পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] দ্বীপময় ভারত ఫిలి সাজে রঙীন সোনালী রূপালী কাগজে কাপড়ে অলঙ্কৃত, নানা কাঠে খোদা রঙ-করা রাক্ষসের মুখস চারি দিকে লাগানে ; ওয়াদাঃ-টার প্রধান অলঙ্কার ইচ্ছে, তার মাঝামাঝি পক্ষকুট বিস্তার ক’রে এক বিরাট গরুড় মূর্তি । ওদিকে যে মহলটতে শবাধার রক্ষিত হ’য়েছে, সে মহলে রাস্তার দিকে যে দেয়াল, সেই দেয়ালের উপর দিয়ে বঁাশের সিড়ি অ্যর মাচা ক’রে একটী পথ কর। হ’য়েছে, এইভাবে দেয়াল ডিঙিয়ে রাস্তা থেকে শবাধারের মহলে আসবার জন্য । একটা অনুষ্ঠান আছে--রাজবাটীর মেয়েরা আর গ্রামের মেয়ের রাস্তায় বিরাট এক মিছিল ক’রে মাথায় নানা , দ্ৰব্য-সম্ভার নিয়ে শবাধারের কাছে আসে, তারা তখন তোরণ বা অন্য কোনও দরজা দিয়ে ঢোকে না, এই সিড়ির মাচা দিয়ে দেয়ালের উপর দিয়ে টপকে? তবে শবাধারের মহলে আসে । ডক্টর থোরিসের সঙ্গে এসব দেখলুম। তার পরে তোরণদ্বার দিয়ে ঢুকেই যে প্রথম মহলের কথা ব’লেছি, যে মহলের আঙিনায় যাত্রা-গান হবে, তাতে ঢুকে বা হাতে আর একটা মহল দেখলুম। এটকে কতকটা যেন অন্দর বা বসতের মহল ‘ওয়াদীঃ-তে উঠিলার মিড়ি ব’লে মনে হ’ল , বাইরের লোক এখানে বেশী কেউ বঁশের সিড়ি-পথে স্ত্রীলোকগণ কর্তৃক প্রাচীর উল্লঙ্ঘন ( যুক্ত সুরেন্দ্রনাথ কর কর্তৃক গৃহীত )