পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७8२ প্রবাসী—ফাল্গুন, ১৩৩e [ ২৩শ ভাগ, ২য় খণ্ড "টি" থাল-গুহ। অর্থাৎ বেলগাও বা ধা, বা দ্য জেলার গুন্দু ও জৈন মন্দিরের কথা মনে হয়। দ্বিতীয় মন্দিরটি দ্বিতল ইহ। শিবের মন্দির । নদীর মন্দিব হইতে উপরে উঠিবার সোপানাবলী আছে । উপরে একটি অন্ধকার ঘরে শিবলিঙ্গ এখনও শিবচতুর্দশী তিথিতে পূজিত হইয়া থাকেন। ইহার সম্মথে অন্ধকার নাটমন্দির, এবং সেই নাটমন্দিরের তিনদিকে অৰ্দ্ধমণ্ডপ বা বারান্দ। এইসকল বারান্দার ছাদে অজস্তার চিত্রের মত হাজার বৎসর পূৰ্ব্বে আঁকা নানা রংএর চিত্র এখনও স্পষ্ট আছে, কি ? পায়রা ও বাজুড়ে এই চিত্রগুলি নষ্ট করিয়া ফেলিতেছে। এই বিশাল মন্দির একখানি পাথর হইতে খুদিয়া বাহির করা হইয়াছে । ইহার দেওয়াল স্তম্ভ ছাদ সমস্তই একখানি পাথরের। পাথৰ হইতে কাটিয়া বাহির-কর। এতবড় মন্দির পৃথিবীতে আর নাই। কৈলাসের শিব-মন্দিরের আসল দ্রষ্টব্য পদার্থ— ইহার তিন দিকের পাথরে খোদা চিত্রাবলী । মন্দিরটির নীচের তা নিরেট এবং ইহার তিন দিকে তিনটি চিত্র আছে। ডান দিকের চিত্রটি রাবণের কৈলাসহরণ । নিত্য লস্ক। ইষ্ট দেবতা মহাদেবের পূজা করিতে কৈলাসে যাইতে রাবণের কষ্ট হইত বলিয়া সে শিবের অনুমতি লইয়। কৈলাস পৰ্ব্বত উঠাইয়া হইতে লঙ্কায় আনিতে চাহিয়াছিল । এই চিত্রে রাবণ কৈলাস পৰ্ব্বত জড়াইয়া ধরিয়া তুলিতেছে । কৈলাস পৰ্ব্বতের পশুপক্ষী, মহাদেবের অমুচরেরা, এমন কি স্বয়ং পাৰ্ব্বশী পর্যন্ত ভয়ে ব্যাকুল হইয়াছেন । ভয়াবহবল পাৰ্ব্বতী মহাদেবকে জড়াইয়া ধ িয়াছেন, তাহার মুখের ভাবটি এমন স্বন্দব যে তাহ ভাবতের শিল্পে অতুলনীয় । বোম্বাইয়ের কাছে এলিফ্যাণ্ট। পৰ্ব্বত গুহায় কৈলাস-ও বণের চিত্র আছে ; কিন্তু তাহা কৈলাস-গুহার কৈলাসহরণের চি•ের মত সজীব নহে । অপর দিকে ত্রিপুরবধের চিত্র। মহাদেবের তাণ্ডবনৃত্য চার ঘোড়ার রথে চড়িয়া শিব স্বয়ং ত্রিপুরাস্বরের সঙ্গে যুদ্ধ করিতেছেন। স্বয়ং ব্রহ্মা তাহার সারথি, চারিদিকে পৃথিবীতে, আকাশে, স্বর্গে ত্রিপুরাস্বরের অসংখ্য অনুচর ।