পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ জন্তে যে উদ্যান প্রাসাদটি ঠিক হয়েছিল সেখানে পৌঁছলাম । হামাদান সমুদ্র থেকে প্রায় ৮••• ফুট উচুতে পাহাড়ের গায়ে সুন্দর শহর। শহরের ভিতর দিয়ে একটি পার্বত্য নদী গিয়েছে, তার জলস্রোত আর اس.. ما.... প্রপাতগুলিতে ঐ জায়গাটির প্রাকৃতিক দৃশু ভারি স্বন্দর হয়েছে এবং অঞ্চলটি গাছপাল, ফুল, ফল শস্তের ক্ষেতে ভরে গিয়েছে। শহরের পিছনেই উচু পাহাড়, আরও দূরে অভ্রংলিহ চিরতুষারময় পৰ্ব্বতশ্রেণী । এ অঞ্চলটি ভূস্বৰ্গ বিশেষ ; শীতট। প্রচণ্ড কিন্তু তাছাড়া সমস্ত বৎসরই বসন্তকালের মত স্থখভোগ্য অাযহাওয়া থাকে। শহরের এখন অবস্থ৷ খারাপ, তবে পুনর্গঠন চলেছে। এখানে কাঠের ও কুম্ভকারের কাজ খুব ভাল হয়। হামাদান প্রাচীনতম ইরাণীয় আর্ধ্য-উপনিবেশের প্রাচীন নগরীর ভিত্তির উপর স্থাপিত। এইখানেই মাদ জাতির রাজধানী হগমটান (গ্রীক উচ্চারণে একুবাটান) ছিল। পরে হখামনিৰ্য্যদের রাজত্বেও এটা গ্রীষ্মকালের রাজধানী ছিল। এখন সে অতীত গৌরবের চিহ্ন প্রত্যাবর্তম ১১৭ প্রায় সবই মাটির নীচে, কেবলমাত্র একটি সিংহমূর্তির ধ্বংসাবশেষ মাটির উপর অাছে এবং তিন মাইল আন্দাজ দূরে পাহাড়ের গায়ে কীলকলিপিতে একটি অনুশাসন ( বোধ হয় দারয়বহোঁসের ) আছে। হামাদান। একবাটালার সিংহমূৰ্ত্তির অবশিষ্ট । পিছনে (স্থূলকায় ) হামাদানের গভর্ণর প্রযুক্ত রোকনি হামাদানে দিনগুলি বেশ আনন্দেই কাটল । কতকগুলো পুরাণে জিনিষ আশ্চৰ্য্য সস্তায় কেনা গেল, আরও অনেক জিনিষ দেখা গেল। তারপর আবার পথে বেরিয়ে পড়া গেল। এইখানে আমাদের সঙ্গী পার্শি বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ হ’ল, তারা সোজা দক্ষিণমুখে গিয়ে মোহামেরা বন্দর থেকে জাহাজ নিয়ে বোম্বাই যাবেন, আমাদের পথ পশ্চিমে ইরাকের দিকে । शवोषांन। नरबडजी ७ गठिबाजांब वृश्च