পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৩৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ΦΦ 8 SSAS SSAS SSAS SS লক্ষধtণ1 জল-প্রপাত মানা গ্রামের নিকট আমরা সরস্বতী নদীর কুল পরিযা অগ্রসর হইলাম। এখানেই সরস্বতী অলকনন্দার সহিত মিলিত হইয়াছে। অলকনন্দার এক অংশ বিষ্ণুগঙ্গা নামে অভিহিত । বদরনাথের চার মাইল দূৰুে বস্তুপর। জল-প্রপাত । এই প্রপাতটি একটি তীর্থ বলিয়৷ পূজিত হয় । বদরিনাথের মন্দির অতি প্রাচীন । এটি একটি বিষ্ণুমন্দির। শঙ্করাচাৰ্য্য ইহার সংস্কার করিয়াছিলেন । মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ হইতে ১০২৮৪ ফুট উচ্চে। প্রতি বৎসর ৫০/৬০ সহস্ৰ তীর্থযাত্রী এই মন্দিরটি প্রদক্ষিণ করেন । বিষ্ণু প্ৰয়াগের নিকট ধাউলি নদীর সহিত বিষ্ণুখঙ্গ। মিলিত হইয়াছে। ক্রমে আমরা কেদারনাথে উপস্থিত হইলাম। কেদারনাথ গ্রামখানি দেখিতে অত্যন্ত সুন্দর । ইহা ১১৭৫৩ ফুট উচ্চে অবস্থিত। এখানেই শঙ্করাচাৰ্য্য ৩২ বৎসর বয়সে দেহত্যাগ কবেন । কেদারনাথের প্রস্তর নিৰ্ম্মিত মন্দিরটি শিবের নামে উৎসর্গ করা হইয়ছে। প্রবাসী—আষাঢ়, లిలe [ ২৩শ ভাগ, ১ম খণ্ড AAAAAASAAAA AAAASAAAA مهمیه گلایی"معیسی میمای بیمات سیاسی অলক্ষনন্দ ও ভাগীরথী দেব প্রয়াগে মিলিত হইয়াছে। এখানে বদরীনাথের পাণ্ডারা বাস করেন। এখানে ভাগীরথীর উপর একটি দড়ির পুল আছে। শুনিলাম এখানে শীঘ্রই একটি ঝুলান পুল নিৰ্ম্মিত হইবে। রুদ্রপ্রয়াগ হইতে আমরা শ্ৰীনগরে আসিলাম। এখান হইতে রেলপথে আমরা লাহোর যাত্রা করিলাম। শ্ৰী শিবরাম কাশুপ ( R ) থোলিঙ্গ মঠ মানস-সরোবর ও কৈলাস দর্শন করিয়া আমরা পশ্চিমদিকে অগ্রসর হইলাম । যে-সকল যাত্রী ভারতবর্ষ হইতে এই তীর্থ দৰ্শন করিতে আসেন তাহার তিব্বতে প্রবেশ করিয়া কেবল কৈলাস ও মানস-সরোবর বদরীনাথের মন্দির দেখিয়া ভারতবর্ষে ফিরিয়া যান। আমাদের কিন্তু পশ্চিম-তিব্বত ভাল করিয়া দেখিবার ইচ্ছ। ছিল, সুতরাং সোজাপথে দক্ষিণ দিকে না গিয়া কৈলাস হইতে নামিয়া আমরা সতলজের তীরে তীরে পশ্চিম দিকে যাওয়া মনস্থ করিলাম । মানস-সরোবরের পাশ্বস্থ রাক্ষসতাল নামক প্রকা ও হ্রদ হইতে বাহির হইয়া সত লজ ( শতদ্রু ) পশ্চিম তিব্বতের ভিতর বহুদূর গিয়া