পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যt } . .বিমানকে দেখিয়া সাগ্রহুে কহিল, “আস্কন আস্কন বিমানবাৰু, বন্ধন এই চেয়ারটাতে।” - সে কথায় মনোযোগ না দিয়া তারামুন্দরীকে অন্তরালে সরিয়া ঘাইতে দেখি ন বিমান উৎস্কক নেত্ৰে স্বরেশ্বরকে প্রশ্ন করিল, “মা ?” 金 সম্মিত মুখে স্বরেশ্বর উত্তর দিল, “ইn, ম৷ ” তখন তারামুন্দরীর দিকে দুই চারি পদ অগ্রসর হইয়া বিনীতস্বরে বিমান কহিল, “কাল থেকে স্বরেশ্বর-বাবুর সঙ্গে আমাদের যে সম্পর্ক হয়েছে, তাতে ত মা আপনার আমাকে দেখে সরে যাবার কথা নয় ।” মুরেশ্বরের প্রতি বিমানের পূর্ব প্রশ্ন শুনিয়াই তার|সুন্দরী দাড়াইয়াছিলেন, এবার তাছাকে ফিরিতে হইল । সলজ-স্মিতমুখে বিমানের প্রতি চাহিয়া স্নিগ্ধস্বরে কহিলেন, “এস বাবা এস।” বিমান অগ্রসর হইয়া তারাসুন্দরীর পদধূলি গ্রহণ করিল। - * তাহার পর সুরেশ্বরের নিকট আসিয়া বিমান প্রশ্নের পর প্রশ্ন জিজ্ঞাসা করিতে লাগিল, রাত্রে কেমন ছিলেন, এখন কেমন আছেন, রক্ত একেবারে বন্ধ হইয়াছে কি না, বেদনা আছে কি না, ইত্যাদি, ইত্যাদি। ংক্ষেপে সকল প্রশ্নের উত্তর দিয়া সুরেশ্বর হাসিয়া কহিল, “দেশ যখন ক্ষত বিক্ষত হয়ে নানা রকম দুঃখ কষ্ট পাচ্ছে বিমান-ৰাবু, তখন একজন নগণ্য দেশবাসীর সামান্য ক্ষত নিয়ে এতটা ব্যস্ত হবেন না।” বিমান হাসিয়া কুহিল, “তাই যদি ঠিক হয়, তা- হ’লে কাল সামান্ত দু-চার জন দেশবাসীকে লাঞ্ছিত হ’তে দেখে আপনি অত ব্যস্ত হয়েছিলেন কেন তা বলুন ?” স্বরেশ্বর কহিল, “বেশী ব্যস্ত ত হইনি ; যতটুকু হওয়া দরকার ততটুকুই হয়েছিলাম। তা ছাড়া দেশবাসীদের জন্ত ব্যস্ত হইনি, অত্যাচারের বিরুদ্ধে ব্যস্ত হয়েছিলাম। যদি দেখতাম কুস্তির আখড়ায় আপনার সঙ্গে সেই গুণ্ডাটার কুস্তি চলেছে আর সে আপনাকে চেপে ধরেছে, তা হ’লে ত কখনই আপনার সাহায্যে যেতাম না।” মাধবী সরঞ্জাম লইয়া ঘা ধুইয়া দিবার জন্য অপেক্ষ করিতেছে বুঝিতে পারিয়া বিমান কহিল, "এ নিয়ে তর্ক রাজপথ AeM MAMAMAeeeeA MAMeeA MMAAA AAAA SAAAA SAS A SAS SSAS SSAS MAMAMA MM MMM MMM MA AMM MAMMMAAMA AMAMAMAMAeMA MMMAMAAASAAAA N93 পরে করলেই চলবে, আগে ঘাট। ধুয়ে নিন।” তাহার পর তাড়াতাড়ি স্বরেশ্বরের নিকট গিয়া বসিয়া কহিল, “আমি ধুয়ে বেঁধে দেবো ?” . - - - স্বরেশ্বর স্মিতমুখে বলিল, “না মাধবীই করে দিচ্ছে।” বিমান কহিল, “আজকের দিনটা অন্ততঃ এক্কজন ডাক্তার দিয়ে করে নিলে ভাল হ’ত।” - মাধবীর দিকে চাহিয়া স্বরেশ্বর হাসিমুখে কহিল, “এরকম ছোটখাট ব্যাপারে মাধবীই আমাদের ভাক্তারী করে। বাবা ডাক্তার ছিলেন; মাধবীই তার কাছ থেকে অনেক বিদ্যে শিখে নিয়েছে।” তাহার পর হাসিয়া কহিল, “শুধু কি আলোপ্যার্থী ?—ও আবার একটি হোমিপ্যাথিক ডাক্তার : কাল রাত্রে দুবার আমাকে ওষুধ খাইয়েছে। কি ওষুধ মাধবী ? পডোফাইলম না ভল্কামারা ? প্ৰ নিজের বিষয়ে এরূপ অবাধ আলোচনায় মাধবীর মুখ সঙ্কোচে আরক্ত হইয়া আসিতেছিল ; মা তন্মধ্যে সহসা সুরেশ্বরকে হোমিওপ্যাথিক শাস্ত্রে এমন গভীর ব্যুৎপত্তি প্রকাশ করিতে দেখিয় সে কৌতুকে অনুচ্চস্বরে হাস্য করিয়া উঠিল । তারাসুন্দরী হাসিতে লাগিলেন । এমন কি সদ্যপরিচিত বিমানবিহারীও না হাসিয়া থাকিতে পারিল না। • . , - তারাসুন্দরী সম্মিতমুখে কহিলেন, "किङ्ग शंरे বল বাপু, মাধবীর হোমিওপ্যাধিক ওষুধে উপকার বেশ পাওয়া যায় ।” " * = সুরেশ্বর সহস্যে কহিল, “তা পাওয়া যায় ; তবে কিনা মাঝে মাঝে সর্দি–নিউমনিয়ায়, আর পেটের অমুখ– কলেরায় দাড়ায় ।” - . " পুনরায় একটা যুক্ত হাস্যধ্বনি উখিত হইল। সুরেশ্বর কহিল, “আচ্ছ বিমান-বাৰু, হোমিওপ্যাথিক ওষুধে আপনার আস্থা আছে ?" $ o বিমানের কিছুমাত্র আস্থা ছিল না ; কিন্তু তাহা বলিলে পাছে মাধবীর প্রতি কোনোপ্রকার রূঢ়ত্ব প্রকাশ পায় এই আশঙ্কায় সে বলিল, “ত সময়ে সময়ে বেশ উপকার পাওয়া যায় বই কি।” ‘. . . স্বরেশ্বর হাসিয়া উঠিয়া কহিল, "দৈব গুধের মত ? হাজারকর একটা ?” § - * -