পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রাবণ যাওয়া-আসা করে শ্ৰীযুক্ত ইব্রাহিম বেগ হিলমীর অনুগ্রহে তিনটি আদেশপত্র পেয়েছিলাম। একটি সকল প্রাদেশিক শাসনকৰ্ত্তাদের উপর আমাদের যাতায়াত থাকা খাওয়া ইত্যাদির সমস্ত ব্যবস্থা করতে । দ্বিতীয়টি রেল-বিভাগের উপর—আমাদের মালপত্র সমেত ট্রেনে যাবার সকল ব্যবস্থা কবৃতে । তৃতীয়টি অন্য সকল রাজকৰ্ম্মচারীদের উপর সকল বিষয়ে আমাদের সাহায্য করতে। প্রত্যেকটি চিঠিতেই রাজাদেশ অনুসারে মন্ত্রীমহাশয়ের স্বাক্ষর ছিল। ३ब्रांकौ जाग्रब गूवडौ বলা বাহুল্য, এই আদেশপত্রগুলি আলাদীনের দীপের কাজ দিয়েছিল, যখন যা প্রয়োজন তখনই তা পাওয়া গিয়েছিল।

  • 풍 景 ৩১শে রাত্রে মোসলের পথে রওনা হওয়া গেল। কিম্বকুঞ্জ পর্যন্ত ট্রেন, তারপর ১২• মাইল মোটরে যেতে হবে। ঐযুক্ত হিলমী ও অন্য বন্ধুরা এসে ষ্টেশনে বিদায়

cथङTांबéञ dఆపి নিলেন। ট্রেনে গার্ড এবং একজন সামরিক বিভাগের উচ্চকৰ্ম্মচারীকে আমাদের বিষয় উারা বলে দিলেন। ফলে ইরাকী সাধারণ মুসলমান যুবতী মহাস্থখে পেয়ে-দেয়ে ঘূমিয়ে রাতি যাপন করলুম। ভোরে কিরকুক্‌ পৌছান গেল । কিরকুক ষ্টেশনে গভর্ণর এবং প্রধান ম্যাজিষ্ট্রেট , আমাদের অভ্যর্থনা করে নিয়ে গেলেন।” তাদের ইচ্ছা ছিল যে আমরা সেদিন ওখানে থেকে পরদিন মোসল যাই। আমাদের অন্য ব্যবস্থা শুনে তারা দুঃখিত হলেন এবং বললেন ( দোভাষী মারফৎ ) যে ওখানেও ভ্রষ্টব্য অনেক কিছু আছে। উপায় ছিল না, কাজেই সব অনুরোধ এড়িয়ে প্রাতরাশের পরই রওনা হওয়া গেল। বেলা তখন প্রায় দশট, রোদণ্ড বেশ