পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 48 যে, তিনি আমাদের এখানে আসা সম্বন্ধে কোনও খবর পেয়েছেন কি-না এবং যদি পেয়ে থাকেন তাহলে কি ব্যবস্থা হয়েছে। হোটেলওয়াল বিদেশী (সিরীয় খ্ৰীষ্টান ), সে প্রথমে টেলিফোন করতে চাইল না, পরে আদেশপত্রে নাজি পাশার স্বাক্ষর দেখে (ইনি নৃপতি ফৈজলের যুদ্ধবিগ্রহে সহায়ক এবং এখন আভাস্তরীণ বিভাগের মন্ত্রী ) ভরসা ক’রে টেলিফোন করল । টেলিফোনে জবাব এল সেক্রেটারী বলছেন, গভর্ণর ঘুমোচ্ছেন এখন তাকে বিরক্ত করা চলবে ন । হোটেলওয়ালাকে বললাম, “ঐ আদেশপত্রটা পড়ে শোনাও, তারপর ওদিক থেকে কি জবাব আসে দেপ।” সেটা পড়ে শোনাতে সেক্রেটারী মশায় গভর্ণরকে খবর দিতে গেলেন। ফের জবাব এল “গভর্ণর এ-বিষয়ে কোনও খবর পান নি, স্বতরাং কিছু কবৃতে পারবেন না এবং অসময়ে ঘুম ভাঙায় তিনি মহা বিরক্ত হয়েছেন” এই বলেই টেলিফোন কেটে দিল । - - কি করা যায় তাই হোটেলওয়ালাকে বললাম, আর একবার নেৰী শীর্ট ! নিনেভার এক অংশ এর নীচে আছে ডেকে বল যে আমরা কবির সঙ্গে এদেশে এসেছি, এতদূর এসে যদি বৃথা ফিরে যেতে হয় ত বড়ই দুঃখিত হব। হোটেলওয়ালা কিছুতেই আর ফোন করতে রাজী নয়, সে বললে, “যা করেছি তার জন্যেই আমায় অশেষ বিব্রত হতে Sన98ం তুর্কী জেনারেল ছিলেন, নূতন আমলে ইরাকী হয়েছেন বটে, কিন্তু মেজাজ ঐ রকমই আছে।” কিন্তু আমাদেরও অন্ত উপায় নেই, কাজেই তাকে বললাম আমি লিখে দিচ্ছি যে আমিই জোর করে মোসল নদীর অঙ্কপার হইতে দৃপ্ত টেলিফোন করিয়েছি এবং যদি কিছু তাতে গোলমাল হয় ত জবাবদিহি আমিই করব। এটা লিখে তাতে আদেশপত্রগুলির নকল রেখে আমার পাসপোটের নম্বর দিয়ে স্বাক্ষর করতে তবে সে ফের টেলিফোন করল। করবার পরই দেখি সে অনুনয়-বিনয় কবৃছে, তার ছেলে পাশে দাড়িয়ে আমার চিঠির অনুবাদ করে যাচ্ছে এবং সে সেটা ফোনে বলে যাচ্ছে। খানিক পরে সে মুখ চুণ করে বললে, “কিছু হ’ল না, গভর্ণর ভয়ানক চটেছেন, তিনি বলছেন কিছু করতে পারবেন না এবং তাকে অসময়ে বিত্রত করার জন্য আমাকে দায়ী করছেন। আপনার কোন লাভ হ’ল না, মাঝ থেকে আমি. বিপদে পড়লাম।” আমি বললাম “ভয় কি ? আমি পুলিসে এজাহার দিয়ে সব ঠিক ক’রে রাখব।” শেষ চেষ্টা হিসাবে তাকে বললাম, কিবুকুকের গভর্ণরকে টেলিফোন করে বলতে যে আমরা এখনই কিরকুক রওনা হচ্ছি, তিনি যেন অনুগ্রহ করে পর দিন সকালের ট্রেনে আমাদের বাগদাদ ফেরার ব্যবস্থা করেন । জবাব এল আমাদের এ-রকম হঠাৎ ফেরার কারণ কি ? হবে, আর একবার বিরক্ত করলে রক্ষা থাকবে না, গভর্ণর উত্তরে যা ঘটেছে জানাতে বললাম। ফের জবাব এল, আমরা ফে