পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిe প্রবাসী—বৈশাখ, ১৩৩০ [ ২৩শ ভাগ, ১ম খণ্ড শুমরাজ্যে ফরাসী দৌত্য সপ্তদশ শতাব্দীর শেষভাগে এসিয়ার শ্যামদেশে ফ্র নারাষ্ট নামে এক রাজ রাজত্ব করতেন । তার রাজত্বের সময় শ্যামদেশ ননি। বিষয়ে সমৃদ্ধ হয়ে উঠেছিল । তিনি তার রাজধানীকে বড় বড় সোনার চূড়াওয়াল মন্দির ও স্বন্দর সুন্দর বাগান দিয়ে সাজিয়ে তুলেছিলেন। ফ্রা নারাই নিজেও খুব বিলাসী ছিলেন । তিমি লোকচক্ষুর অন্তরালে থাকৃতে ভালবাসতেন । বৎসরে একদিন মাত্র প্রজাদের দেখা দিতেন । আর সেইদিন রাজধানীতে খুব ধুমধামের সঙ্গে উংসলের আয়োজন করা হত । কিন্তু বিলাসের মধ্যে ডুবে থাকূলে ও ফ্র! নারাই খুব ক্ষমতাশালা রাজ ছিলেন, এব° লোকচক্ষুর অন্তরালে থেকে ৭ রাজ্যের সমস্ত বিষমেষ্ট র্তার খুব সতর্ক দৃষ্টি ছিল । এই সময়ে পুথিবীব আর-এক কোণে ফ্রান্সদেশে চতুৰ্দশ লুই রাজস্ব করছিলেন । চতুৰ্দ্দশ লুই কি লকম বিলাসী এব” কি ক্ষমতাশালী বা জ। ই যে উঠেছিলেন তা বোধ হয সকলেরই জন আছে । এক কথা বল। যেতে পারে যে, তিনি সমস্ত ইউরোপুটাকেই শিল্পের শাসনাধীনে এনে ফেলেছিলেন । প্রাচ্য ও প্রতীচ্যের এই দুষ্ট ক্ষুমতাশালী রাজ শিক্ষ দীক্ষা ও ধৰ্ম্মে একেবারে পরস্পর 'বিরোধী হ'লেও তার কেমন ক’রে বন্ধুত্ব-স্বত্রে আবদ্ধ হয়েছিলেন, এই প্রবন্ধে সেই ইতিহাস বর্ণিত হ'ল । ১৬৫৮ খ্ৰীষ্টাব্দে মসেইয়র পালু এবং মসেষ্টম্বর দ্য ল মৎ-লাব্যাবু চীন ও তার নিকটবর্তী দেশসমূহে ধৰ্ম্মপ্রচার এবং সেই দেশের লোক দিয়েই তাদের মধ্যে যাতে প্রচারের সুবিধ করা যেতে পারে সেই উদ্দেশ্যে একটি মিশন স্থাপন করেন । ফ্র নারাই ধৰ্ম্মমত সম্বন্ধে খুবই উদার ছিলেন । এই প্রচারকর ক্রমে শ্যামদেশেও তাদের মিশনের একটি শাখ খোলেন । ১৬৬২ খৃষ্টাব্দে এই শাখা প্রতিষ্ঠিত হয়। সভ্য ইউরোপ তখন নিজেদের ধৰ্ম্মমতকে প্রাধান্য দেবার জন্য নিজেদের মধ্যে ঘোরতর হাঙ্গামা শুরু করেছিল ; ঠিক সেই সময়েই ফ্র! নারাই নিজে বৌদ্ধ হ’য়েও তাদের বিরোধী ধৰ্ম্মমত প্রচার কবুলার জন্য আদর করে তার রাজ্যে ক্যাথলিক পাদ্রীদের স্থান দিয়েছিলেন । ক্রমে এই ক্যাথলিক প্রচারকদের চরিত্র ও কার্য্যকলাপ দেখে ফ্র নারাই সন্তুষ্ট হ'য়ে তাদের গির্জা এবং থাকুবার বাড়ীর জন্য জমি এবং গৃহ নিৰ্ম্মাণের জন্য জিনিষপত্র দিয়েও সাহায্য করতে লাগলেন। শ্যামদেশে ক্যাথলিকদের এই মিশন স্থাপিত হবার পর আঠার বৎসরের মধ্যেই অর্থাং ১৬৮ খৃষ্টাব্দে, মিশন তাদের প্রচারের কাজে চল্লিশ জন প্রচারক নিযুক্ত ক'রে স্বাসারে বংসরের মধ্যে তার সেপানে চারটি মন্দির, তিনটি বিদ্যালয় স্থাপন ও সেই দেশের ভাষায় তাদের অনেকগুলি ধৰ্ম্মপুস্তক তর্জমা করেছিলেন। এঈ-সকল ফরাসী প্রচারকের রাজার কাছে ৪ যা ওয়া এপ° তার সঙ্গে পূৰ্ম্মকথা ছাড় রাজনীতির ও আলোচনা করতেন। ওদিকে চতুৰ্দশ লুইয়ের ফেল্লেন । এ ছাড়া এই অ{স করতেন ক্ষমত। বাড়তে বাড়তে তিনি মথন প্রায় সমগ্র ইউরোপের দণ্ডমুণ্ডের কৰ্ত্ত হয়ে দাড়ালেন, তপন শ্যামরাজ্যের অমুগুচীত এই ফরাসী ধৰ্ম্মপ্রচারকের তাদের দেশের রাজার সঙ্গে ফ্রা নারাইয়ের একটা বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করবার চেষ্টা করতে আরম্ভ করলেন । র্তার দিবারাত্র ফ্রা নারাইয়ের কাছে চতুর্দশ লুইয়ের ক্ষমতা ৪ তার গুণাগুণ বর্ণন ক’রে এই বেলা তাকে বন্ধুত্বস্বত্রে আবদ্ধ করবার পরামর্শ দিতে লাগলেন। এদের পরামর্শের ফলেই ১৬৮০ থেকে ১৬৮৫ খৃষ্টাব্দের মধ্যে ফ্রা নারাই চতুৰ্দ্দশ লুইয়ের কাছে দু’বার দূত প্রেরণ করেছিলেন। এই দূতদের সঙ্গে তিনি ফ্রান্সের রাজাকে হাতী, বাঘ, গণ্ডার ও নানারকমের মূল্যবান উপঢৌকন পাঠিয়েছিলেন । দুর্ভাগ্যক্রমে ঝড়ে জাহাজ-ডুবি হওয়ার জন্য প্রথমবারের দূত ফ্রান্সে পৌছতে পারে নি। এই জাহাজ যে কোনখানে ডুবেছিল তার খোজ পৰ্য্যন্ত পাওয়া যায়