পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مbسtsty JSOBO হুইডেনের জীবন্ত প্রতিচ্ছবি স্বানশেনে মুক্তপ্রকৃতির নাট্যমঞ্চে অভিনয় বিদেশীদের পক্ষে কিন্তু দেখিবার মত জিনিষ সে দেশের খেলাধুলা—বিশেষ করিয়া সেই খেলা, যেগুলি শীতকালে হইয় থাকে। ষ্টকহলম খেলাধূলার বড় কেন্দ্র। সেখানকার বিখ্যাত ষ্ট্যাডিয়ামে প্রতি বৎসরই স্কুইডিস্ ড্রিল ও খেলধূলার বিশেষ প্রদর্শন ও প্রতিযোগিতা হয়। ষ্টকহলমে দ্বীপোদ্যানের চারিদিকে জলাশয়ের উপর নৌকাদৌড় ও পালের নৌকা-খেলা হইয়া থাকে। এই বিষয়ে সকলেরই খুব উৎসাহ এবং স্বইডিসরা এই বিষয়ে এত দক্ষ যে, আন্তর্জাতিক ঐ জাতীয় খেলায় প্রায় প্রতি বৎসরেই প্রথম স্থান অধিকার করিয়া থাকে। বলা বাহুল্য, শীতকালের খেলাধূলা প্রাচীনকাল হইতে চলিয়া আসিতেছে। ইহাদের মধ্যে “শি দৌড় এবং শি লম্ফ বিশেষ উল্লেখযোগ্য। “শি’ ইহাদের জাতীয় খেলা। ইকৃহলমের পাশেই এই খেলার -প্রদর্শনী হয়, তখন শি-তে কৃতী খেলোওয়াড়গণের খেলা দেখানো হয়। শির সাহায্যে কৃতী খেলোয়াড় ১০০-১৪০ ফুট পাহাড়ের উপর হইতে লম্ফ দিয়া পড়িতে পারে। ঘোড়ার সাহায্যেও স্কি খেলা হইয়া থাকে। অন্য দেখিবার মত খেলা স্কেটিং। বুট জুতার তলায় লোহার রড থাকে। সেই জুতা পায়ে দিয়া শীতে জমাট জলাশয়ের উপর এই খেলা হয়। এই খেলা নানা প্রকারের এবং বড় কৌশলপূর্ণ। যাহার ওস্তাদ তাহারা শুধু এক পায়ের সাহায্যে বিভিন্ন প্রকারের আঁক-বাক স্বন্দর ডিজাইন কাটিয়া বরফের উপর নাচিতে পারে। আবার অনেক সময় পাল পিঠের উপর রাখিয়া বায়ুর গতিতে বরফের উপর স্কেট করা হয়। স্বইডিসরা সাধারণতঃ বড় খেলাধূলাপ্রিয়। মইডিস জিম্ন্যাসটিক পৃথিবীর সর্বত্রই সুবিদিত। জাতীয় ভাবে এই জিম্ন্যাসটিক ও খেলাধূলা সেখানকার শিক্ষার এক বড় অঙ্গ। এই কাঁধ্যে সৰ্ব্বসাধারণকে উৎসাহিত করিবার