পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সবলতা ও দুৰ্ব্বলতা— শ্ৰীমৎস্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী প্রণীত । প্রকাশক—সরস্বতী লাইব্রেরী, ৯ রমানাথ মজুমদার ট্রীট, কলিকাতা । মূল্য ॥• আন । ১৩৩• । এই গ্রস্থে স্বামীজি সবলতা ও দুর্বলতার কষ্টিপাথরে সব কাজের ধৰ্ম্মাধৰ্থ কম্বিয়া লইয়। বিচার করিয়াছেন । সত্য মিথ্য কি, পাপ পুণ্য কি,—এইসব নীতি-ধৰ্ম্মের কথা লেপকের মতে যেরূপভাবে বিচারিত হওয়া উচিত তাই বিশদভাবে ব্যাখ্যা করা হইয়াছে । বাংলার পল্লী সমস্ত শ্ৰী নাগপ্রচন্দ্র দাসগুপ্ত প্রণীত । প্রকাশক-সরস্বতী লাইব্রেরী, ৯নং রমানাথ মজুমদার স্ট্রট, কলিকাতা । মূল্য M• বারো আনা । ( ১৩৩৯ ) এই পুস্তকটিতে (১) সেকাল ও একাল (২) কৃষকের দারিদ্র্য (৩) কৃষক ও জমিদার (৪) মহাজন ও কৃষক (৭) পল্লীশিল্পের ধ্বংস (৬) জলনিকাশের বাধা (৭) বাংলার জলকষ্ট (v) গোজাতির অবনতি (৯) অরণ্যসম্পদ ও তাহার অপচয় (১০) পল্লীর রক্তশোষণ (১১) পল্লীসংস্থাব ও সমবায়-নীতি (১২) পল্লীশিক্ষার ধারা (১৩, শিক্ষিতের পল্লীপ্রত্যাবৰ্ত্তন ও (১৪) পল্লীসেবক, এই কয়টি অধ্যাযে বহু তথ্যের সাহায্যে পল্লীসমস্তাব সমাধানের চেষ্টা করা হইয়াছে । ইহা ছাড়া পরিশিষ্টেও অনেক অর্থনীতিঘটিত বিষয়ের তথ্য সংযোজিত হইয়াছে । পল্লীর অভাবঅভিযোগের কথা যাহারা আলোচনা করিতে চান এ পুস্তক তঁহাদের খুব উপকারে লাগিবে। পুস্তকে মুদ্রাকর প্রমাদ অনেক রহিয়া গিয়াছে বলিয়া পড়িতে একটু অস্ববিধা হয়। ইসলাম-গৌরব-অধ্যাপক শ্ৰী বীরেন্দ্রনাথ প্রণীত । প্রকাশক সরস্বতী লাইব্রেরী, ৯ বমীনাথ কলিকাতা । মূল্য ॥• আন । ১৩৩• । এই পুস্তকে অতি সংক্ষেপে ইসলাম সভ্যতাব ইতিহাস বিবৃত হইয়াছে। বাংলা ভাষায় অস্ত কোন পুস্তকে এরূপ ব্যাপকভাবে ইসলামের কথা আলোচিত হইয়াছে বলিয়| জানা নাই, কাজেই এ পুস্তকখানি বাংলা ভযাব একটি অভাব পুৰণ কবিয়াছে। ইহাব সাহায্যে বাঙালী পাঠক ইসলাম-সভ্যতাব গৌশলের কথা মোটামুটি জানিতে পরিবেন । আ পাগলের প্রাণের কথ।—শ্ৰী মুনীন্দ্রনাথ দে কর্তৃক সম্পদ্বিত ও প্রকাশিত । মূল্য বাবে আন । পৃ: ১৯৫ । (১৩২৯ ) পুস্তকখানিতে সাধকের মুখনিঃস্থ ত উপদেশপুর্ণ কথা আছে। সৰ্ব্বত্রই ইহর আদর হইবে ইহাই আমাদের বিশ্বাস। বইখানিতে পরমহংসদেবের একখানি ছবি আছে। পুণ্যচিত্র-এ রসিকত্র বহু প্রধত। প্রকাশক ঢাকা মডেল লাইব্রেরী। মুল্য এক টাকা। পৃঃ ২১৯ । ( ১৩২৪) কয়েকটি কিংবদন্তী ও ঐতিহাসিক কাহিনী অবলম্বন করিয়া এই উপস্কাস রচিত হইয়ছে। প্লইটি আমাদের ভালো লাগে নাই । পুস্তকখানির ছাপা ও বাধাই ভাল । সেনগুপ্ত এমৃ এ মজুমদার ট্রীট, প্রভাবতী—শ্ৰী অবিনশচন্দ্র দাস প্রণীত। গুরদাস