পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] কবি-জুবিলি কবীন্দ্র রবীন্দ্রনাথ মিছিল প্রথম মুরং—স্বৰ্গদূত উৰ্ব্বশী মোরে দিয়েছে পাঠায়ে স্বৰ্গ-ভূবন হতে, " কবিরে পরাতে মন্দার-মাল এসেছি মরাল-রথে ! জননী, জায়, কি-কন্যার মত ভকতি কি স্নেহ, প্রেমদেয় নি সে ; দেছে স্মৃতির নিকষে চির-উজ্জল হেম ! & So জীবন-ভোরের সঞ্চয় সে যে, সে যে গো দিব্য দান, ক্ষয় অপচয় হয় না তাহার হয় না কথনে স্নান । অমরার সার মন্দার-হার পর এ মর্ত্যে বসি’ মর্ত্যের কবি ! এ মাল৷ তোমারে পাঠায়েছে উৰ্ব্বশী ॥ দ্বিতীয় মুরৎ—প্রকৃতি বরষার বেণী এলাইয় দাও, শীতেরে কাদাও ফুলের ঘায়ে ; ভাসা ও গো সাদা মেঘের ভেলাটি শরতের সাথে গগন-গায়ে ! ফাল্গুনী ফুলে নামহারা কোন নায়িকার নাম দেখ গে। লেখা, অতীতের পুরে পশি হের কার আঁচলে হংস-মিথুন আঁকা , পুষ্পের সাথে পুলকিয়া ওঠ, ঝঞ্চার সাথে দা ও গে। দোলা , কিবা সে অতীত কিব| অনাগত তব তরে সব দুয়ার গোলা ! দীপ্ত-লোচন লুপ্ত-বচন তাপস গ্রীষ্ম ভীষণ-ছবি, তাহারেও কথা কহা ও গে। তুমি, ভাষা দাও তুমি তারেও, কবি ! অনাগত তার অতীতের মাঝে বাধিয়া তুলিছ মানসী সেতু, অচেত চেতনে মিলায়ে যতনে, উড়ায়ে দা ৪ হে বিজয়-কেতু ।