পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০২ গাড়ী দাড়াইবামাত্র দেবকুমার তাড়াতাড়ি নামিয়া পড়িয়া বলিল, “চটু করে নেমে পড়ুন, যা ভীড় হয়েছে।” মায়া নামিতে যাইবামাত্র পিছনের একটা গাড়ীর ঘোড়া ক্ষেপিয়া উঠিল । দেবকুমার ব্যস্ত হইয়া মায়াকে বাছ ধরিয়া নামাইয়া দিয়া বলিল, “চলুন এইটুকু পার হয়ে যাই । ইস্ কম হ'লেও হাজারখানিক লোক দাড়িয়েছে ।” মায়া কোনো উত্তর দিল না। দেবকুমার একটু বিস্মিত হইয় তাহার দিকে চাহিয়া দেখিল, মায়ার মুখ একেবারে শাদ হইয়। গিয়াছে। কারণটা ঠিক বুঝিতে পারিল না। জিজ্ঞাসা করিল, “ভয় পেয়েছেন না কি ?” মায় রুদ্ধকণ্ঠে বলিল, “ন ।” তাহার প। তখন ঠকৃঠক করিয়া কঁাপিতেছে। কোনোমতে ফুটপাথ, অতিক্রম করিয়া সে হলের ভিতর ঢুকিয় পড়িল । সৌভাগ্যক্রমে বসিবার জায়গা খুজিয়া পাইতে বেশী দেরি হইল না। বসিয়া পড়িয়া মায় যেন হাফ ড়িয়া বঁচিল । - گاه حسیس দেবকুমার বলিল, “বাঙালীর দেখছি conspicuous by their absence, wood its efáš Hroi ম! বোধ হয় ।” মায় বলিল, “বাঙালী মেয়ে ত আমি।” দেবকুমার বলিল, “ত আমরা মেয়েদের যা অবস্থায় রেখেছি, তাদের এসব জায়গায় না আনাই ভাল । প্রকাশ্য জায়গায় হাজার লোকের মাঝে তারা যেরকম হৈ চৈ বাধায়, দেখলে ভারি বিরক্ত লাগে । যতদিন বাইরে সপ্রতিভ এবং সহজভাবে চলবার জ্ঞানটা ন৷ হয়, ততদিন না বেরনই ভাল।” মায় বলিল, “ত বের না করলে কি করে তারা দেখছি একমাত্র শিখবে ?” এই সময় নাচ স্বর ওয়াতে তাহার কথা বন্ধ ক্ষরিল । কিন্তু দিও মায়ার চোখ ষ্টেরে দিকে ছিল, তাহার মন ছিল অদ্য কি যে ঙ্গেখিল এবং কি যে শুনিল, তাহ জিজ্ঞাসা করিলে যে বলিতে পারিত কি ন সন্দেহ । দেবকুমারের অবস্থাও (*:*、* “”= I প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩৭ [ رىe st ভাগ, ২য় 현8) প্রায় তাহারই মত, কিন্তু তবু সে মাঝে মাঝে কথ বলিতেছিল, তবে মায়ার কাছে ই না ভিন্ন অন্য কিছু জবাব পাইতেছিল না । ঘণ্টা তিন পর তাহারা যখন বাহির হইয়া আসিল, তখনও মায়া গম্ভীর হইয়াই আছে। দেবকুমার জিজ্ঞাসা করিল, “আপনার কি ভাল লাগল না ?” মায় বলিল, “না, বেশ ত লেগেছে।” দেবকুমার গাড়ীতে মায়াকে উঠাইয়। দিয়া বলিল, “আপনাকে গিয়ে পৌছে দেওয়াই আমার উচিত, এবং ত। যাবও, কিন্তু আপনার মুখ দেখে আমার ভয়ানক ভয় করছে। মনে হচ্ছে, কোনো কারণে আপনি যেন ভয়ানক বিরক্ত হয়েছেন ।” মায়া জোর করিয়া হাসিয়া বলিল, “কি যে আপনি বলেন তার ঠিক নেই । বিরক্ত হতে যাব কেন ? তার মত কিছু ত হয়নি ?” দেবকুমার গাড়ীতে উঠিয়া বসিয়৷ বলিল, “তাহলে এরকম মুখ করে রয়েছেন কেন ? আপনার ভাল লাগবে মনে করে এলাম, অথচ আপনি একটু এন্‌জয়’ করলেন না, নিজেকে ভারি ‘স্নাব ? লাগছে ।” গাড়ীট। কয়েক মিনিটের মধ্যেই শহরের সীমান: ছাড়াইয়া বাহিরে আসিয়া পড়িয়াছিল, মায়া বাহিরের দিকে চাহিয়া বসিয়াছিল, এবার দেবকুমারের দিকে থানিকট। ফিরিয়া বসিয়া বলিল, “আমি এন্‌জয় করতে যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ভাল ক’রে মন দিতে পারলাম না ।” দেবকুমার একদৃষ্টে খানিকক্ষণ তাহার মুখের দিকে চাহিয়া রহিল। তাহার পর বলিল, “আমার জানতে চাইবার কোনো অধিকার নেই, তবু না জিগগেস করে আমি থাকতে পারছি না । কেন আপনি মন দিতে পারলেন না, আমায় দয়া করে বলবেন ?” মায় কিছুক্ষণ চপ করিয়া রহিল, তাহার পর বলিল, “কয়েক দিন থেকে আমার মনটা ভারি খারাপ হয়ে আছে ।” দেবকুমার বলিল, “দেখুন, আপনি আমাকে অল্পদিন es|{G