পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وعوا لا পরস্পরকে জড়াইয়া ধরিয়৷ মুতু্যর কোলে ঢলিয়া পড়িল । গ্রামে, পথে, রেলওয়ে-ষ্টেশনে প্রতিদিন পাচ ছয় শত করিয়া মানুষ মরিতে লাগিল । যাহারা বাচিয়া রঙ্গিল তাহারা আত্মরক্ষার স্বাভাবিক প্রবৃত্তির বশবৰ্ত্তী হইয়। কেবলষ্ট চলিতে লাগিল । পথে অনেকে মার! গেল, তৰু হাজার হাজার লোক বড় বড় সহরগুলিতে, মস্কোতে, পেট্রোগ্রাডে এবং পূৰ্ব্বদিকে সাইবিরিয়া ও তুকিস্থানে আসিয়া উপস্থিত হইতে লাগিল । প্রবাসী—জ্যৈষ্ঠ, ১৩৩০ SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS SSAS SSAS [ ২৩শ ভাগ, ১ম খণ্ড SAASAASAASAASSAAAAAAS AAAAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAAAS নিজে কি করিতেছে তাহা এখনও নিৰ্দ্ধারিত হয় নাই । মাঙ্গষের হাতে যতপ্রকার সৰ্ব্বনাশের অস্ত্র আছে, যুদ্ধ, ষড়যন্ত্র, রাষ্ট্রবিপ্লব সকলকে জয় করিয়া এখন এই আশ্চৰ্য্য জাতি প্রকৃতির এই ভয়ানক বিপ্লবকে পরাজিত করিবার জন্য প্রাণপণে যুদ্ধ করিতেছে। রুশিয়ার কমুনিষ্ট দল যুদ্ধের দিক্ হইতে মুখ ফিরাইয় আপনাদের সমগ্র দলবদ্ধ শক্তি লষ্টয় যখন পুনর্গঠনের কাজে লাগিলেন, ঠিক সেই সময়ে দক্ষিণদেশ হইতে বজ্রাঘাতের মত এই সংবাদটি তাহাদের লশিয়ার গানদী গীবিলাসী দুভিক্ষ-পীড়িত নরনারী রুশ কৃষকের! যখন লাচিবার জন্য এইরূপ সংগ্রাম করিতেছে, তখন বাহির হইতে তাঙ্গদের সাহায্যের আয়োজন চলিস্তে লাগিল, এবং সাহায্য আলিয়াও পৌছিল । সৰ্ব্বাপেক্ষা জনাকীর্ণ স্থানগুলিতে সৰ্ব্বাগ্রে সাহায্যদান করা হইতে লাগিল। কিন্তু বিদেশীরা রুশিয়ার জন্য কি করিয়াছেন তাহা বর্ণনা করা এ প্রবন্ধের উদ্দেশ্য নয়। সে বিষয়ে অনেক কথাই নানা দেশে নানা ভাষায় লেখা হইয়াছে। কিন্তু ভিক্ষপীড়িত রুশিয়ার জন্য রুশ কাছে আসিয়া পৌছিল ; পনেরোটি প্রদেশে অন্নাভাব, রুশিয়ার অন্নভাণ্ডারকে এই ভয়ঙ্করী রাক্ষসী আক্রমণ করিয়াছে, সুতরা” শীতকালের ছয়মাস কাটিতে কাটিতে সমগ্র রুশিয়াতেই দুর্ভিক্ষ ছড়াইয়া পড়িবে। আর শীতকালে ? শস্য-বপনের সময়ে যদি বাহির হইতে বীজ সংগ্রহ না করা যায় তাহা হইলে আগামী বংসরেও দুর্ভিক্ষের সম্ভাবনা । -- গত তিন বংসর ধরিয়া ক্রমাগতই ত রুশিয়া অনাহারে কাটাইয়াছে । দেশে যতখানি খাদ্য ছিল সব সোভিয়েট