চট্টোপাধ্যায় এও সন্স কর্তৃক প্রকাশিত । মূল্য এক টকা। পূঃ ১৫৪ ৷ ( ১৩২৯ ) ষষ্ঠীমঙ্গলের প্রভাব তীর উপাখ্যান অবলম্বন করিয়া এই পঞ্চাঙ্ক নাটক রচিত । অবিনশ-বাবু বইখানি বেশ সবস ভাষাতে লিখিয়াছেন। পুস্তকখানির দাম একটু বেণী হইয়াছে। সৎকথা ( ২য় সং )—শ্ৰীমৎস্বামী অদ্ভুতানন্দ শ্ৰীমুখ-নিঃস্থত স্বামী সিদ্ধানন্দ কর্তৃক সংগৃহীত। উদ্বোধন কাৰ্য্যালয় হইতে প্রকাশিত। সংগ্রাহক শ্ৰীশ্ৰী লাটুমহারাজার শিষ্য ছিলেন। স্বামীজীর মুখনিঃস্থত উপদেশবাক্যগুলি এই পুস্তকে সন্নিবেশিত হইয়াছে। শ্ৰীশ্ৰী রামকৃষ্ণকথামৃতের স্যায় স্বামীজীব কথাগুলিও বেশ সরল। সুতরাং বইখানি সৰ্ব্বজনপীঠ ও সৰ্ব্বজনশিক্ষাপ্রদ হইবে সন্দেহ নাই। পুস্তকখানির বিক্রয়লব্ধ অর্থ কাশীধামে স্বামীজীর স্মৃতিমন্দিরে অর্পিত হইবে । পুলিস-নীতি-মৌলবী সমিন উদ্দিন আহম্মদ কর্তৃক প্রণীত ও প্রকাশিত। মূল্য অটি আন । পুঃ ৯২ ৷ ( ১৩৩০ ) গ্রন্থকার বহুকৃলি পুলিশ-বিভাগে কাৰ্য্য করিয়াছেন । সুতরাং পুলিশবিভাগ সম্বন্ধে তিনি একজন বিশেষজ্ঞ সে সম্বন্ধে সন্দেহ নাই । গ্রন্থখানিতে “নুতন পুলিশ ইনস্পেক্টাব বাবুগুণের প্রতি উপদেশ ও পুলিসের কলঙ্ক মোচনের ব্যবস্থা” আছে । পুলিশ-বিভাগের বিরুদ্ধে বহু অভিযোগ আমরা শুনিতে পাই । পুলিশ-বাবুব। যদি এই গ্রন্থলিখিত উপদেশসমুহ পালন করিয়া চলেন তাহ হইলে দেশ বহু দুঃখ দুর্দশা হইতে মুক্তিলাভ করিতে পাবে। সাধারণেও পুস্তকপানি পাঠ করিলে অনেক তথ্য জানিতে পরিবেন। গায়ত্ৰী –ণী কীৰ্তিকচন্দ সরকার কর্তৃক প্রণীত ও প্রকাশিত। মূল্য আট আন । পৃঃ ৯৬ । ( ১৩২৯ ) ইহ একখানি সপ্তাঙ্ক নাটক । গ্রন্থকার অযথ অঙ্কের সংখ্যা বtড়াইযtছেন । ১ম, ৩য়, ৪র্থ ও ৬ষ্ঠ অঙ্কে মাত্র একটি করিয়া দৃষ্ঠ । এই ক্ষুদ্র নাটকে আবার সর্বদকল্যে ৫৩টি গান আছে। নাটকখানি’ সফল রচনা নহে । ○小5|マ。 মায়াপুরী—ত্ৰ মণীন্দ্রলাল বস্তু, ৪৫ আমহ’ষ্ট-প্লট, কলিকাতা । ২২৪ পৃষ্ঠা। পটু পটুয়৷ শ্ৰীযুক্ত চারুচন্দ্র রায়ের পরিকল্পিত স্বন্দর রঙীন প্রচ্ছদপট। দেড় টাকা । মণীন্দ্রলালের কল্পনা-মায়াপুরীর স্বল্পপেলব আকাশকুসুমের এগারটি স্তবক দিয়া এই মায়াপুরী সজ্জিত হইয়াছে । এগারোটি গল্পই ভাবের বৈচিত্র্যে ও নুতনত্বে, বর্ণনার লালিত্যে ও মোহনতায় পরম উপভোগ্য। মণীন্দ্রলাল বঙ্গসাহিত্যে গল্পরচনার একটি নুতন কবিত্বরসমধুর ভাববিহ্বল রীতির প্রবর্তক। স্বতরাং উtহার গল্পগুলি একেবারে স্বতন্ত্ৰ ; কবিগুরু রবীন্দ্রনাথের প্রভাব উহার রচনায় জাম্বল্যমান থাকা সত্ত্বেও ईशैब्र षब्र१ नूठन । - মুদ্রা-রাক্ষস S SAASAASSAAAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS BBBBBBB BBS BBBS BBB BB BBB B BBBB BBBB BB BBBB BBBBS