পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৭৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্য। ] छछ७ कथम कथन नूङन कांश्रृंख वांश्ब्रि कब्र मद्भकाब क्ष्म्न ! . পুরাতন রাষ্ট্রনৈতিক দল কিম্বা কোন নবগঠিত রাষ্ট্রনৈতিক দল নিজেদের মত ; চার এবং মত ও দলকে প্রবল করিবার জন্যও কখন কখন নূতন কাগজ বাহির করা আবখ্যক মনে করেন । খবরের কাগজ ও মাসিক পত্র পরিচালন একটি ব্যবসাও বটে। ইউরোপ ও আমেরিকায় অনেকে এই ব্যবসা করিয়া লক্ষপতি ক্রোড়পতি হইয়াছেন । আমাদের দেশে দেশী কোন লোক এই ব্যবসা করিয়া অত টাকা লাভ ও সঞ্চয় করিতে না পারিলেও, কেহ কেহ যে ধনশালী হইয়াছেন, তাহাতে সন্দেহ নাই । কোন প্রকার দুনীতি, ব্যসন, অপকৃষ্ট রুচি, প্রভৃতির সহায়ত না করিয়া, বা তাহাকে প্রশ্রয় না দিয়া, এই ৰ্যবসার দ্বারা যদি কেহ অর্থশালী হইতে পারেন, তাহা হইলে তাহা কখনই দোষের বিষয় নহে । - প্রধানতঃ যে-যুে কারণে নূতন নূতন কাগজের আবির্ভাব হয়, তাহা উপরে লিখিত হইয়াছে । ইহার মধ্যে যে-কোন কারণে বা উদ্বেপ্তেই কেহ কাগজ বাহির করুন, তাহাতে কাহারও আপত্তি থাকা উচিত নয় । কিন্তু যাহারা কাগজ বাহির করেন, তাহাদের ভাবিবার কথা অনেক আছে । র্যাহারা নূতন কথা শুনাইতে, নূতন আলোক প্রেরণা আনন্দ দিতে উৎসুক, র্তাহাদের ভাবা উচিত, যে, তাহাদের চিন্তা ভাব ও মানসী স্বষ্টি এত অধিক কি না, যে, তাহার জন্য একখানি নূতন মাসিক পত্রের দরকার। যদি অধিক না হয়, তাহা হইলে একখানি বা একাধিক পুস্তিকা ব৷ পুস্তক লিখিলে চলে না কি ? যদি নূতন কিছু দিবার জন্তই কোন পত্রিকার আবির্ভাব হয়, তাহ হইলে লেখার জন্ত পরিচালকদের প্রধানতঃ নিজেদের উপর নির্ভরই স্বাভাবিক । অতএব যদি দেখা যায়, যে, কোন পত্রিকা বাহির হইবার পূৰ্ব্বে বিজ্ঞাপনে লেখকদের নামের মধ্যে প্রধানত: তাহাঁদেরই নাম সৰ্ব্বাগ্রে ঘটা করিয়া লিখিত হইতেছে, যাহারা ইতিপূৰ্ব্বেই লেখক বলিয়া প্রসিদ্ধি লাভ করিয়াছেন, এবং র্যাহ্বাদের লেখা প্রকাশ বিবিধ প্রসঙ্গ-নৰ নব পত্রিকা ASAAAS AAAAAS S AAAAAM AM AAAA S AAAAA AAAAeMAAAASASASS ግኜ$ S S MA S SAM AAAA AAAA AAAA AAAAA করিবার জন্য পত্রিকার অভাব নাই, বরং পত্রিকা-সম্পাদকরাই তাহদের লেখা পাইতে উৎসুক—তাহা হইলে বুঝিতে হইবে, যে, প্রধানত: নূতন কিছু দিবার জন্ত পত্রিকাখানি বাহির করা হয় নাই, অন্য কারণ বা উদেখে করা হইয়াছে। অবশু সেই কারণ বা উদেশ্বও সম্পূর্ণ বৈধ ও নির্দোষ হইতে পারে। ধৰ্ম্মসংস্কার, সমাজসংস্কার, নৈতিক সংস্কার প্রভৃতির জন্য যে-সব কাগজ বাহির করা হয়, তাহার প্রতিষ্ঠাতার প্রধানতঃ নিজেদের উপরই নির্ভর করেন,-- যদিও তাহার। সাহিত্য বিজ্ঞান ইতিহাস দর্শন শিল্প কলকারখানা বাণিজ্য যুদ্ধ প্রভৃতি ক্ষেত্রে কৃতী ও বিখ্যাত লোকদের নিকট হইতে স্ব স্ব সংস্কারের পোষক লেখা পাইতে চেষ্টা করেন এবং পাইলে সাদরে প্রকাশ করেন। পুরাতন বা নুতন রাজনৈতিক মত ও দলকে পুষ্ট করিবার জন্য যে-সব কাগজের আবির্ভাব হয়, তাহারাও লেখার জন্য প্রধানতঃ নিজেদের উপরই নির্ভর করেন - যদিও তাহারাও মানবজীবনের নানা বিভাগে বিখ্যাত লোকদের লেখা দ্বারা বা বক্তৃতার অনুলেখন " দ্বারা নিজেদের মত সমর্থিত করিতে পারিলে আহ্নাদিত হন । ব্যবসা হিসাবে যে-সব খবরের কাগজ ও মাসিক পত্র পরিচালিত হয়, তাহার পরিচালকের প্রসিদ্ধ ও লোকপ্রিয় লেখকদের রচনা পাইবার জন্ত স্বভাবতই ব্যগ্র হইয়া থাকেন । কাগজ যে উদ্দেশ্বে বা যে কারণেই প্রচারিত হউক, তাহার একটা আর্থিক বা বৈষয়িক দিক্‌ আছে। উহাকে যদি নিজের ছাপাখানা প্রতিষ্ঠিত করিতে হয়, তাহা হইলে মুদ্রাযন্ত্র ও অন্যান্য সরঞ্জামের দাম দিতে হইবে, বাড়ী ভাড়া বা নিৰ্ম্মাণ করিতে হইবে, মুদ্রাকর প্রভৃতি কৰ্ম্মচারীর বেতন দিতে হইবে, কালী শিরিশ, প্রভৃতি কিনিতে হুইবে । অপরের ছাপাখানায় ছাপাইতে হইলে ছাপাইবার খরচ দিতে হইবে । দপ্তরীর খরচও আছে । তা ছাড়া, কাগজ পাঠান, হিসাব রাখা, চিঠি লেখালেখি করা, প্রভৃতির জন্য ও সম্পাদকীয় কাজের জন্ত, একটি আফিস চাই । তাহার খরচ আছে। যাহার কাগজ চালাইবেন, তাহদের ভাবা উচিত, যে, এই-সব مبنی امیه مسیر