পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] এই সরোবর ও মন্দির শিখের অতি পবিত্র মনে করেন । দীর্ঘকাল এই জলাশয়টির পঙ্কোদ্ধার হয় নাই। সম্প্রতি লক্ষ লক্ষ শিখ নান স্থান হইতে আসিয়া দল বাধিয়া ইহার পঙ্কোদ্ধার করিয়াছেন। সে এক অপূৰ্ব্ব দৃপ্ত। শিপের ইহাকে পুণ্যকৰ্ম্ম মনে করেন। পাটিয়ালার মহারাজ। স্বহস্তে কোদাল দিয়া ঝুড়িতে মুটা তুলিয়া মাথার উপর ঝুড়ি রাগিয়া পঙ্কোদ্ধার-কার্য্যে প্রবুদ্ধ হন । এষ্ট পঙ্কোদ্ধার কার্য্যের নাম “কর-সেবা” । বঙ্গে গ্রীষ্মকালে প্রতিধংসবই ভীষণ জলকষ্ট হয় । যে-সকল পুষ্করিণী অতীত কালে খনিত হষ্টমূছিল, মধ্যে মধ্যে যদি তাঙ্গার পঙ্কোদ্ধার হইত, তাহ হইলে এই কষ্টের অনেক লাঘব হইত। কিন্তু যাহারা পুণ্যকৰ্ম্ম ভাবিয়া পুষ্করিণী প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহীদের ংশধরগণ অনেকে পঙ্কোদ্ধার করায় কোন পুণ্য আছে মনে করেন নাই। অনেকে দারিদ্র্যবশত: অক্ষম হইয়৷ পড়িয়াছেন । কোন কোন স্থলে পুকুরগুলি বিক্রয়ক্ষত্রে অন্যলোকের হাতে ও গিয় পড়িয়ছে । পুকুর-প্রতিষ্ঠ। যেমন সত্য সত্যই পুণ্যকৰ্ম্ম,“করসেবা”. কেও তেমনি পুণ্যকৰ্ম্ম বলিয়। গ্রহণ করিয় ভfহ। বাংল। দেশে চালাইতে পারিলে উপকার হয় । আগামী শীতকাল পর্য্যন্ত যেন একথ। আমাদের মনে থাকে । “কাসিমুদ্দীনের মার্ক ও নব-পিকুইকৃ” বিল ষ্টাম্প স নামক একজন প্রায় নিরক্ষর লোক একটা পাথরে -H. I} ] [, × 'ፐ U \| 1" ド II I S. M. .\ R K এইরূপ কয়েকট। অক্ষর খুদিয়। রাখিয়াছিল। আসলে ci faifgzi “Bill Stumps His Mark” srfts, “বিল ষ্টাম্প সের মার্ক", অশিক্ষিত বলিয়া নিজের নামের একটা এল অক্ষর খুদে নাই। ইংরেজ ঔপন্যাসিক ডিকেন্সের পিকুইক পেপাসে বর্ণিত আছে, যে, এই বিবিধ প্রসঙ্গ—শহরে কুণ্ঠ-চিকিৎসার গৃহ AMAMAMAMAMMAMA AMA AMAMAMAA ASASASA AAA AAAAMAMAA AMAMMA AMAMMS MeMMS MA MMM AAAA AAAA AAMS MS MS ¢ፃ« কল্পিত বিলু ষ্টাম্প সের কল্পিত কীৰ্ত্তি উপন্যাসের নায়ক মিষ্টার পিকুইকের দৃষ্টিপথে পতিত হওয়ায়, তিনি কি প্রকার গভীর ও গম্ভীর গবেষণা করিয়াছিলেন, এবং তাহার উপর ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে ৯৬ পৃষ্ঠার এক পুস্তিকা লিখিয় খোদিত অক্ষরগুলির ২৭ রকম পাঠ উদ্ধার করিয়াছিলেন, ও তাহার বলে ১৭টা দেশী ও বিদেশী তুতাত্বিক সভার সভ্য হষ্টয়াছিলেন । ব্লটন নামক একজন বেরসিক লোক সব কথাটা ফাস করিয়া দেওয়ায়, পরে কি ঘটিল, তাহাও ঐ উপন্যাসের একাদশ অধ্যায়ে বর্ণিত আছে। ডিকেন্স, যাহা কল্পনা করিয়াছিলেন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বাস্তবিক সেইরূপ একটি কাগু ঘটিয়াছে । তাহার বৃত্তান্ত “কাসিমুদ্দীনের মার্ক ও নব পিকুইকু” শীর্ষক প্রবন্ধে দৃষ্ট হইবে । তাঁহাতে অধ্যাপক দেবদত্ত ভণ্ডারকর পিকুইকের ভূমিকা গ্রহণ করিয়াছিলেন । ইনি গত মহাযুদ্ধের সময় একজন জামান প্রত্নতাত্বিকের আবিক্রিয় নিজের বলিয়। চালাইবার চেষ্টা করেন, এবং তাহা মডান রিভিউ ও প্রবাসীতে পূরিয়| দেওয়া হয়। শহরে কুষ্ঠ-চিকিৎসার গৃহ চলমূগরার তৈল কুণ্ঠ চিকিৎসার জন্য আমাদের দেশে বহুকাল হইতে ব্যবহৃত হইয়। আসিতেছে। কিন্তু তাহ। এ পর্য্যন্ত বাহিরে ক্ষতস্থানে লাগান হইত। এক্ষণে ঐ তৈলের সারপদার্থ শিরার মধ্যে প্রবেশ করাইয়া দিবার প্রণালী প্রবর্তিত হওয়ায় বেশ ফল পাওয়া গাইতেছে । এই প্রকারে কৃষ্ঠরোগীদের চিকিৎসা করিবার জন্য কলিকাতায় কোলুটোল ষ্ট্রীটে একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করিবার কথা হইয়াছে। এরূপ প্রতিষ্ঠানের খুব প্রয়োজন আছে। কিন্তু তাহা জনাকীর্ণ শহরের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া কোনক্রমেই উচিত নহে। কারণ, কুষ্ঠ অতি ভীষণ সংক্রামক ব্যাধি। প্রতিষ্ঠানটি শহরের বাহিরে স্থাপিত হওয়া উচিত। উহা শহরে স্থাপন করিবার বিরুদ্ধে কলিকাতাবাসীদের একটি সভা হইয়া গিয়াছে। স্যার নীলরতন সরকারের