পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] একই সঙ্গে প্রদর্শনী চলেচে । এদেশের খবরের কাগজ এই ছবির খবরে উপছে পড়চে, জাৰ্ম্মেনীর সব চেয়ে বড় শিল্পীর সমন্বরে বলচেন, এ সব ছবির পূর্বাপর নেই, এর মধ্যে পুৰ্ব্ব পশ্চিম মিলেচে, এর মধ্যে প্রতিভার মন্ত্রশক্তি নূতন স্বষ্টিতে পরম বিকাশ পেয়েচে । প্যারিসেও এমনি মস্ত আন্দোলন হয়েছিল, বার্মিংহামেও তাই, জাৰ্ম্মেনীতে নানা জায়গায় একসঙ্গে প্রদর্শনী খোলাতে উৎসাহ আরও চারিদিকে ছড়িয়ে পড়েচে । তা ছাড়া হয়ত জাৰ্ম্মেনী সব জিনিষকে গভীর ক’রে নিতে জানে, অন্য দেশের চেয়েও বেশী,—জানি না । এদের শিল্প নূতন পথ খুঁজচে, সারা দেশময় আজ মৃতন জাগরণের আন্দোলন, রাষ্ট্রিক এবং সামাজিক দৈন্যদুৰ্গতি এদের চিত্তকে সূক্ষ্ম প্রখর ক’রে রেখেচে । তাই ভাবের গভীর বোধে এরা যেমন ক’রে সাড় দেয় এমন .বাধ হয় আর কোনে জাতির পক্ষে আঞ্জ সম্ভব নয় । যে কারণেই হোক্, জর্মেনী রবীন্দ্রনাথের শিল্প-প্রতিভায় অভিভূত হয়েচে । এখানে প্রতিদিন লোকের মুখে, খবরের কাগজে, সাহিত্যে, রবীন্দ্রনাথের ছবির বিষয় যা বেরোচ্চে, ভবিষ্যৎকালে তার থেকে সুসম্বদ্ধ একটি ভাবের পার! বাংলায় প্রকাশ করা দরকার হবে । যে রকম দেখা যাচ্চে তাতে মনে হয়, ইংরেজি গীতাঞ্জলি লিখে নোবেল উপহার পাওয়ার সময় যে রকম যুরোপ জুড়ে আন্দোলন হয়েছিল, ছবি প্রকাশ করেও রবীন্দ্রনাথ সেই রকম আন্দোলন তুলেচেন । এ কথাটা ইতিমধ্যে আমাদের দেশে কি ভাবে কতদূর প্রকাশ হয়েছে জানি শী, কেন না আমাদের দেশের ইংরেজি খবরের কাগজে খবর প্রকাশ পায় না, মারা পড়ে । আইন্সটাইনের শতন আবিষ্কারের চেয়ে ইংরেজ লর্ড-লেডীর শেয়াল শিকারের খবর বেশী থাকে। যাই হোক, সমগ্র যুরোপে যে উৎসাহ উচ্ছ্বসিত হয়ে উঠেচে, তা’র জোয়ার বঙ্গোপসাগরের কুলেও পৌছবেই, এবিষয়ে সন্দেহ নেই। আমিও ভাল করে সব কথা গুছিয়ে জানাতে পারলাম না, এইজন্তে দুঃখ বোধ হচ্ছে । কিন্তু এতট সত্তেজনার মুখে শাস্তভাবে বিশদ করে বর্ণনা .4থাও অসাধ্য। রবীন্দ্রনাথের ছবি নিয়ে এদেশে কি ইউরোপে রবীন্দ্রনাথ సెసి কাও চলেচে, তাড়াতাড়ি ক’রে একটু জানিয়ে দিলাম মাত্র } অধ্যাপক অটে, ডক্টর ফ্রিক প্রভৃতি ভারত-পরিচিত এবং বহু বিখ্যাত মনীষীর সঙ্গে এখানে পরিচয় হ’ল । র্তার রবীন্দ্রনাথকে অভ্যর্থনা ক’রে ষ্টেশন থেকে ಛಿಜ್ಙ #No Hē BEZKM: ...??

  1. ---

á... :: o 4 ಘೀ ಓಜಾ & ు : ఔజీడ గ్దశి జ? 42 Kā 14ಣKK ಇಜೆಜಿ ಔಗೆ ; టో స్థ ?&# శాలి? ల్మై ???డి శీఘ్రి <Y 43°ಿ ೩ಜಿ33Gä బొ? &?టడ & aa রবীন্দ্রনাথ অঙ্কিত চিত্রসম্বলিত ছন্তাক্ষর আজ শহরে আনলেন। আগামী পরশুদিন সোমবার সন্ধ্যায় রবীন্দ্রনাথ এখানকার বিশ্ববিদ্যালয়ে বক্তৃত। দেবেন । এখানেও বহু লোকে ভারতের বিষয় বিশেষ ভাবে জানে এবং জানতে চায় । রবীন্দ্রনাথ কোথাও ষ্ট্রে কথা বলতে নিরস্ত হন নি। তিনি যেখানে যাচ্ছেন, কত সহস্ৰ লোকের মনকে চিরদিনের মত আমাদের সঙ্গে সত্যভাবে গভীরভাবে মেলাচ্ছেন, কেউ কি ত বুঝতে পারে ? আজকের দিনে ভারতবর্ষের পৃষ্ঠার