পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] সম্পন্ন করিয়া অসিকে ওজনে যত লঘু করা যাইবে, অসিধারী ব্যক্তির পক্ষে আসি ততই আনন্দদায়ক হইবে । অসির গতি :– হস্তের বিভিন্নরূপ গতি হইতেই অসি কিম্ব লাঠির বিভিন্নরূপ গতি উৎপন্ন হইয়া থাকে। লাঠি কিম্ব অসির যে-গতি হস্তের কঞ্জির মণিবন্ধ হইতে উৎপন্ন হয়, তাহাকে “গৰ্বদেশ” ( বুন্তগতি ) বলে । গরদেশের আঘাতে কজিকে কেন্দ্র করিয়া লাঠি কিম্ব। অসি চক্রাকাবে ঘূরিয়া আইসে । এইরূপ আঘাতে হস্তের অন্য দুই সন্ধির বিশেষ ক্রিয়া হয় না। লাঠি কিম্ব অসির সে-গতি কনুইএর সন্ধি হইতে উৎপন্ন হয় তাহীকে "জাৰ্ব্ব” (জোর-জবব) বলে ; জাৰ্ব্বের আঘাতের গুরুত্ব সাধারণতঃ জোর ও ভারের উপরেই নিভর করে, গতির উপরে ততটা নয় । লাঠি কিম্ব অসির ঘে-গতি স্কন্ধদেশ হইতে উৎপন্ন হয় তাহাকে “তরাস” ( ক্রাস ) বলে । “তরাসের আঘাতে সাপট ও 5i.il disg Goa on (sweeping stroke) ক্রীড়াকালে, কিঙ্গ আততায়ী-সম্পর্ষে এইরূপ খুব কমই হইয় থাকে যে, শুধু একটি মাত্র সন্ধির ক্রিয়া হয় ও অপর দুইটি সন্ধি নিক্রিয় থাকে ; তবে আঘাতটি প্রধানতঃ হস্তের যে-সন্ধি হইতে উৎপন্ন হয়, তদনুযায়ীই আঘাতটির নাম হইয় থাকে। যেমন মাথার উপর সাপ ট। বাড়ি মারিবার সময় হস্তকে উচ্চে তুলিবার ও নিয়ে নামাইবার নিমিত্ত স্কন্ধদেশের সন্ধির ক্রিয় হইলেও কচুইদেশের সন্ধি হইতেই প্রকৃত প্রস্তাবে আঘাতটি সম্পন্ন হয় বলিয়া উহাকে জালের বাড়িই বলা হয়। শিক্ষার সময় প্রত্যেকটি অধিfত প্রয়োগ করিবার সঙ্গে সঙ্গেই বিশেষ মনোযোগ-সহকারে লক্ষ্য করিয়া, কোনটি গরদেশের, কোনটি জাৰ্ব্বের ও কোনটি তরাসের বাড়ি তাহার নির্ণয়, পৰ্য্যালোচনা ও অনুশীলন করিয়া যাইতে হইবে । এ-বিষয়ে প্রথম হইতে সম্যক্ জ্ঞান ন৷ জন্মিলে, “ছুট" থেলিবার সময় কিম্বা প্রতিপক্ষের সঙ্গে প্রকৃত-শক্তি-পরীক্ষায়, অথব প্রকৃত আততাস্বীপ সঙ্গে ংখবকালে নিঃশঙ্করূপে আত্মরক্ষা ও আক্রমণ করিতে পার। যাইবে না । লাঠিখেলা ও অলিশিক্ষা ७89 যেমন অসির আঘাত তিন প্রকার,—যথা, গরদেশ, জর্ব ও তরাস, সেইরূপ সপের দংশনও তিন প্রকার,—যথা, ছোল, টিপ, ও টান। আবার সপের বিষ-দীতের সঙ্গে শরীরের সংস্পৰ্শ হইলে সাধারণতঃ যে রূপ আর রক্ষা থাকে না, সেইরূপ বিশেষভাবে অসির তীক্ষ ধাবের সঙ্গে শরীরের সংস্পৰ্শ হইলে ও সাধারণতঃ ত্রাণ পাওয়া যায় না। সেইজন্যই সর্পদংশনের সঙ্গে অসির আঘাতের তুলনা হইয়া থাকে । সপের বিষ-দাত অন্যান্য দস্তগুলি অপেক্ষ কিঞ্চিং দীর্ঘ । অধিকাংশ সৰ্পেরই বিষ-দীতের মধ্যভাগের উভয় পাশ্বে দুইটি স্বশ্ন ছিদ্র থাকে , সেই হেতুষ্ট ফণাধারী বিষাক্ত সপগণ আঘাত করিবার কালে মস্তক পাশ্বের দিকে হেলাইয় দেয় ; তাহাতে বিয বিসরন্ধ হইতে নির্গত হইয়। দাত বাহিয়া পড়িতে থাকে। সপের বিষ-দণতের অগ্রভাগের সঙ্গে সংস্পশ হওয়া মাত্রই যদি তাড়াতাড়ি শরীর সরাইয়া লওয়া যায়, তবে শবীরে সামান্য একটি আঁচড় লাগিবে মাত্র, এবং সাধারণতঃ বিযরন্ধ হইতে বিষ গড়াইয়া আসিয়া রক্তের সঙ্গে মিশিতে অবসর পাইবে না। এরূপ আঘাত সাধারণতঃ সাংঘাতিক হয় না। সৰ্পের যে-দংশনে বিষ-দাতটি সম্পূর্ণ শরীরের মধ্যে বিদ্ধ হইয়া যায়, তাহাকে “টিপ্‌” বলে। এই প্রকার দংশনে সাধারণতঃ রক্ষা পা ওয়া যায় না । কারণ, এরূপ দংশনে ক্ষতও অধিক হয় এবং বিষ ও অধিক পরিমাণে শরীরে প্রবিষ্ট হয় । মে-প্রকার দংশনে বিম-দীতের কিয়দংশ মাত্র শরীরে প্রবিষ্ট হয়, কিন্তু বিষবৃন্ধ প্রবিষ্ট হওয়াব পূৰ্ব্বেই কোনরূপে সপের মস্তক কিম্বা শরীর অপসারিত কর। যায়, সে-প্রকার দংশনকে "টান" বলে তাহাতে শরীরে একটি দাগ পড়ে মাত্র ও সামান্য রক্ত বাহির হয় । এই প্রকার দংশনে কোন কোন অবস্থায় মৃতু্য ইষ্টতে অব্যাহ ত পাওয়া সাম, আবার কথন ও কথন ও প

  • যায় না । tr.

সপের যে-দংশন সৰ্ব্বাপেক্ষ কম সাংঘাতিক "ছোল”, তংসদৃশ অসির আঘাত সৰ্ব্বাপেক্ষ। i 321 অর্থাং অধিক