পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যt }; যেমন আপেল, পাঁচ, বেদান ইত্যাদি। হকার সাহেব দেখাইয়াছেন ষে বিলাতে ১৩৪টি ফলের মধ্যে ৬৮টি লাল, ৪৫টি কাল, ১৪টি হলুদে ও ৭টি সাদা ফল হয়। জামাদের মত গরম" দেশে কিন্তু এরূপ নহে। এখানকার প্রখর রৌদ্রে কাচ ফলের সবুজ রং পাকিলে হলুদে হয়। অবশু এদেশেও লাল ফল—লিচু কুল কামরাঙ্ক তেলাকুচা প্রভৃতি, কাল ফল-জাম, তাল, ফলশ ইত্যাদি, স্বাদ ফল—জামরুল ফুটিও প্রচুর জন্মে ; তবুও হলুদের তুলনায় অনেক কম। ས་ SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A S A S A S A S A S A S A SAS SSAS SSAS A SAS SSAS জাৰার দেখিতে সুন্দর হইলে সকল ফল স্বস্বাদু হয় না; ८१भन भकॉल झल । - - কোন কোন ফল দেখিতে স্বাক্ষর কিন্তু ভয়ানক বিষাক্ত। কোন পণ্ডিত বলেন যে লাল ফল দেখিয়া জীব এই ফল খায় ও থাইয়া মরিয়া যায়। ফলবীজ সেই জীবের পাকস্থলীতে থাকে ও তথায় অঙ্কুরিত হয়। ঐ জীবের মৃতশরীর এই গাছের সারের কাজ করে ! - चै। यीtब्रटाङ्गक बन्नु বাগদাদ আরব্য উপন্যাসের বিচিত্রকুহকময় গল্পরাজির কৃপায় বাগদাদ নামটি পৃথিবীর শিক্ষিত সম্প্রদায়ের অধিকাংশেরই পরিচিত । খলিফা হারুণ-অল-রসিদের রাজধানী “Baghat's shrines of fretted gold, High-walled gardens green and old,” অনেকেই বাল্যস্বপ্নে কল্পনার চক্ষে দেখিয়াছেন। কিন্তু “সে রামও নাই, সে অযোধ্যাও নাই।" বাগদাদ নাম আছে, কিন্তু তাহার সে ঐশ্বৰ্য্য নাই—একেবারে নিশ্চিহ্ন হইয়াছে। তবুও রাজনৈতিক হিসাবে বাগদাদ এসিয়ার, বিশেষত: পশ্চিম এসিয়ার—যাহাকে ইউরোপীয়ের Near East বলেন—একটি অতি প্রধান সহর। বাগদাদ তাহার কদাকার ও জরাজীর্ণ বেশ সত্ত্বেও, রাজনৈতিক জগতে বিশেষ একটি স্থান অধিকার করিয়া রহিয়াছে। প্রাচীন গৌরবের ও বর্তমানের strategical fore so জন্য এখনও বাগদাদ সকলের আলোচনার বিষয়। বাগদাদ মেসোপটেমিয়ার রাজধানী এবং এই দেশের মধ্যস্থলে সমুদ্র হইতে নদীপথে ৫৬৩ ৪ সোঞ্জ স্থলপথে ৩৬০ মাইল দূরে অবস্থিত। নদীতীরে অনেকগুলি সুন্দর স্বন্দর বাগান থাকিলেও বাগদাদ হইতে একটু দূরে আসিয়া যে দিকেই দৃষ্টিপাত করা যায়—মরুভূমি ধু ধু করিতেছে ; সমতলভূমি কাটাগুলো ভরা। - বাগদাদ য়ে একটি অতি প্রাচীন নগর, তাঙ্গার কিছু কিছু প্রমাণ পাওয়া গিয়াছে। খ্ৰীঃ পূঃ ২• • • অব্দে এখানে ব্যাবিলনীয় নগর ছিল। নেবুকানেজারের (৬০৫-৫৬২ খ্ৰী: পূ: ) নাম খোদিত কতকগুলি ইটও এখানে ভূগর্ভে পাওয়া গিয়াছে'। ইহুদিদিগের তালমুদেও নাকি বাগদাছ নামক একটি নগরের উল্লেখ দেখিতে পাওয়া ষায় । জনৈক আরব ঐতিহাসিক বলিয়াছেন, খলিফার প্রসিদ্ধ ' নগর স্থাপিত হইবার এক শতাব্দী পূৰ্ব্বে এখানে একটি নগর ছিল ! ৬৩৪ খ্ৰীষ্টাব্দে খলিফা ষ্টবন ওয়ালিদ ঐ নগর আক্রমণ করেন। পারসিক অধিকারের সময়ে বাগদাদ সাম্রট্‌ কেস্রা অচুশিরভানের গ্রীষ্মাবাস ছিল। বাগদাদের আভিধানিক অর্থ নাকি “ক্টায়বিচারের উদ্যান” । পারস্তরাজ বাদশ নওসেরোয় নাকি এখানে - উষ্ঠান-মধ্যে প্রতি সপ্তাহে উৎপীড়িত প্রজাদের সম্বন্ধে বিচার করিতেন এবং তাহা হইতেই এই নগরের বাগদাদ বা ন্যায়বিচারের উদ্যান নাম হইয়াছে । e ৭৬২ খ্ৰীষ্টাব্দে আব্বাসবগীয় দ্বিতীয় খলিফা জাফর অল মনহর তাইগ্রিসের পশ্চিমতীরে ভুবনবিখ্যাত খলিফানগর বাগদাদ স্থাপন করেন। ঐ নগর বৃত্তাকার তিনটি দেওয়ালের দ্বারা পরিবেষ্টিত একটি দুর্গবিশেষ ছিল ও উহাতে চারিটি তোরণ ছিল । প্রথম স্থাপনার সময়ে উহা মাত্র এক মাইল বিস্তৃত ছিল' ক্ষুদ্র হইবুেও সে বাগদাদ শোভায় ও ঐশ্বর্ষ্যে অতুলনীয় ছিল। শীঘ্রই बां★ा मॉन, नशैब्र फेख्द्र ऊँौरब्र, बिछउ- श्हेग्रा भएफ़ uबर বিশাল আকার ধারণ করে । উহার সমৃদ্ধির সময়ে