পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] ১ সৈনিক আজ কেউ তোমাদের গায়ে হাত দিতে সাহস করে ন} ; রাজাও না । এতে বাবা মহাকালেরই মান খৰ্ব্ব হয়ে গেচে । ধনপতি সত্যি কথা বলি-যখন সবাই গায়ে হাত দিতে সাহস করত তখন ঢেব বেশি নিরাপদে ছিলুম। আজ সবাই যে আমাদের মানতে বাধ্য হয়েচে এরই মধ্যে আমাদের মরণ । মন্ত্রীমশায়, চুপ করে দাড়িয়ে ভােব চ কি ? মন্ত্রী ভাব চি সব রকম চেষ্টাই ব্যর্থ হল, এখন কোনো উপায় ত আর বাকি নেই ! - ধনপতি ভাবনা কি ! যখন তোমাদের কোনো উপায় খাটুল না, তখন মহাকাল নিজের উপায় নিজেই বের করবেন। তার চলবার গরজ তারই, আমাদের নয় ; তাব ডাক পড়লেই যেখান থেকে হোক তার বাহন ছুটে আসবে। আজ মাদের দেখাই যাচ্চে না, কাল তার সবচেয়ে বেশি চোখে পড়বে। তার আগে আমার খাতপত্র সাম্‌লাইগে । এস হে কোষাধ্যক্ষ, আজ সিন্ধুকগুলো একটু শক্ত করে’ বন্ধ করতে হ’বে । ( ধনপতি ও তার দলের প্রস্থান । ) ( চরের প্রবেশ ) চর মন্ত্রী-মশায়, আমাদের শূদ্রপাড়ায় ভরি গোল বেধে (5iび5日 মন্ত্রী কেন, কি হয়েচে । চর দলে দলে আস্চে সব ছুটে । তা’র বলে, বাবার রথ আমরা চালাব ! সকলে বলে কি ! রশি ছুতেই দেব না ! চর কিন্তু তাদের ঠেকাবে কে ? 鬱 রথযাত্র। S SeM eM AAAA ASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAAA AAAASAAA AAAA SAAAAASA SAASAASAASAAASAAA SAS A SAS SSAS SSASJMJ S SJS S S S S S S S S S S S S AAAA S AAAA S S S S S S S S AAAAA AAAA AAAAS AAAAAS २९S সৈন্যদল আমরা আছি । চর তোমরা ক’জনই বা আছ। তাদের মারতে মাৰ্বতে তোমাদের তলোয়ার ক্ষয়ে যাবে—তবু এত বাকি থাকৃবে যে রথতলায় তোমাদের আর জায়গাই হবে না । চর মন্ত্রী মশায়, তুমি যে একেবারে বসে পড়লে ? মন্ত্রী ওর। দল বেঁধে আস্চে বলে’ আমি ভয় করিনে । , চর তবে ? भक्षेी আমার মনে ভয় হচ্চে ওরা পারবে । সৈনিকদল বল কি, মন্ত্রী মহারাজ, ওরা পারবে মহাকালের রথ টানতে ? শিলা জলে ভাস্বে ? মন্ত্রী দৈবাং যদি পারে তা হলে বিধাতার নূতন বিধি স্বরু হবে । নীচের তলাটা হঠাৎ উপবের তলা হয়ে ওঠাকেই বলে প্রলয় । ভূমিকম্পে মাটির মধ্যে সেই চেষ্টাতেই ত বিভীষিকা। ধ বরাবর প্রচ্ছন্ন আছে তাই প্রকাশ হবার সময়টাই যুগান্তরের সময় । সৈনিকদল কি করতে চান, আমাদের কি করতে বলেন হুকুম করুন। আমার কিছুই ভয় করিনে । মন্ত্রী সাহস দেখতে গিয়েই সংসারে ভয় বাড়িয়ে তোলা হয়। গোয়ার্তমি করে, তলোয়ারের বেড়া তুলে দিয়েই মহাকালের বন্য ঠেকানো যায় না । চব তা কি করতে হবে বলেন । মন্ত্রী ওদের কোনো বাধা না দেওয়াই হচ্চে সৎপরামর্শ । বাধা দিলে শক্তি আপনাকে আপনি চিনতে পারে। সেই চিনতে দিলেই আর রক্ষে নেই।