পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশাখ . צסי আশ্রমের অধিবাসীর কূপ খনন করিতেছে মিষ্টার মিলার স্বয়ং আমার সঙ্গে সঙ্গে থাকিয়৷ জামাকে আশ্রমের ভিন্ন ভিন্ন বিভাগ দেখাইলেন । প্রয়োগশালা অর্থাৎ হাসপাতাল দেখিলাম। স্ত্রী ও পুরুষের বাসস্থান পৃথক। নীরোগ শিশুদের স্বতন্ত্র রাখ৷ হয় । যে-সকল শিশুর রোগ সম্বন্ধে সন্দেহ আছে তাহাদের পরীক্ষা করিয়া দেখিবার স্বতন্ত্র স্থান আছে । কুষ্ঠরোগীদের নীরোগ সন্তানদের জন্ত স্বতন্ত্র গ্রাম স্থাপন कब्र श्ब्राटष्-७थोप्न कूछैशैन वर्षीर, कूछैजफ्4বিমুক্তদের থাকিতে দেওয়া হয়। শিশুদের লেখাপড় ও হাতের কাজ শিখাইবার জন্ত স্কুল আছে। মেয়েরা কাপড় বুনিতে ও অস্কান্ত গৃহকাৰ্য্য শিখিতে থাকে। অনেকে কৃষিকাৰ্য্য করে। কুষ্ঠরোগীদের স্বস্থ সন্তানেরা নাসের কাজ শিখিয়া আশ্রমেই সেবার কাজে আত্মনিয়োগ করে । অতি উত্তম ব্যবস্থা সহকারে সমস্ত আশ্রমটি পরিচালিত হয়। কোনও কুণ্ঠরোগী জুতা সেলাই করিয়া রোগীভাইদের সেবা করে। আশ্রমের কেন্দ্রস্থলে গির্জাঘরটি অবস্থিত। সেখানে আশ্রমের অধিবাসীরা गमरवड इहेब्र! शैौ७ब्र छजन क८ब्र । আশ্রম পরিচালকের আশ্রমবাসীদের হৃদয় হইতে ভিখারীপনার ভাব দূর করিতে যত্নবান, তাহাজের হৃদয়ে আত্মাভিমান জাগ্রত করিতে র্তাহার চেষ্টা করেন । বস্তুতঃ মিশনের এই কাব্য সৰ্ব্বাপেক্ষা অধিক মহত্বপূর্ণ। দান করা খুব কঠিন নয়, কিন্তু ষে দান দানপাজকে নীচে না নামাইয়। উপরে তুলিয়া লয়, উন্নত করে, সেইরূপ দান কঠিন । পরিচালকের ব্যবস্থা করিয়াছেন আশ্রমের প্রত্যেক অধিবাসীকে সপ্তাহুে সপ্তাহে চাউল ও কিছু পয়সা হিসাব করিয়া দেওয়া হইবে—ঐ পয়সার দ্বারা যাহার যাহা প্রয়োজন—ডাল, চুন, তেল ইত্যাদি ক্রয় করিবে । উহার ঐ পয়সা কি ভাবে ব্যয় করিবে তাহার বজেট প্রস্তুত করিয়া লয়। যদি সম্পূর্ণ ধনসম্পত্তির অনুপাতে দানশীলভার হিসাব করা হয়, তাহা হইলে বলিতে হইবে এই আশ্রমবাসীদের অনেকে বড় বড় দানবীরদের অপেক্ষা অধিক দানী বলিয়া প্রতিপন্ন হইতে পারে। পূর্ববৎসরের উৎসবসময়ে ইহার একত্র হুইয়া ২৬২ টাকা দান করিয়াছিল। এই প্রসঙ্গে রেভারেও উফম্যান সম্বন্ধে এক ঘটনা আমার মনে জাগিতেছে। উফম্যান সাহেব একবার অস্বস্থ হইয়া পড়িয়ছিলেন । জাপ্রমের কুষ্ঠরোগীরা তখন যে সহৃদয়ত দেখাইয়াছিল কোনও লেখক তাহার বর্ণনা করিয়া লিখিয়াছেন—