পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ২ ধনিক জানি বই কি । যখন এর গুহায় গিয়ে পেীছল, দেখল, প্রভু পদ্মাসনে দুই পা আটকে দিয়ে চিৎ হয়ে পড়ে’ আছেন। সাড়াশক নেই। বহুকষ্টে ধ্যান ভাঙানো হল । কিন্তু পা দুখান আঁড়ষ্ট কাঠ হয়ে গেছে, চলে নী । ১ নাগরিক শ্ৰীচরণের দোষ কি, তারা আজ ৬৫ বছরের মধ্যে একবারও চলার নাম করেনি। তা বাবাজি বললেন কি ? ২ ধনিক বলা-কওয়ার বালাই নেই । চাঞ্চল্যের অপবাদ দিয়ে জিবটাকে একেবারে কেটেই ফেলেচেন । গে। গে। করতে লাগলেন, তার থেকে যাব ফেবকম খেয়াল সে সেই-রকমেরই অর্থ করে’ নিলে । ১ ধনিক তার পরে ? ২ ধনিক তার পর ধরাধরি করে' বা বাজিকে রথ তল পয্যন্ত আন গেল। কিন্তু যেমনি দড়ি ধরলেন রথের চাকা মাটির মধ্যে বসে যেতে লাগল । ১ ধনিক হ, হা, বা বাজি নিজের মনটাকে যেমন গভীরে ডুবিয়েচেন, মহাকালের রথটাকে স্বদ্ধ তেমনি দিচ্ছিলেন বুঝি ? তলিয়ে ২ ধনিক ওঁর পয়ষটি বৎসরের উপবাসের ভারে চাক বসে’ গেল। একদিনের উপবাসের ধাক্কাতেই আমাদের প। চলতে চায় না ! ১ নাগরিক উপবাসের ভাবের কথা বল্‌চ, তোমাদের অহঙ্কাবের ভারটা বড় কম নয় । ২ নাগরিক সে ভার আপনাকেই আপনি চূর্ণ কৰে । দেপূব আজ তোমাদের ধনপতিব মাথা কেমন ইেট না হয় । রথযাত্রা SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS A SAS AAAAAASA SAAAAS A S A S A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS AeS MMM SA SSASAS SeS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS ఫిసిసి SSMe SAM ee SMMA AM AAAAS AAAASS SSAAAS ১ ধনিক আচ্ছা দেখে । বাবা মহাকালের ভোগ জোগায় কে ? সে ত আমাদের ধনপতি । যদি বন্ধ করে দেয় তা হলে তার ধে চলা ন-চলা দুই সমান হয়ে উঠবে ! পেট চল হল সব চলার মূলে । ( মন্ত্রী ও ধনপতির প্রবেশ ) ধনপতি মন্ত্রী মশায়, আজ আমাকে ডাক পড়ল কেন ? মন্ত্রী রাজ্যে যখনি কোনো অনৰ্থপাত তোমাকেই সর্ববাগ্রে ডাক পড়ে । ধনপতি অর্থপাতে যার প্রতিকার সম্ভব আমার দ্বারা তার ক্রটি হয় না । কিন্তু আজকের সঙ্কটটা কি রকমের ? মন্ত্রী মহাকালের রথ আজ কারে হয় তখনি ত শুনেচ বোধ হয়, হাতের টানেই চলচে না । ধনপতি শুনেচি । কিন্তু মন্ত্রী, এ-সব কাজ ত এত দিন— মন্ত্রী জানি, এতদিন আমাদের পুরোহিত ঠাকুররাই এসব কাজ চালিয়েচেন । . কিন্তু তখন যে এরা স্বাধীন সাধনার জোবে নিজে চলতেন, চালাতেও পারতেন । এখন এর তোমারই দ্বারে অচল হয়ে বাধা, এখন এদের হাতে কিছুই চলবে না । ধনপতি অন্য অন্য বারে রাজা সেনাপতি রাজপারিষদ সকলেই রথের রশিতে হাত লাগাতেন, কখনো ত বাধা ঘটেনি। তখন আমরা ত কেবল চাকায় তেল জুগিয়ে এসেচি, রশিতে টান দিইনি ত । মন্ত্রী দেখ শেঠজি, রথযাত্রাটা আমাদের একটা পরীক্ষা । কাদের শক্তিতে সংসারট। সত্যিই চলচে বাবা মহাকালের বথচ ক ধোবাব স্বাব। সেইটেরই প্রমাণ হয়ে ধখন পুবোচিত ছিলেন নেতা তপন তার রশি ধরতে থাকে ।