পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ) বিবিধ প্রসঙ্গ—সরকারী চাকরী দ্বারা কত লোক পী লত হ یعیین مییه ۶۳ مارس যাহা আছে, তাহার স্ববিধা হইতে সরকার তাহাদিগকে বঞ্চিত করেন নাই, অন্ত সকলের মত র্তাহারাও সেই সুবিধা ভোগ করিতে পারেন । অধিকন্তু তাহীদের জন্য কিছু বিশেষ ব্যবস্থাও আছে, যে ব্যবস্থা, তাহাঁদেরই মত এবং তাহীদের চেয়েও শিক্ষায় অনগ্রসর কোন কোন শ্রেণীর হিন্দুর ও ভূতপূজকদের জন্য নাই। সকলের জন্য শিক্ষার বরাদ না কমাইয়। যদি মুসলমানদেব শিক্ষার আরো সুবিধা করিয়৷ দেওয়া হয়, তাহা হইলে আমরা স্বর্থী বই অসুখী হুইব না ; কারণ তাহাতে শেষ পৰ্য্যন্ত দেশের ও সমগ্র বাঙ্গালী জাতির প্রভূত কল্যাণ হইবে । -* সরকারী চাকরী দ্বারা কত লোক পালিত হয় সেন্সস রিপোর্টে দেখিতে পাই, সরকারী চাকরীতে বাংলাদেশে মোট কৰ্ম্মী ও পোষ্যের সংখ্যা ৩,২১,৯২৬ । ইহার মধ্যে গ্রাম্য চৌকীদার এবং মিউনিসিপালিটী ডিষ্ট্রিক্ট বোর্ড প্রভৃতির কর্মচারাদিগকেও ধরা হইয়াছে। বাংলাদেশের মোট লোকসংখ্যা ৪,৭৫,৯২,৪৬২ । ইহা হইতে সরকারী চাকর ও তাহীদের পোষ্যদিগকে বাদ দিলে ৪,৭২,৭০,৫৩৬ জন লোক বাকী থাকে । সুতরাং সরকারী চাকরীর দ্বারা বাস্তবিক খুব অল্প লোকই পালিত হয়। তাহা লইয়া সম্প্রদায়ে সম্প্রদায়ে মনোমালিন্য জন্মান অত্যন্ত স্বার্থপরতা ও মুখতার কাজ । সত্য বটে, এদেশে বহুশতাব্দীব্যাপী রাষ্ট্ৰীয় পরাধীনতা বশত: এবং লোকদের পণ্যশিল্প ও অন্ত বহুবিধ স্বাধীন ব্যবসা খুব বেশী না থাকায়, সরকারী চাকরীটাকে লোকে অন্যান্য সভ্য এবং গণতন্ত্র দেশের চেয়ে বেশী দরকারী ও মূল্যবান মনে করে। তা ছাড়া, বিদেশী সরকারী চাকর্যেরা যেমন আপনাদিগকে সৰ্ব্বসাধারণের চাকর অর্থাৎ সেবক মনে না করিয়া প্ৰভু মনে করে, সেইরূপ দেশী চাকর্যেরাও ( বিশেষতঃ পুলিস ও হাকিমের ) আপনাদিগকে দেশের অন্য লোকদের সেবক মনে না করিয়! প্ৰভু মনে করে । সৰ্ব্বসাধারণেও দাসবুদ্ধি বশতঃ তাহাদিগকে মনিব বলিয়া মানিয়া লওয়ায় ○ やむ MAAASAAAAASA SAASAASAASAASAAMAAASAAAA ہبہ۔--س۔-مہ۔۔--م۔ সরকারী চাকরীর গৌরব, সম্মান ও ক্ষমতা বাড়িয়৷ গিয়াছে ও বজায় আছে । কিন্তু বাস্তবিক চাকরী যত বড়ই হউক, পরিচারকের কাজ মাত্র । অন্য সভ্য দেশসকলে, বিশেষতঃ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত, চাকর্যেদিগকে চাকর্যে বলিয়াই অন্য লোকদের চেয়ে শ্রেষ্ঠ মনে করা হয় না। আমাদের দেশেও, বাস্তবিক যখন রাষ্ট্রীয়, বাণিজ্যিক, ও শিল্পবিষয়ক স্বরাজ্য প্রতিষ্ঠিত হইবে, তখন সরকারী চাকর্যেরা নিজেদের প্রকৃত স্থান ও ওজন বুঝিয়া ভারিন্ধী চ’ল ছাড়িয়া দিতে বাধ্য হইবেন । আপাতত: আমরা দেখিতেছি, যে, বঙ্গের কেবলমাত্র মুসলমানেরাই যদি সব সরকারী চাকরী পান, তাহ হইলে হিসাবট দাড়ায় এইরূপ। বাংলায় মুসলমানের মোট সংখ্যা ২,৫৭,৮৬,১২৪ । ইহার মধ্যে সরকারী চাকরীর দ্বারা ৩,২১,৯২৬ জন কৰ্ম্মী ও পোষ্য পালিত হইলে বাকী থাকে ২,৫১,৬৪,১৯৮ । মুসলমানের সরকারী চাকরীগুলি সব পাইলেও এই আড়াই কোটিরও অধিক মুসলমানকে অন্য উপায়ে জীবিকা নির্বাহ করিতে হইবে । অতএব, র্তাহার যেন মনে না করেন, যে, কেবলমাত্র সরকারী চাকরী পাওয়া না-পাওয়ার উপরই তাহীদের জীবন-মরণ মান-ইজ্জত প্রভাব-প্রতিপত্তি উন্নতি-অবনতি নির্ভর করিতেছে। স ওয়া তিন লাখ লোকের জীবিকার কথা অপেক্ষা আড়াই কোটি লোকের জীবিকার কথা ভাবাই বুদ্ধিমানেব কাজ । অন্যদিকে, যদি বাঙালী হিন্দুরাই সব চাকরী পান, তাহা হইলেও হিসাবে এই দাড়ায়, যে, মোট বাঙালী হিন্দু ২,০৮,০৯,১৪৮ জনের মধ্যে মাত্র ৩,২১,৯২৬ জন সরকারী চাকরীর দ্বারা পালিত হইবে ; বাকী ২,০৪,৮৭২২২ জন হিন্দুকে অন্য উপায়ে জীবিকানিৰ্ব্বাহ করিতে হইবে । সেইজন্য সরকারী চাকরীগুলা হাতছাড়া হইবার দুর্ভাবনায় বুদ্ধিমান কোন হিন্দু ধেন দুই কোটির উপর হিন্দুর জীবিকা নির্বাহ কেমন করিয়া ভাল ভাবে হইতে পারে, সে চিন্তা করিতে ভুলিয়া না যান। ইহা সত্য কথা, যে, সরকারী উচ্চ কাজ যাহার করে, তাহাদের হাতে দেশের মঙ্গলামঙ্গল অনেকটা নির্ভর