পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ) । বিভাগ, জাতীয় শক্তিসমৃদ্ধি-বৰ্দ্ধনের নিমিত্ত একান্তপ্রয়োজনীয় । বেথুন কলেজের ছাত্রীনিবাস ২ বঙ্গীয় ব্যবস্থাপক সডার গত অধিবেশনে একটি अप्प्रब ७खरब भिकाजी खानाहेबाइन, ८५, डिनि জানেন, যে, বেথুন কলেজে ছাত্রীদের বাসের যথেষ্ট স্থান নাই। তিনি বলিয়াছেন, ছাত্রীনিবাস নিৰ্ম্মাণের জন্য ১৯১৪-১৫ সালে ১,৭৩,০ - ০ টাকা দিয়া জমী কেনা হয়, কিন্তু তদবধি গৃহনিৰ্ম্মাণের জন্য টাকা জোটে নাই ; গবর্ণমেণ্ট সাহায্য দিয়া ভাড়াটিয়া বাড়ীতে একটি ছাত্রীনিবাস খোলাইবার বিষয় বিবেচমা করিতেছেন । গবর্ণমেণ্টের টাকা থাকা-না-থাকাটা একটা বাজে কথা। সৈনিক বিভাগেব জন্য ভারত-গবর্ণমেণ্ট, কোটি কোটি টাকা ধার করেন। পাচ বংসরে দেড় শত কোটি টাকা রেলওয়ের জন্য খরচ করিবার নিমিত্ত গবৰ্ণমেণ্ট, ধার করিয়াছেন । বলিবেন, এ ত ভারত-গবর্ণমেণ্ট, বাংলা-গবর্ণমেণ্ট, নয়। কিন্তু এই ভারত-গবর্ণমেণ্ট ই বাংলা দেশে ছেলে ছাত্রদের বাসগৃহ নিম্মাণের জন্য অনেক লক্ষ টাকা দিয়াছেন ; ছাত্রীদের জন্য বঙ্গের একমাত্র সরকারী কলেজের ছাত্রীনিবাসের নিমিত্ত কেন দেন মাই ? বাংলা-গহর্ণমেণ্ট ঢাকা-বিশ্ববিদ্যালয় ও কলিকাতা-বিশ্ববিদ্যালয়কে লক্ষ লক্ষ টাকা দেন, যাহা কেবল বা প্রধানতঃ ছেলেদের কাজে লাগে । মেয়েদের জন্য কেম কিছু দিতে পারেন না ? কোন রাজনৈতিক মখলব থাকিলে, জবরদস্ত, লোকে ঝগড় কিম্বা রাজনৈতিক চাপ পড়িলে গবৰ্ণমেণ্ট ছাত্রীনিবাসের জন্য ও টাকা দিতেন ; তাহ না ঘটায়, দেন নই। শিক্ষার জন্য দানও যে রাজনৈতিক কারণে হয়, তাহার একটা দৃষ্টান্ত দিতেছি। ভারতের আদিমনিবাসী কোল ভীল সাওতাল প্রভৃতির ও “অস্পৃগু” জাতিরা শিক্ষায় মুসলমানদের চেয়ে অনেক পশ্চাতে পড়িয়া আছে। কিন্তু রাজনৈতিক কারণে মুসলমানদের শিক্ষার জন্ত যে যে বিশেষ চেষ্টা ও ব্যবস্থা হইয়াছে, আদিমনিবাসী ও “অস্পৃশ্ব’দের জন্য ডাহা হয় নাই । করিলে,

বিবিধ প্রসঙ্গ—চর মনাইরে অত্যাচারের অভিযোগ

తూల^^** বিবেচনা 6१* নারীরা নিজে কিম্বা তাহাদের জন্ত অন্যেরা গবর্ণমেণ্ট কে হয়রান পরেশন করিতে পারি’ল অচিরে ছাত্রীনিবাস নিৰ্ম্মিত হয় । - চর মনাইরে অত্যাচারের অভিযোগ ফরিদপুর জেলার চর মনাইরে পুলিস খুব অত্যাচার করিয়াছে—মাহুষ মারিয়াছে, স্ত্রীলোকদের উপর পৈশাচিক অত্যাচার করিয়াছে,—এই অভিযোগের বিস্তারিত বৃত্তান্ত অনেক কাগজে বাহির হইয়াছিল। গবর্ণমেণ্ট অনেক বিলম্বে জ্ঞাপনী ( communique ) স্বারা জানাইয়াছেন, যে, ম্যাজিষ্ট্রেটের তদন্তে অভিযোগ সৰ্ব্বৈব মিথ্যা বলিয়। স্থির হইয়াছে । তাহাতে ইহা ও লেখা আছে, যে, যে-সব কাগজে বিস্তারিত বৃত্তাস্ত বাহির হইয়াছিল, তাহীদের কাহারো কাহারো বিরুদ্ধে মোকদুম করা হইবে কি না, গবর্ণমেণ্ট, তাহ করিতেছেন । অর্থাৎ কিনা, অতঃপর এ বিষয়ে যে কাগজ ওয়ালা আরও কিছু খবর বাহির করিবে, সে আদালতে অভিযুক্ত হইতে পারে। র্যাহারা স্বয়ং ঘটনাস্থলে গিয়া দেখিয়। শুনিয়া অত্যাচার নিশ্চয় হইয়াছিল বলিয়া বিশ্বাস করিয়াছেন, তাহাদের এই ধমকে নিরস্ত হওয়া উচিত নয় । ব্যবস্থাপক সভায় এই বিষয়টি উত্থাপিত হইয়াছিল ; কিন্তু কোন সভ্য প্রত্যক্ষদর্শী ও প্রত্যক্ষশ্রোতা না হওয়ায়, তাহীদের বক্তৃতায় তেমন জোর হয় নাই । তাহদের কেহ কেহ ঘটনাস্থলে গেলে ভাল হইত। প্রাদেশিক কংগ্রেসূ কমিটির পক্ষ হইতে অনুসন্ধাম, হইতেছে শুনিয়াছি । অনুসন্ধাতার প্রমাণ পাইলে যেন তাহা প্রকাশ করেন । অতীতকালে কোন কোন অত্যাচার সম্বন্ধে তদন্ত করিবার নিমিত্ত কমিটি নিযুক্ত হইয়াছিল ; র্তাহার সাক্ষ্যও লইয়াছিলেন, কিন্তু কোন রিপোর্ট প্রকাশ করেন নাই । এবার যেন তাহা না হয় । দেশের লোকে গবর্ণমেণ্টের জ্ঞাপনীতে আস্থা স্থাপন করিতেছে না। সরকারী-বেসরকারী কমিটির দ্বারা প্রকাশ্ব অনুসন্ধান হইলে তাহার রিপোর্ট কতকটা