পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*్క »ሻ બાપા ! - নিজের ভাগ কমে যাবে ই গছ কাটুতে গিয়ে পা কেটে সেও বাড়ী-ফিল্গুলো । এখন পড়ল ভোঁদড়ের পাল । সেও খাবার ও সরবং নিয়ে ৰসে গেল । বামন এসে তার কাছেও খাবার ও সরবৎ চাইলে । ভেঁাদড় বললে, - “দেখ ভাই, আমার কাছে দুজনের মত গাৰার নেই, তবু এস স্থজনে ভাগ করে খাই ।” তার পল্প দুজনে খেতে বসল। খাওয়া শেষ হবার পরে বামন একটা গাছ দেখিয়ে ভোঁদড়কে সেই গাছটা কাটুতে বলে চলে গেল। গাছটা কাটা হ’লে পর ভোদড় দেখলে গাছের নীচেট ক্ষোপ্রা। আর সেইখানে একটা সোনার ইস রয়েছে। তাই দেখে ত তার খুবই আহলাদ । হাসটি নিয়ে সেদিন আর সে বাড়ী ফিরলে না। রাস্তায় একটা সরাইএ রইল ।. সরাইওয়ালার ছিল তিনটি মেয়ে । সোনার হাস দেখে তার খুব আশ্চৰ্য্য হয়ে গেল। ষ্টাসের একটা পালক নিতে তাদের খুব ইচ্ছে হ’ল । ভোঁদড় যখন ঘুমিয়ে পড়েছে, তখন সরাই ওয়ালার বড় মেয়ে একটা পালক নেবার জন্তে হাসের গায়ে হাত দিলে, কিন্তু আর তার হাত ছাড়িয়ে নিতে পারলে না । তার পর এল মেজ মেয়ে । সে এসে যেই তার বড় বোনের গায়ে হাত দিলে, সেও তার বোনের সঙ্গে লেগে রইল । তার পর এল ছোট মেয়ে | তার বোনের তাদের গায়ে হাত দিতে বারণ করলে । ছোট বোন ভাবল তার বোনেরা নিশ্চয়ই কিছু পেয়েছে, তাকে দেবে না বলে তাদের ছুতে বারণ করছে । আর যেই সে তাদেরকে ছুয়েছে সেও তাদের সঙ্গে লেগে রইল। এদিকে খুব শীত, বেচারাদেরকে ঠাণ্ডাতেই রাত কাটাতে হ’ল । , পরদিন সকালে ভোঁদড় হাসটি নিয়ে বেরোল। তার পিছনে তিনটে মাহুষ যে লেগে রয়েছে সেদিকে তার হুস নেই। সে নিজের মনে চলতে লাগল। একটা মাঠের মাঝ দিয়ে সে যাচ্ছে. এমন সময় এক বামুনের সঙ্গে দেখা হ'ল। মেয়ে তিনটেকে সে বললে—“তোমাদের কি লোকটার পেছু ধরে ধরে যেতে লজ্জা করে না ?” এই বলে সে যেই তাদেরকে ছাড়াতে যাবে আমনি সেও গেল তাদের সঙ্গে লেগে । তার কিছু দূর যেতে না যেতেই বামুনের চাকরের সঙ্গে দেখা । চাকব তার প্রভুকে আমনি ছেলেদের পাত্তান্টি-গরু গাড়ীর গান AAAAAA AAAAS AAAAA AAAA AeM eAMM MeeMM MAeSM MSMMS SMM MAAA SAAAA M M AAAA AAAA SAAAAA AeeeS eS eS eS MAMM AM MAAA AAAA করে যেতে দেখে বললে, “আপনি.কোথায় চলেছেন ?” এই বলে লে যেই তার প্রভুকে ধরেছে, সেও গেল তাদের সঙ্গে লেগে . .س} . . .এই সময় ভোঁদড়ের মনে হ’ল সে একবার দেশ-ভ্রমণে বেরোবে। ভোঁদড় নিজের ছাসটি নিয়েই বেরোল। অনেক দেশ ঘুৰ্বল। বামুন, মেয়ে তিনটি আর বামুনের চাকরকে ভোদড়ের পেছু পেছুই যেতে হ’ল। কারণ, ' তাদের হাত আর হাসের গা থেকে ছাড়ল না।, শেষে ভোঁদড় এক রাজ্যে এসে শুনলে, সেই দেশের রাজকন্য। হাসে না। আর রাজার সে একই মেয়ে, রাজার আর ছেলেমেয়ে ছিল না। তাই রাজা পণ করেছেন, যে রাজকন্যাকে হাসাতে . পারবে, রাজকন্যা তাকেই বিয়ে করবে। এই শুনে ভোদড় রাজবাড়ীতে গেল। রাজকন্ত এল । অনেক লোক জড়ো হ’ল । তখন ভোঁদড় । তার সেই মানুষের লেজটি নিয়ে হাজির হল । তাই দেখে সবাই ত হেসে খুন, রাজকন্যারও খুৰ হাসি। তার পর খুব ধুমধামে ভোঁদড়ের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। রাজা যখন মরে গেলেন, ভোদড় তখন রাজ হয়ে স্থপে রাজ্য করতে লাগল । প্রতিভা গরুর গাড়ীর গান ঐ চলেছে গরুর গাড়ী মাঠের পাশে, কাঠের চাকার র্ক্যাচোর ক্টোচোর শব্দ আসে । গাড়োয়ানট। পাগড়ী-মাথে পড়ছে চুলে, আপন মনে চলছে গরু লেজুড় তুলে । প্রকাগু মাঠ রোদের তাপে তপ্ত ঝামা, মাথার উপর আগুন ঢালেন স্বয মাম৷ ধারে কাছে কোথাও নাহি একটু ছাওয়া, শল্শনিয়ে ছুঢ়ছে বেগে গরম হাওয়া । একটি-ফুটি পানের জমি মাঠের ধারে, রোদের তেজে করছে খ খ , একেবারে ; স্তন্ধ দুপুর দিক-বিদিকে নাইক সাড়া, এই ছুপুরে রৌদ্রে পুড়ে যাচ্ছে কারা ? গরুর গাড়ীর চাটাই-ছাওয়া ছাউনি তলে নতুন বধ শ্বশুরবাড়ী ঐ যে চলে ।