পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] যেন অতি দৃঢ় না হয়; যেন অণ্ডকোষ ও মূত্রনালী দৃঢ়ভাবে অবস্থিত থাকে, অথচ যেন কোনরূপ আবদ্ধত কিম্বা বন্ধনের তীব্রতা অনুভূত না হয়। নিম্নে "একাঙ্গ ঠাটের" একটি চিত্র দেওয়া গেল । - r একাঙ্গের ঠ{8 এইরূপ দাড়াইতে প্রথমতঃ একটু কষ্ট বোপ হুইবে হইবে যেন, ক2 অঙ্গভব বটে, কিন্তু অভ্যাসের দ্বার। এরূপ কবিতে সমস্ত দিন এইভাবে দাড়াইয়। থাকিলে ও না হয় । -- “শরীবেব নাম মহাশয়, ম। সহাবে তাই সৰ্ম্ম ।” বিশেষ দ্রষ্টব্য – যেমন সব বাড়ী দালান প্রভৃত্তির ভিত্তি দৃঢ় নী হইলে তাহ দীর্ঘস্থায়ী হয় না, সেইরূপ দাড়াইবার পদ্ধতি দৃঢ় ও শুদ্ধ ন হইলে অধিক সময় প্রতিপক্ষের সঙ্গে প্রতিযোগিতা করা যায় না। সেই হেতু প্রথম হইতেই দাড়াইবার পদ্ধতির প্রতি বিশেষ দৃষ্টি রাগ নিতান্তই দরকার। লাঠিখেলা ও অসিশিক্ষা Ø8ግ দাড়াইবার পদ্ধতি সাধারণতঃ পাচ প্রকার, যথা— একাঙ্গ, দোয়াঙ্গ, পাশ্বরী, রাউট ও গোমুখ। এতংসম্পর্কে একটি চিত্র দেওয়া গেল। “একাঙ্গ ভাGে” দক্ষিণ পদের অল্পষ্ঠ ও বাম পদের গোড়ালীর দূরত্ব পিছন দিকে লম্বভাবে প্রায় দুই হস্ত, এবং পাশ্বের দিকে লঙ্গ ভাবে চারি অঙ্গুলী হইবে । এক হস্তে অসি কিম্ব লাঠি ও অপর হস্ত নিক্রিয় থাকিলে “একাঙ্গ ঠাট” প্রশস্ত । “দোক্রীক্ষ ভাৈেভ** দক্ষিণ পদের অঙ্গুষ্ঠ ও বামপদেব গোড়ালীর দূরত্ব পিছন দিকে লম্বভাবে এক হস্ত বিশ অঙ্গুলীর এবং পাশ্বের দিকে লম্বভাবে অন্ধহস্ত হইবে । এক হস্তে আসি কিম্ব লাঠি এবং অপর হস্তে শুঙ্গ লষ্টয় ক্রীড়। কালে “দোয়াঙ্গ, ঠাটু” প্রশস্ত । “পািখ রী ভাৈেভ" উভয় পদের অঙ্গুষ্ঠদ্ধয়ের দূরত্ব পিছন দিকে লম্ব ভাবে সাধারণতঃ এক ষ্ট স্ত, এবং পাশ্বের দিকে এক হস্ত চারি অঙ্গুলী হইয় থাকে। পাশ্বরী ঠাটে বাম পদ অঙ্গুলীর উপরে ভব করিয়৷ থাকে এবং প্রযোজনমত বাম পদ স্থান পরিবর্তনও করিয়৷ থাকে, সময সময় পিছন দিক দিয়া দক্ষিণ পদেরও দক্ষিণে চলিযা शृiश्च । উভয় হস্তে লাঠি কিম্ব আসি লইয়া ক্রীড়াকালে “পাশ্বরী ঠাটু’ই প্রশস্ত । “রাউট ভাটে” উভয় পদের অঙ্গুষ্ঠ দ্বয়ের দূরত্ব পিছন দিকে লম্বভাবে অৰ্দ্ধ হস্ত হইয়া থাকে এবং পfশ্বের দিকে এক হস্ত দশ অঙ্গুলী হইয়া থাকে। “বাউট ঠাটে” বাম পদের স্থান নির্দেশ অবস্থানুসারে পিছন দিকে ও দক্ষিণ পদের স্থান নির্দেশ সম্মুথের দিকে পরিবর্তিত হইয় থাকে। ঘুরিয়৷ ফিরিয়৷ ক্রীড়ায় রত হইতে গুইলে, “রাউট ঠাট্"ই প্রশস্ত । “গোমুখ ভাৈেভ” উভয় পদের অঙ্গুষ্ঠস্বয় সংযোগ •করিলে যে সরলরেখা হইবে, তাহা নিজ বক্ষস্থলের সমহুত্রের সমান্তরাল হইবে এবং অঙ্গুষ্ঠস্বয়ের দূরত্ব দেড় হস্ত দুই অঙ্গুলী হইবে। বন্ধু আততায়ীর মধ্যে পতিত হইলে, এবং চতুর্দিকে