পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/২৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] অনুপম ఇ8సి AMAMMA AMMMeeAMMMMM MMMAMA AMMAMA MMAMAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAA AAAA AAAA AAAA AAMAAA AAAA AA AASASSAAAAA AAAA AAAAS AAAASS SSAAASAAA AAAA AAAA AAAA AAAMMAAA AAAAA স্বধীর বলিল-কবির কথায় আমি একটু অনুপমের পক্ষ সমর্থন করি— த் কত বড় আমি কৰুি নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক থাটি ॥ মনে আছে তো ? কথাটা যমুনার কথার প্রতিবাদ হইলেও যমুনার মন ইহাতে ক্ষুদ্ধ না হইয়া হৃষ্ট হইয়া উঠিল। শুধু সিংহ সাহেবের মুখখানি একটু গম্ভীর হইয়া আসিল । তিনি বুঝিলেন- ওই শান্ত চিত্রকর আর তাহার অসহিষ্ণু শ্বালিকার ভিতর কোনো গোলযোগ জমিয়া উঠিতেছে যাহার প্রতিকার এখনি করা দরকার । সেই দিন সন্ধ্যায় তিনি সরকার সাহেবের সহিত নির্জনে দেখা করিয়া প্রথমে নিজের পৃথকৃ বাসের ব্যবস্থাটা তুলিলেন। —আচ্ছ বেশ আগে একটু গুছিয়ে নেও, তার পর সে ব্যবস্থা হবে। এখানে থাকলে কি মাষ্টারের সঙ্গে আছে বলে’ এখনও মনে হয় ?—বলিয়া সরকার সাহেব হাসিয়া উঠিলেন। সরকার সাহেব মেডিক্যাল কলেজের অধ্যাপক ছিলেন এবং বিবাহের আগে সিংহ সাহেব সরকার সাহেবের কাছে পড়িয়াছিলেন, এই সূত্রে উভয়ের আনুগত্য হইয়াছিল এবং সরকার সাহেবের বাড়ী যাতায়াতের ফলে সিংহ সাহেব জাহ্নবীর প্রতি অঙ্গুরক্ত হইয়াছিলেন। তার পর বিবাহের পর শ্বশুরের অতুরোধে ও অর্থে সিংহ সাহেব বিলাত হইতে আপনাকে অধিকতর কৃতবিদ্য করিয়া ফিরিয়াছিলেন । তাই সরকার সাহেব মাষ্টারীর প্রসঙ্গ তুলায় মিষ্টার সিংহ লজ্জিত হইয়া বলিলেন,—আজ্ঞে না। সিংহ সাহেবের আপাততঃ বাস করিবার ইচ্ছ। মোটেই ছিল না—কারণ এখানে তাহার অসুবিধা কিছুই ছিল না—বরং স্নবিধা ছিল নানাবিধ । কথাটা তিনি তুলিয়াছিলেন শুধু অন্য কথার ভূমিকস্বরূপ এবং জানিতেন বলিয়া যে সরকার সাহেব কিছুতেই এখন তাহাকে পৃথক্ বাস করিতে দিবেন না। সরকার সাহেব তখন কিসের একটা experiment লইয়া ব্যস্ত ছিলেন। তিনি আবার সে দিকে মনোনিবেশ 8 د --سیص ج9\ করিতে সিংহ সাহেব বলিলেন-আর-একটা কথা জিজ্ঞাস কবৃতে পারি ? সরকার সাহেব কথাট। প্রথমে ভাল শুনিতে পান নাই, জিজ্ঞাসা করিলেন—কি বললে ? সিংহ সাহেব কথাটার পুনরাবৃত্তি করিলেন । সরকার সাহেব হো হো করিম হাসিয়া বলিলেন— ইংল্যাগু, থেকে তুমি ভয়ঙ্কর বেশী polite manners শিপে এসেছ । কি জিজ্ঞাসা করবে কর । —আচ্ছা, যমুনার সঙ্গে কারু কি কোন engagement হয়েছে ? ওর তো বিবাহের বয়স হয়েছে বলতে হবে। —তা বটে। কিন্তু ওর এখন সেদিকে কোনো ইচ্ছে আছে বলে মনে হয় না। ও যেন আরো কিছুদিন এখনও লেখাপড়া ইত্যাদি নিয়ে থাকৃতে চায়। সেরকম কারে সঙ্গে মেশেই না। engagementএর কথা তো ছেড়েই দাও । —But gentleman with that feminine face—sé fùfa কবিতা লেখেন, ন ছবি আঁকেন ? —You mean, with that enviously charming face ? ছেলেটি সত্যি কবি । ইংরেজী সাহিত্যে ওর অসাধারণ অধিকার । বাংলার কথা তো ছেড়েই দাওhe has got a passion for it. CŞinto of efors taste থাকে গুর ছবি দেখতে পার—তাতে তোমার সময় বজে নষ্ট হবে না। তবে আমরা যাকে লেখাপড়া বলি তা হ’ল না, অর্থাং বি-এ এম্-এ, এসব পাশ করতে পারলে না। একবার বি-এ ফেল করেই কলেজ ছেড়ে দিলে । ‘তার পর আর্থিক অবস্থা কি রকম-কবিত্ব করে" চলবে কি না ? অবস্থা তেমন সুবিধার নয় বলতে হবে। তবে তার একটা history আছে । অমুপমের ছোট এক বোন হবার-পর অনুপমের মা হঠাং রুগ্ন হয়ে পড়েন, পূৰ্ব্বের স্বাস্থ্য ও সৌন্দৰ্য্য তিনি আর ফিরে পান না। বাপ এলাহাবাদের খুব বড় উকিল ছিলেন, স্ত্রীর ভগ্নস্বাস্থ্যের দোহাই দিয়ে ফের বিবাহ করেন। অনুপমের মার who is that fellow—I mean the