পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سياسي মোকদ্দমা তাহদের নিকট আসিলেই উচ্চতম দণ্ড দিতেন । তাহাতে স্বফল ফলিয়াছিল। - সম্প্রতি আমেরিকার ক্যাম্বাস সিটির মেয়রের কস্তাকে উইলিয়ম ম্যাকগি নামক একটা লোক হরণ করায় তাহার প্রাণদণ্ড হইয়াছে। আমেরিকার গবন্মের্ণট এরূপ অপরাধ দমনার্থ দৃঢ়প্রতিজ্ঞ হইয়াছেন, এবং এই কাজের জন্ত স্বতন্ত্র পুলিসবাহিনী গঠন করিতেছেন। আমরা নারীহরণকারীদের প্রাণদণ্ড চাহিতেছি না, যদিও কোন কোন অপরাধের জন্ত দি প্রাণদও থাকে, তাহা হইলে এরূপ ছৱৰ্ত্ততার জন্য প্রাণদণ্ড অন্যায় হয় না। আমরা চাহিতেছি, উহার জন্য যাবজ্জীবন কারাবাস, ভ্যাসেক্টৰ্মী, অপহৃত নারীকে খুজিয়া না পাওয়া গেলে অপরাধীর সম্পত্তি বাজেয়াপ্ত কর, এবং অপহৃত নারীকে নানাস্থানে লুকাইয়া লুকাইয়া ঘুরাইয় বেড়াইলে যাহাদের বাড়িতে ছরক্তেরা তাহাকে রাখে, ছৰ্বজ্ঞদের সহায়ক সেই দুবৃত্ত আশ্রমদাতাদেরও কঠোর শাস্তি । নারীহরণ দমন করিবার জন্য গবন্মেন্টের আইন উক্ত প্রকার হওয়া উচিত। এই কাৰ্য্যে যে-সব পুলিস কৰ্ম্মচারীর অবহেলা বা অযোগ্যতা প্রমাণিত হইবে, তাহদেরও বিভাগীয় শাস্তি হওয়া উচিত। গবন্মেণ্ট সৰ্ব্বপ্রকারে সচেষ্ট মা-হইলে এই পাপের দমন হওয়া কঠিন। কিন্তু কেবল গবন্মেন্টের উপর নির্ভর করিয়া থাকিলে চলিবে না। দেশের লোকদিগকে প্রাণপণ চেষ্টায় ইহার প্রতিকার করিতে হইবে। মুসলমান ও হিন্দু উভয় সম্প্রদায়ের লোক যত্নবান হইলে এই পাপের দমন কতকটা সহজ হয়। কিন্তু এক সম্প্রদায় কিছু করিতেছে না বলিয়া অন্য সম্প্রদায়ের নিশ্চেষ্ট থাকা সামাজিক মৃত্যুর তুল্য হইবে। সৰ্ব্বোপরি নারীদিগকে জাগাইতে এবং উৎসাহিত করিতে হুইবে । তাহাদের আত্মরক্ষা ও সতীত্বরক্ষা করিতে গেলে যদি অত্যাচারীর অঙ্গহানি বা প্রাণহানি হয়, তাহা করিবার আইনসঙ্গত ও ন্যায়সঙ্গত অধিকার অত্যাচরিতা নারীর আছে। বজীয় প্রাদেশিক হিন্দুলভ বর্তমান সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটি নারীরক্ষা সপ্তাহ বলিয়া ঘোষণা করিয়াছেন। এই সপ্তাহে সৰ্ব্বত্র গ্রামে ও নগরে এই বিষয়টির প্রতি সকলের {ষ্ট আকর্ষণ করা হইবে, এবং নারীরক্ষার জন্য এবং SనOBO দুৰ্ব্বজদের বিরুদ্ধে মোকদম চালাইবার জন্য ষে অর্থেঃ aटबाजन क्ष, डांश गर्थश् रूब्रा इहेब । vहे चज्रांवञ्चद কাজটির জন্য সামান্য দানও সামান্য নয়, খুব বেশী দানও অত্যধিক নহে। প্রত্যেকেরই কিছু দেওয়া চাই । দুরত্তের নানা ছলে নারীদিগকে পিত্ৰালয় ও শ্বশুরালয় হইতে হরণ করে। কখন বলে, তোমার মা পীড়িত, দেখা করিবে চল ; কখন বা বলে, তোমার স্বামী পীড়িত, দেখা করিবে চল ; কথন বা তীর্থ দেখাইবার লোভ দেখায়। এইরূপ নানা কথায় যাহাতে তাহারা প্রভারিত না হয়, তজ্জন্ত বিহিত প্রচারকার্ধ্য সকল গ্রামে—বিশেষতঃ পূৰ্ব্ব ও উত্তর বঙ্গে এবং আসামে-হওয়া আবশ্যক। স্তর বিপিনকৃষ্ণ বন্ধ বাংলাদেশের বাহিরে যে-সব বাঙালী বঙ্গের নাম উজ্জল স্যর বিপিনকুক কয় করিয়াছেন, স্তর বিপিনকৃষ্ণ বন্ধ তাহাদের মধ্যে অন্ততম । তিনি ইস্কুল কলেজে শিক্ষা সমাপ্ত করিয়া কৰ্ম্মক্ষেত্রে প্রবিষ্ট হইবার সময় আগত হইলে মধ্যপ্রদেশকে তাহার কার্ধক্ষেত্র নির্বাচন করেন। তাহার রচিত একখানি মুজিত আত্ম