পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ষ্ঠ সংখ্যা ] TarunnoBot (আলাপ) ১৪:১২, ১২ এপ্রিল ২০১৬ (ইউটিসি)....സ്.സ്പ്രസ്സ്പ് বিবিধ প্রসঙ্গ-প্রসিদ্ধ লোকের অtয়ু Ե6:Պ চা’ল মাত্র। কিছুকাল পরে না কি শ্রমিকগণ বিশ্ব- জোর ইংলণ্ডের সঙ্কীর্ণমন #मबोरीब भ८५] चां८छ् প্রেম, সাম্য ও মৈত্রীর রাজত্ব স্বরু করিবেন। আমাদের কি বিশ্বাস, তা আপাতত বলিয়া লাভ নাই। শুধু দুই একটি কথা বলা চলে। প্রথমত, আজন্ম যাহা পাপ বলিয়। প্রচার করিয়াছি, *বর্তমানে তাহ’র সহায়তা করিয়া চলিব, কেননা পরে ইহাতে পুণ্য করিবার সুবিধা হইবে”, এই প্রকারের নীতিশাস্ত্র কতটা উৎকৃষ্ট, তাহা ভাবিয়া দেখ আবশ্যক। অনেকে এই-প্রকার ব্যবহারকে কাপুরুষতা বলিয়া থাকেন। অনেকে আবার ইহাতে বুদ্ধিমত্তার পরিচয়ও পাইতে পারেন। এবিষয়ে রুচিভেদ আছে। দ্বিতীয়ত, শ্রমিকগণ ইংলণ্ডের বাসিন্দা এবং ইংলণ্ডের অর্থনৈতিক অবস্থা ও ব্যবস্থার সহিত শ্রমিকের ভূত বৰ্ত্তমান ও ভবিষ্যৎ বিশেষরূপে জড়িত। ইংলণ্ডের আয়ব্যয়ের বিধিব্যবস্থায় হস্তক্ষেপ করিলে, আঙ্গুলের দাগ লাগিবে সৰ্ব্বাগ্রে শ্রমিকের জীবনে । যথা, ল্যাঙ্ক:শায়ারের কাপড়ের কল বন্ধ হইলে অথবা অপর কোথাও ইস্পাতের কারখানা কিম্বা জাহাজ তৈরী বন্ধ হইলে সৰ্ব্বাগ্রে এবং সৰ্ব্বাপেক্ষ অধিক কষ্ট পাইবে ইংলণ্ডের শ্রমজীবী । শ্রমিক গবর্ণমেণ্ট, যদি উত্তমরূপে সাম্য মৈত্রী, স্বাধীনতা ইত্যাদি প্রচার করিতে যান, তাহ হইলে ইংলণ্ডের ব্যবসা-বাণিজ্যে গোলযোগের স্বত্রপাত হইবে। ধনিক যে-প্রকারে ও যে যে উপায় অবলম্বনে বহুদেশে ইংলওঁীয় ব্যবসার প্রভাব বিস্তার করিয়া রাখিয়াছে, শ্রমিক তাহ ভাঙ্গিয় গড়িতে গেলে ইংলণ্ডের (স্বতরাং শ্রমিকেরও ) বিশেষ আর্থিক লোক্সানের সম্ভাবনা । এ ক্ষেত্রে শ্রমিক তা করিবে কি ? যথা, ভারতবর্ষকে সম্পূর্ণ স্বাধীনতা দিলে শ্রমিকের কাপড়ের কলে কাজ পাওয়া, জাহাজে স্থান পাওয়া, ইত্যাদি শক্ত হইয়া উঠিবে। ভারতপ্রীতি আগে, ন স্বার্থ আগে ? ইংলণ্ডের শ্রমজীবী-সম্প্রদায় যে সামাজিক পুনর্গঠন ও নানাপ্রকার আমূল পরিবর্তনের চিত্র এতকাল ধরিয়া জগতের চোখের সম্মুখে ধরিয়াছিল, তাহা বাস্তবে পরিণত করিতে গেলে যে স্বার্থত্যাগ ও কষ্টস্বীকার প্রয়োজন, তাহার উপযুক্ত মনের ও আদর্শের 3 օԵրա ծ Պ কি ? ष । রামসে ম্যাকডোনাল্ডের রাষ্ট্রনীতি ম্যাকুডোনাল্ড, জগৎকে জানাইয়াছেন যে, রুশিয়ার সহিত ইংলণ্ডের আর শত্রুত রহিল না। "উদ্বেগু— রুশিয়ার উপকার নহে। উদ্বেগু—ইংলণ্ডের ব্যবসা বিস্তার, রুশিয়া ভারতে বোলশেভিক আন্দোলনের চেষ্টা করিতেছে, এই ভ্রান্তবিশ্বাসজনিত ভীতির নিবৃত্তি ও রুশিয়ার নিকট পুরাতন প্রাপ্য অর্থ সংগ্রহ। ম্যাকডোনাল্ড, অসাধারণ ঔদার্ঘ্য দেখাইয়াছেন বলা যায় না। লয়েড, জর্জ, প্রধান মন্ত্রী হইলেও এইপ্রকার ভালবাসার বাণীই জগৎ শুনিত । 叠 ম্যাকডোনাল্ড ভারতবর্ধকে বিপ্লববাদের নির্মুদ্ধিতা সম্বন্ধে উপদেশপূর্ণ একটি বাৰ্ত্ত পঠাইয়াছেন। সেই বাৰ্ত্তাতে আরও অনেক গভীর তত্ত্ব কথাও আছে। কয়েকটি কথা ম্যাকডোনাল্ড, বলিতে ভুলিয়া গিয়াছেন ; যথা, সদা সত্য কথা কহিবে ; পরের দ্রব্য না বলিয়। লওয়াকে চুরি করা বলে ; ইত্যাদি। एव প্রসিদ্ধ লোকের আয়ু জানুয়ারীর প্রথম সপ্তাহ হইতে ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহের মধ্যে যে-সকল প্রসিদ্ধ লোকের মৃত্যু হইয়াছে, তাহীদের একটি ক্ষুদ্র তালিকা আমরা পাইয়াছি । ইহার মধ্যে সকলেই শ্বেতাঙ্গ । ইহাদের বয়স যথাক্রমে ৮০, وده و به «دبb ,۹ و وهم و ۶۰ و ۹۰ «لاه «دیواره ۹ ,۹ و وه ه 8४, ७8, > ०७, ७8, ७२९ v१ ॥ গড়ে এইসকল লোক ৭১ বৎসরেরও অধিক বাচিয়া ছিলেন । ১৮ জনের মধ্যে একজস ১০০ বৎসরের অধিক বঁচিয়া ছিলেন, ২ জন ল-এর অধিক, ৭ জন ৮০ ও ততোধিক এবং ৮ জন ৭-এর অধিক। ইহঁাদের মধ্যে লেখক, রাষ্ট্রনৈতিক, পুরোহিত, অধ্যাপক, সৈনিক, ব্যবসাদার ইত্যাদি নানান প্রকার লোক ছিলেন।