ষগণের মুৰ্বি দিয়া শিল্পিগণ মন্দিরকে অলঙ্কত করিতেন । আলপনা দিয়৷ যেমন গৃহের দেওম্বালকে সজ্জিত করা হয়, ইহা যেন তাহারই অনুরূপ । তাহাদের সজ্জার মধ্যে কোন গুঢ় অর্থ নাই, শুধু শোভাবুদ্ধির জন্য উপযুক্ত স্থান নিৰ্ব্বাচন করিয়া শিল্পিগণ নিস্তার পাইতেন । কিন্তু কোণার্কের শিল্পী দেখিলেন যে এমন মূক মন্দির ও মূক সজ্জায় কোনও লাভ নাই। তিনি তাহারই মধ্যে অর্থযোজনার চেষ্টা করিলেন । উড়িষ্যার যে-যুগে কোণার্কের মন্দির রচিত হইয়াছিল তাহ ইতিহাসে খুবই প্রসিদ্ধ। তখন গঙ্গ-বহুশের কুল T নরসিংহদেব অমিতবিক্রমে সৈন্যসামস্ত লইয়া গৌড়ের সুলতানগণকে পর্য্যস্ত পরাস্ত করিম আসিয়াছেন। নরসিংহদেবের সাম্রাজ্য বঙ্গের উপকণ্ঠ হইতে গোদাবরী নদী পৰ্য্যন্ত বিস্তৃত রহিয়াছে। দেশে ধনসম্পদ প্রভূত পরিমাণে সঞ্চিত হইয়াছে এবং লোকের মনে ভোগ ও স্বাধীনতার ভাব প্রবল হইয়া রহিয়াছে । শিল্পী এই সকলের মধ্যে পালিত হইয়াছেন, তিনি নিজের রচনার মধ্যে ইহাকেই রূপ দিবার চেষ্টা করিলেন । কোণার্কের দেবতা স্বৰ্য্য। তিনি অমিতবিক্রমে তাহার রথ বিশ্বসংসারের উপর দিয়া চালিত করিতেছেন ; বিশ্বে যাহা কিছু জীবস্থ, যাহ। কিছু তেজোময় সব র্তাহারই তেজের দ্বারা প্রদীপ্ত । তিনিই তাঁহাদের স্রষ্ট, পোষক ও