পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ) ফুল-দোল ዓ¢› SAMAeAMAAA SAAAAA SAAAAA AAAAMMMAMAMAeMMAMMA AMA MA AMAAA AAAA AAAA AAAA AAAA AAAAMMMM MMS MMMMM MMMA AMAeA AMAAA S S AAMMS MSMSAS SSAS SSAS SSMMM S MMM S MA AMAAMA MAAA AAAA AAAA AAAA AAAA AAAA SAAAAA SAA AAAA AAAAMAMAAAA পুনক। আর একটু বেশী ঝুকিয়া পড়িয়া স্বর্থীর হাত দুইই সজোরে চাপিয়া ধরিল। ধেৎ । বলিয়া স্বর্থী ধড়মড় করিয়া উঠিয়া বসিল । আড়চোখে তাহার দিকে একবার কটাক্ষ হানিয়া তাড়াতাড়ি তাহার পরিত্যক্ত ফুলের ঝুড়িটার নিকট ছুটিয়া গিয়া বলিল, আয়, আয়, পুনক, ফুল তুলি – না হ’লে রাত হয়ে যাবেক । —হোক কেনে । জোস্তা রাত বেটে । বলিয়া পুন্কা ধীরে ধীরে উঠিয়া তাহার নিকট অগ্রসর হইয়৷ বলিল, তুই ভারি দুষ্ট, । মাতলা হ'লে হয়ত কিছুই বলথিস্ নাই । মাতলা তাহাদের স্বজাতি এবং প্রতিবেশী । বয়স বেশী হইলেও তাহার অবস্থা অপেক্ষাকৃত ভাল, এবং সেই জন্য স্বর্থীর বাবা তাহারই সহিত মুখীর বিবাহ দিবে স্থির করিয়াছিল কিন্তু সুখীর ইচ্ছা নিঃস্ব হইলেও পুন কাকেই বিবাহ করে, তাই মাত লার নাম শুনিয়া স্বর্থী রাগিয়া উঠিল। একট। ফুলের থোপা পুস্কার গায়ে ছুড়িয়া দিয়া বলিল, হারে, খালভরা —উয়ার নাম করবি ত এই আমি চল্লম্। মুখী সত্যসত্যই অভিমান করিয়া চলিয়া যাইতেছিল পুনকা বলিল, যা কেনে, তুখে কে লেহুবু করছে। স্বর্থী কিয়ৎদুর চলিয়া গেলে, পুনক জোরে জোরে বলিল , এক যাস না মুখী, ভালয় ভালয় বলছি,—শিয়াল খেপেছে, কামড়াই দিবেক । স্বর্থী পিছন ফিরিয়া বলিল, আমাকে কামুড়াবেকৃ, বেশ করবেকৃ,—তুর কি ? ন, না, মিছে করে’ বল্লম স্বর্থী, আয়,--রাগ করিস্ না, ছি বলিয়া পুনকা দৌড়িয়া গিয়া তাহাকে ধরিল। সুখী उशब হাতখান ছাড়াইয় লইয়া অভিমান ভরে কহিল, যা, তুর তার ভার লাগে নাই । আমি যাব । পুনকা আবার ,তাহাকে চাপিয়া ধৰিল । জোর করিয়া ছাড়াইবার চেষ্টা করিল কিন্তু পারি, পুনক হাসিয়া বলিল, জুই আমার জোরকে ল. সুখী, কেনে মিছে টানাটানি করছিস । চল-চল আ বলব নাই । স্বর্থী এইবার ঈষৎ হাসিয়া বলিল, ই,—কিস্কে ! তাহার পর উভয়ে আসিয়া তাড়াতাড়ি ফুলে ফুলে ঝুড়িটা বোঝাই করিয়া লইল । স্বর্থীর মাথায় ঝুড়িটা দিয়া বনপথ ধরিয়া তাহারা ধাওড়ার দিকে ফিরিল । নিৰ্ম্মেঘ নিম্মুক্ত নীল আকাশ বাহিয়৷ পূর্ণিমা সন্ধ্যায় জোৎস্বার ধারা গলিয়া গলিয়া পড়িতেছিল।. পশ্চাতে তন্দ্রাভিভূত বনানী পড়িয়া রহিল । বন পার হইয়। কতকগুলা বঁtশ ঝোপের ধীরে ধীরে তাহারা পাশাপাশি চলিয়াছে । পুনক বলিল, আমার ভয় লাগে স্থখী, কাল তুর বাবা হয়ত মাতলার সথে তুর বিয়ার ঠিকূ করবেক । উয়ার চাষ আছে, পাচ-ছ’ বিঘা জমি আছে, পচিশটা মুরগী আছে । আমার ত’ উ-সব কিছুই নাই। আমি যে বড় গরীব স্বর্থী, তাথেই ভয় লাগে । স্বর্থী কিছুই বলিল ন। একটা চাপা দীর্ঘশ্বাস তাহার বক্ষপঞ্জর ভেদ করিয়া ধীরে ধীরে বাহির হইয়া আসিল । কথাটা চাপা দিবার জন্য দূরে একটা শৃগাল দেখিতে পাইয়া তাড়াতাড়ি বলিয় উঠিল,—ই দ্যাখ, এক্ট। শিয়াল । তাহার পর উভয়েই নীরবে পথ চলিতে লাগিল । নিস্তব্ধ প্রাস্তরের উপর দুই জোড়া পদশব্দ ব্যতীত আর কিছুই শোনা যায় না। রহিয়া রহিয়া দূরে কুলিধাওড়া হইতে একটা মাদল বাজিয়া উঠিতেছিল । একটা পথের বাকে আসিয়া পুনকা বলিল, তা হ’লে আমি যাই ।... -ढूँ, १ ॥ —কাল ঠিক আসল 子