পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] পরিচালনা করিতেছিলেন—এমন সময় সহসা ভারতগগনে মহামেঘের সঞ্চার হইল। নিদ্রায় অভিভূত মুষ্টিমেয় ভারতবাসী এই মহাঝটিকার বজ্রনিনাদে জাগিয়া উঠিলেন—সঙ্গে বাসীর রাণীও যোগ দিলেন । রাণী লক্ষ্মী বাঈয়ের সহিত ইংরেজ রাজপুরুষেরা যেরূপ গৰ্হিত আচরণ করিয়াছিলেন–র্তাহার যেভাবে তাহার আকুল প্রার্থনাকে অবজ্ঞাকুপে নিক্ষিপ্ত করিয়াছিলেন,—গঙ্গাধর রাওয়ের পবিত্র স্বহৃং-প্রেমের যেরূপ র্তাহার প্রতিদান দিলেন,—তাহা দেখিয় ক্ষোভে, রোষে, অপমানে রাজ্ঞী জর্জরিত হইতেছিলেন। এই সুযোগ পাইয় তাহ। উদ্দীপ্ত হইয়া প্রতিহিংসাবৃত্তি চরিতার্থ করিল। ইংরেজের সহিত বর্ণসীর যে সখ্যস্থচক সন্ধি হইয়াছিল, তাহ “while the sun অক্ষুন্ন থাকিবে বলিয়া তাহার প্রতিজ্ঞ করিয়াছিলেন ; কিন্তু হইল ঠিক তাহার বিপরীত -লর্ড ডালহৌসীর বক্সদণ্ডের আঘাতে বাসী গঙ্গাধর রাওয়ের পত্নীর হস্ত হইতে স্বলিত হইয়। পড়িল । এই অবিচারে ও অবমাননয় তিনি সাতিশয় ব্যথিত হইলেন–র্তাহার হৃদয়গত ব্যথা কেবল নয়ন জ্বলেই ধুইলেন !—কিন্তু যে অবমাননার রেখা বীরজায়া বীরাঙ্গনার হৃদয়ে গাঢ়রপে অঙ্কিত হইয়াছিল—তাহ শুধু জলেই লুপ্ত হইল না। অবসরমত অন্তরের সঞ্চিত গুপ্ত অনল প্রকাশ পাইল-কিন্তু হায়! এই গোয়ালিয়রে আসিয়া তিনি নিজের অনলে নিজেই ভস্মীভূত হইলেন ! বাসীর রাণী বিদ্রোহীদলের সহিত গোয়ালিয়রে পৌছিলেন । সে সময়ে স্থনীতিজ্ঞ শান্তপ্রকৃতি পরিণামদর্শী সার দিনকররাও গোয়ালিয়রের প্রধান মন্ত্রী ছিলেন। র্তাহার মন্ত্রণায় স্তার জিয়াজীরাও যুদ্ধ করিলেন-যুদ্ধে and the moon endureth.” গোয়ালিয়র দুর্গ tఫి(t عیسیته تحصیه میباییهایع বিদ্রোহীদলের জয় হইল। সিন্ধিয়া কোন উপায় স্থির করিতে না পারিয়া মন্ত্রীর মন্ত্রণায় আগ্ৰায় পলায়ন করিলেন । বিদ্রোহীদল “গোয়ালিয়র দুর্গ” দখল করিলেন । প্রথম নিশি “ফুলবাগের” “মতি-মহলে” যাপন করিয়া দ্বিতীয় দিন তাহারা সহরে প্রবেশ করিঞ্জন। আঠার দিন মাত্র ‘গোয়ালিয়র দুর্গ বিদ্রোহীদিগের হাতে ছিল । ইংরেজ সিন্ধিয়াসৈন্য সহ গোয়ালিয়র উদ্ধারের জন্য মোরারে উপস্থিত হইলেন-নিজামপ্রেরিত সেনাদল ও তাহদের সহিত যোগ দিল । এত সৈন্যের সম্মুখে রাণী লক্ষ্মী বাঈয়ের মুষ্টিমেয় সৈন্য ধূলিবং প্রতীয়মান হইতে লাগিল। শেষ সংঘর্ষে ভারতের স্বাধীনতা-রাণী লক্ষ্মী বাঈয়ের জীবন-প্রদীপ নিৰ্ব্বাপিত হইল। স্যার হিউ রোজ দুর্গ আক্রমণ করিলেন। স্তার রোজের ভ্রাত। লেফটেনাণ্ট রোজ গোয়ালিয়র দুর্গ’ তোপে উড়াইবার সঙ্কল্পে গোলন্দাজগণকে উৎসাহ দান করিতেছিলেন, ইত্যবসরে পশ্চাৎ হইতে একটা বন্দুকের গুলি আসিয়া তাহার পৃষ্ঠে লাগিল, তিনি ভূপতিত হইলেন। একদল মাত্র বিদ্রোহী অনেক দিন দুর্গ বঁচোইয়। রাপিল—অবশেষে স্থার রোজ ছলে দুর্গ নিজেদের অধিকারে আনিলেন । মহারাজ জিয়ার্জী রাও ফিরিয়া আসিয়া গোয়ালিয়ররাজাসনে অধিরূঢ় হইলেন–কিন্তু দুর্গ পাইলেন না । বাসী ইংরেজদিগকে দিয়া তাহার পরিবর্তে তিনি দুর্গ লইলেন । র্তাহার মৃত্যুর পর তাহার পুত্র স্তার মাধে রাও সিন্ধিয়া সিংহাসনে অধিষ্ঠিত হইলেন—“গোয়ালিয়র দুর্গ" এখন তাহারই অধীনে । ফণীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়