পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] AMSAMMAMM AeeS MAM AAAA AAAA AAAAS AAAA S AAAASSSS S S জন্মভূমি ; কিন্তু সভা কোন পড়া ন পাওয়ার বাংলাদেশে অকৃতকাৰ্য্য হইয়াছেন । এহেন বাংলা দেশে যদি কোন বৎসর একটি বিধবা, বিবাহও হয়, তাহাও উল্লেখযোগ্য এই কারণে, যে, তাহাতে প্রমাণ হয়, বাংলা দেশের মৃত্যু এখনও হয় নাই । সেইজন্য ইহা শুভসংবাদ, যে, মেদিনীপুরে একটি বিধবাবিবাহ-সমিতি স্থাপিত হইয়াছে, এবং এই সমিতি সম্প্রতি একটি সদগোপজাতীয় হিন্দু বালবিধবার বিবাহ দিয়াছেন । গত ৭ই শ্রাবণ তারিখে মেদিনীপুর শহরে বিশুদ্ধ হিন্দু মতে বিবাহ-কাৰ্য্য সম্পন্ন হইয়াছে। বিবাহ-সময়ে ব্রাহ্মণ কায়স্থ সদৃগোপ ইত্যাদি জাতির অনূ্যন দুইশত ভদ্রলোক উপস্থিত ছিলেন। বিবাহান্তে সকলে আহারাদি করিয়াছিলেন । কন্যা ব পিতার নাম শ্ৰীযুক্ত চন্দ্রমোহন মণ্ডল । তিনি মোক্তারী করেন । কন্যার ভ্রাতার নাম শ্ৰীযুক্ত সত্যেশ্বর মণ্ডল, বি এ, বি টি। তিনি ঘাটাল হাই স্কুলের সহকারী হেডমাষ্টার । বরের নাম শ্রযুক্ত অঘোরচন্দ্র মল্লিক, সাকিম সাকোটি । এই বিধবাবিবাহ-সমিতির সম্পাদক শ্ৰীযুক্ত ভাগবতচন্দ্র দাস, বি-এল, এই সংবাদ দিয়াছেন । সমিতির শুভ চেষ্টা সফল হইলে এবং উইগর মত আরও সমিতি বাংলা দেশের সর্বত্র স্থাপিত হইলে সমাজের কল্যাণ হুইবে । লাহোবে র বিধবাবিবাহ-সহায়ক সভা ১৯ :৪-১৫ সালে স্থাপিত হয় । সে বৎসর ১২টি বিধবার বিবাহ হয় । তাহার পরবত্তী সাত বৎসরে ক্রমাম্বয়ে ১৩, ৩১, ৪০, ৯০, ২২০, ৩.৭, ও ৪৫৩টি বিধবার বিবাহ হইয়াছে ;–মোট ইহার মধ্যে জাতিতে ব্রাহ্মণ ২১৪, ক্ষত্রিয় ২৭৯, অরোরা ২৭৫, আগরওয়াল,১৬৫, কায়স্থ ৫৩, রাজপুত ৪৮, শিখ ৩৬, বিবিধ ১০৬ ৷ বর্তমানে লাহোরের বিধবা-বিবাহ-সহায়ক সভা মাসিক এক হাজার টাকা সাহায্য পাইয়া থাকেন। রায়বাহাদুর স্যার গঙ্গারাম, সি আই ই, এই টাকা দেন। তিনি এপর্য্যন্ত বিধবাবিবাহের জন্য ৪২৬০০ টাকা দিয়াছেল । তা ছাড়া তিনি কিছুদিন পূর্বে একটি নিয়মিত ট্রষ্ট, ফণ্ড স্থাপনার্থ দশ লক্ষ টাকার সম্পত্তি দান করিয়াছেন । ইহার বার্ষিক আয় আল্পমানিক ৬০,• • • ১১৭৬ ৷ বিবিধ প্রসঙ্গ—সংস্কৃত কলেজের কথা, १०5 টাকা হইবে, এবং নু্যন কল্পে তাহার চতুর্থাংশ বিধবাবিবাহের জন্য নির্দিষ্ট থাকিবে। স্যার গঙ্গারাম ভারতবর্ষের সর্বাপেক্ষা বিখ্যাত বা ধনী ব্যক্তি নহেন ; কিন্তু তিনি অতি মহৎ কাজ করিতেছেন । স্ত্রীশিক্ষার জন্য দান শ্ৰীশ্ৰীসারদেশ্বরী আশ্রম ও হিন্দুবালিক-বিদ্যালয়ের স্থায়ী গৃহ নিৰ্ম্মাণ-কল্পে আসামের গৌরীপুরের রাজা বাহাদুর শ্ৰীযুক্ত প্রভাতচন্দ্র বড়ুয়া ও র্তাহার সহধৰ্ম্মিণী আশ্রমের একতলা নিৰ্ম্মাণের সমগ্র ভার গ্রহণ করিয়াছেন, এবং কার্ষারম্ভের জন্য আপাততঃ দশ হাজার টাকা দিয়াছেন । সংস্কৃত কলেজের কথা বাংলাদেশে উচ্চ শিক্ষা সম্বন্ধে অনেক বিষয়ের আলোচনা এমনভাবে সৰ্ব্বসাধারণের নিকট উপস্থিত হয়, যেন উহা কেবল গবৰ্ণমেণ্ট ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ঝগড়ার বিষয়, যেন সাধারণের হিতাহিতের সহিত কিম্বা ব্যক্তিবিশেষের প্রতি দ্যায়বিচারের সহিত উহার কোন সম্পর্ক নাই । আলোচনা এইভাবে হওয়ার ফল এই হয়, মে, লোকের মন সচরাচর গবর্ণ মেণ্টের প্রতি বিরুদ্ধভাবাপন্ন থাকায় লোকে সকল সময়ে ন্যায়সঙ্গত সিদ্ধাস্তে উপনীত হইতে পারে না । ংস্কৃত কলেজের অধ্যাপক-সংখ্য গবর্ণমেণ্ট কমাইয়৷ দিবার আদেশ দেওয়ায় বিশ্ববিদ্যালয় উহার অধ্যক্ষকে, ঐ কলেজের বিশ্ববিদ্যালয়ের সহিত সম্পর্ক কেন লুপ্ত হইবে না, তাহার কারণ দেখাইতে বলিয়াছেন । শেষ পৰ্য্যস্ত ব্যাপারটি কোথায় দাড়ায়, দেখা যাক। আমাদের মনে হয়, গবর্ণমেণ্ট সংস্কৃত কলেজের ব্যয় সংক্ষেপ করিবার জন্য উহার অধ্যাপক-সংখ্যা কমাইয়া না দিয়া, অপেক্ষাকৃত কম বেতনের লোকদিগকে উহাতে রাখিয়া বেশী বেতনের লোকদিগকে শিক্ষণবিভাগের অন্যত্র চালান করিয়া দিলে, বিশ্ববিদ্যালয়ের আপত্তি খণ্ডিত হইতে १८द्म । গবর্ণমেণ্ট যাহা করিতেছেন, তাহাতে অনেকগুলি