পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२म्न म१थn ] . বিবিধ প্রসঙ্গ—আচাৰ্য্য ভিস্তারনিৎস ২৮১ مریم به আচাৰ্য্য ভিন্‌তারনিৎস (DR. M. WINTERNITz) প্রাগ জাৰ্ম্মান বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতের অধ্যাপক ডাক্তার ভিন্‌তারনিৎস এতদিন বিশ্বভারতীতে ছিলেন । তাহার, পাণ্ডিত্যপূর্ণ ঝকৃ ভাতে সকলে বিশেষ উপকৃত হইয়াছেন। তাহার চরিত্র-মাধুর্য্যে সকলে এত মুগ্ধ : হইয়াছেন যে সম্প্রতি র্তাহার বিদায় গ্রহণে র্তাহার বন্ধু ও ছাত্র মণ্ডলীর সকলের বন্ধুবিচ্ছেদের বেদন বিশেষরূপে বোধ হইয়াছে। - g বিদায়-কালে কবিবর রবীন্দ্রনাথ তাহাকে যে বিদায়* বোলপুর ষ্টেশনে টেনের সম্মুখে ভিন্‌ভাৰ্বনিৎস রবীন্দ্রনাথের নিকট বিদায় লইতেছেন । শান্তিনিকেতন আশ্রমেল অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীগণ বিদায় দিতে আসিয়াছেন লিপি দিয়াছেন তাহার একস্থানে আছে, “আপনার চরিত্রেব প্রতি আমাদের ভালবাসা, আপনার পাণ্ডিত্যের প্রতি আমাদের শ্রদ্ধার সমান হইয়া উঠিয়াছে।” আচাৰ্য্য ভিন্নতাবৃনিংস্ উত্তরে বলেন, “প্রসিদ্ধ কবি গেটে বলিয়াছেন :–“প্রাচ্য ও প্রতীচ্যকে আর বিচ্ছিন্ন রাখিতে পার। যাইবে ন৷ ” আমি বলি প্রাচ্য ও প্রতীচ্য কোন সময়েই বিচ্ছিন্ন ছিল না। میه

  • ১৯২১ খৃঃ অব্দে আপনি যখন আমাদের দেশে বক্তৃত৷ দিতে যান তখন আমি আমার বক্তৃতায় বলিয়াছিলাম,

আচাৰ্য ভিনৃতাৰ্বনিৎসকে বিদায়। মধ্যস্থলে আচাৰ্য ভিন্নতাবৃনিৎস, তাহার দক্ষিণে কুবান্দ্র রবীন্দ্রনাথ, তাহার বামদিকে ঐ বিধুশেখর শাস্ত্রী। “আপনার বক্তৃতার সাফল্য দেখিয়া আমার মনে হয়, \つや*ゞり”