পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

மூவடு আমি বলিলাম,—“আর সেই প্রাইজের দিন আমিও তোমার নাচুনি-কুঁচুনি দেখেছি। সেই মেঘনাদবধের প্রমীলার পার্ট কে স্বাকটু ( act ) করেছিল ? নামে প্রমীলা, কাজেও প্রমীলা হয়েছিলে, নয় কি ” ইহা শুনিয়া সে লঙ্গায় আঁচল দিয়া মুখ ঢাকিল। আমি বলিলাম,—“শোন, ভাই, এখন থেকে আমাকে নীরুদি বলে ডাকৃবি, আমি কিন্তু তোকে বৌদি বলে ডাকতে পারব না, আমি বলবো প্রমীলা—আমি একজন বলশেভিক, বুঝলি কি-না? আমি দাদাকেই বড় মান্ত করি ” প্রমীলা বলিল,—“বলশেভিক মানে কি ?” আমি পরিহাস করিয়া বলিলাম,—“তা জানিস নে, বলশেভিক মানে যারা বলের সেবা করে--বল মানে শক্তি অর্থাৎ কি-না জট ফোস" ( পাশবিক শক্তি )। আমি সামাজিক আইন-কাঞ্ছন জোর করে ভাঙতে চাই । সেই জন্তে দেখতে পাচ্ছিল, আমি ত তোর চেয়ে অনেক বড়, আমার সিথিতে পিছর নেই-আমি বিয়ে করিনি।” প্রমীলা বলিল—“আমার দাদাও কতকটা ঐ ভাবের—” আমি বলিলাম,—“বটে। তবে ত তার সঙ্গে আমার খুব বন্ধুত্ব হবে, কিন্তু আমি তাকে বিয়ে করতে পারব না ।” সে বলিল,—“দাদাও বিয়ে করতে চান ন—” আমি বলিলাম,—“বেশ, বেশ। বিয়ের দরকার কি ? বন্ধুত্ব হলেই হ’ল।” এই সময় দাদা হঠাৎ সেখানে আসিয়া উপস্থিত হইল। প্রমীলা আমনি মুখে ঘোমটা টানিয়া দিয়া বসিল । দাদা বলিল—“কি গো! নীক সুন্দরী, এখন থেকেই বউকে ৰুকি তোমার মতে ভজাচ্ছ ?” আমি বলিলাম—“ভজাতে হবে না দাদা, তোমার বউ যে একটি মন্ত বীরাঙ্গন!— “ब्रांकन चतब्र थभ, cवचनांग चाबैौ, আমি কি ডরাই সখি ভিখারী রাঙ্কৰে ? भनिव णकान्न जांछ निज छूजवाण, cषिष cश्म cजीन् विषीनि शृ१ि॥” ইনি ত লেই প্রমীলা । প্রাইজের দিন চমৎকার স্ল্যাট করেছিল। তাই দেখেই ত তোমার গলায় এই মুক্তার মালা পরিয়ে দিয়েছি। কেমন, আমার পছন্দের প্রশংসা করবে ना, नांग ” SనDEO দাদা বলিল,—“ৰাম, খাম-ফুই বড় ফাজিল ৷ এখন বীরাঙ্গনার বীর ভ্রাতাটিকে দেখলে কি ফলিপ দেখা যাবে।” আমি বলিলাম,—“র্তার কথা শুনলেম-তিনি না কি আমারই মতন একজন বলশেভিক’—অর্থাৎ ওম্যান-হেটার (নারীবিদ্বেধী )—বিয়ে করতে চান না।” দাদা বলিল,-—“ও, এর মধ্যেই এত খবরাখবর হয়ে গেছে । বেশ ত—"যোগ্যং যোগ্যেন ষোজয়েখ– আমি যে জন্তে এসেছিলাম, তা যে ভুলে গেলাম—” আমি বলিলাম,—“তা ভোল নাই—এই দেখ”—এই বলিয়া প্রমীলার মুখের কাপড় খুলিয়া দেখাইলাম। দাদা ঈষৎ হাসিয়া কোপমিশ্রিত স্বরে বলিল,—“যা—তুই বড় ফাজিল । বউভাতের নিমন্ত্রণ কাকে কাকে করতে হবে তার একটা ফাঁদ করা চাই—তুই এখন উঠে আয় ।” বউভাতের দিন অনেক আত্মীয়-কুটুম্ব ও বন্ধুবান্ধবের নিমন্ত্রণ হইল। দাদার কলেজের অনেক বন্ধু আসিল । ওদিকে কন্যাপক্ষেরও অনেক লোক আসিল। বৈঠকখানার একটা পাশের ঘরে যুবকদিগের বৈঠক বসিল । সেখানে হাসি-ঠাট্ট গল্প-গুজবের ফোঞ্জার ছুটিল । আমি তফাতে দাড়াইয় তাহ দেখিতেছিলাম। ঐ দলের একটি যুবক আর সকলের কথায় যোগ না দিয়া এক পাশে চুপ করিয়া বসিম ছিল। তাহার আরুতি ও মুখের ভঙ্গিতে একটা বিশিষ্টতা ছিল। সে যেন ঐ দলের চেয়ে অনেক বিষয়ে পৃথক । দাদা সেখানে আসিতেই একটি ছোকরা বলিল,—“ওরে স্বকুমার, তোর সম্বন্ধীকে ত দেখছি না ?” তখন আর একটি ছোকর। চারি দিকে তাকাইয়া বলিল,—“ঐ যে শঙ্কর বাৰু ওখানে— আপনি চোরের মত ওখানে বসে আছেন কেন শঙ্কর খাৰু, এদিকে আস্থান।” শঙ্কর হাসিয়া বলিল,—“আমি এতক্ষশ আপনাদের কথা শুনছিলুম।” দাদা শঙ্করকে উঠিয়া আসিবার জন্ত ইজিত করিল। শঙ্কর উঠিয়া দাদার সঙ্গে বাহিরে আসিল। দাদ। আমনি তাহাকে আমার কাছে জানিয়া বলিল—“শঙ্কর বাৰু, এটি আমার বোন নীক্ষ—ওর ভাল নাম নীহারিক, ও বেথুনে বি-এ পড়ছে।” चाषि चथनि जब्बांग्रं छएनए इहेब नैॉफ़ाईलांब ।।