পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রত্যাবর্তন শ্ৰীকেদারনাথ চট্টোপাধ্যায় কবি ত আকাশপথে দেশের মুখে যাত্র করলেন। রইলাম আমরা দু-জন শেষরক্ষা কবৃতে । ঠিক করা গেল, বাকি কট দিন দেশট দেখে তার পর ঘরের ছেলে ঘরে ফেরা যাবে । কিন্তু দেশ দেখার কথা ভাব এক এবং সেটা কায্যে পরিণত করা অন্য কথা । এদেশ দ্রষ্টব্য ও বিশেষ দ্রষ্টব্যে ভর, স্বতরাং মায়াকাননে পথহারা পথিকের মত কোনদিকে যাওয়া যাবে তাই ভেবে ঠিক কর দায় হ’ল। উত্তরে অঙ্কর দেশের নিনেভাহ, খোরশাবাদ, বির নিমরুদ, অস্থর, এরবিল, কাছাকাছি বাবিলনীয় স্পিার বাবিলন, দক্ষিণে উর, লাগাশ, টেলে, এবং অন্য কুড়ি পচিশটি ঐতিহাসিক স্থল ত আছেই, উপরন্তু সেলুসিয়া, সামার, টেসিফন এবং মুসলমানী তীর্থ কেরবেল, নেজেফ ইত্যাদি অসংখ্য দেখবার জায়গা রয়েছে, এর মধ্যে সময়ে কুলায় এ রকম দেখে কতকগুলি বেছে নিতে হবে- ওদিকে মরুভূমিতে, গ্রীষ্মের দুৰ্দ্দাস্ত প্রতাপ আরম্ভ হয়েছে, উত্তাপ ১৩০-১৩২” পৰ্য্যন্ত প্রায় সব জায়গাতেই, এবং যেদিকেই যাই ঐ মরুভূমি পার না হয়ে পথ নেই। ভেবে দেখলাম, সব দেখা মার্কিনী টুরিষ্টেরও অসাধ্য এবং বেশী ভাবতে গেলে কিছুই দেখা হবে না, সুতরাং প্রথমে উত্তর মুখে সীমানার দিকে যাওয়াই শ্রেয়। ইতিপূৰ্ব্বেই আভ্যন্তরীণ বিভাগের মন্ত্ৰী-মহাশয়ের ওখানে