পাতা:প্রবাসী (ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28ళి দিরার কথা যদি স্থির হইত, তাহদের অন্ততঃ কতকগুলি সৰ্বে গবন্মেষ্ট রাজী হইলে তবে তাহা হইত। এই সৰ্বগুলি ডোমীনিয়ন ষ্টেটাস, অপেক্ষ কম হইবার সম্ভাবন ছিল না। তাহাতে গবশ্লেষ্ট রাজী হইলে, এরূপ সর্জ পণ্ড করিবার নিমিত্ত বর্তমান শ্রমিক গবন্মেন্টের বিরোধী রক্ষণশীল ও উদারনৈতিক দলের সর্বপ্রধান লোকদের বৈঠকে উপস্থিত থাকা আবশ্যক হুইত । কিন্তু এখন কংগ্রেসকে বাদ দিয়া বৈঠক হইতে যাইতেছে। রক্ষণশীল ও উদারনৈতিকরা বেশ বুঝে, যে, কংগ্রেস বর্জিত বৈঠকে যাহাই স্থির হউক, তাহা সারত: , কংগ্রেসের মতের ও দাবীর অনুযায়ী না হইলে, তাহার বেশী গুরুত্ব থাকিবে না। স্ব ভরাং সেরূপ কোন নিৰ্দ্ধারণের জন্য র্তাহারা একটুও দায়ী হইবার লাঘব স্বীকার করিতে চান না। অধিকন্তু, যদিই ঘটনাক্রমে ভারতবর্ষকে কিছু বেশী দেওয়া বৈঠকে স্থির হইয়া যায়, তাহা হইলে পালেমেণ্টে তাহার প্রতিকূল সমালোচনা করিবার সম্পূর্ণ স্বাধীনতা তাহারা নিজেদের হাতে রাখিতে চান। তাহদের দলের লোকের বৈঠকে যোগ দিয়া কোন প্রস্তাবের পক্ষে মত দিয়া থাকিলেও দল পতিরা পালে মেণ্টে তাহার বিরুদ্ধাচরণ করিতে অধিকারী থাকিবেন কিনা, বলিতে পারি না । কিন্তু সেরূপ আচরণ অসঙ্গতিদোষ দুষ্ট হইলেও ব্রিটিশ রাজনৈতিকদের তাহাতে বাধিবে না । ভারতবর্ষের উদারনৈতিকদের মধ্যে প্রধান প্রধান কোন কোন ব্যক্তি প্রকাশ্যভাবে লিথিয়াছিলেন, যে, বৈঠকে কংগ্রেস যোগ না দিলে তাহা ব্যর্থ ও নিষ্ফল হুইবে । অথচ তাহাদেরই কেহ কেহ নিমন্ত্রিত হইয়াছেন এবং সম্ভবতঃ যাইতে রাজীও হইয়াছেন। অন্ততঃ এপর্য্যন্ত (৩১শে ভাদ্র পর্য্যস্ত ) তাহদের অসন্মতির কোন সংবাদ কাগজে বাহির হয় নাই। ভারতীয় উদারনৈতিক সংঘের গত বাধিক অধিবেশনের সভাপতি স্যার ফিরোজ সেখন এলাহাবাদের ‘লীডার কাগজের সম্পাদক শ্ৰীযুক্ত চিত্বরাভরী যজ্ঞেশ্বর চিন্তামণি এইরূপ কথা বলিয়াছিলেন। উভয়েই নিমন্ত্রিত হইয়াছেন। শ্ৰীযুক্ত চিগুণমণি নিজের কাগজে লিথিয়াছেন, ধে, বৈঠকটাকে প্রবাসী – কাৰ্ত্তিক, ১৩৩৭ [ ৩eশ ভাগ, ২য় খণ্ড যত দূর সম্ভব সফল করিবার চেষ্টা করা সকলের কৰ্ত্তব্য। স্তার ফিরোজ সেখন সম্প্রতি নিউ ইণ্ডিয়া কাগজে বৈঠক সম্বন্ধে আশা ও আশঙ্কা উভয়ই প্রকাশ করিয়াছেন ; কিন্তু তাহাতে যোগ দিবেন না, এমন কথা এ পর্ষ্যস্ত খবরের কাগজে প্রকাশ পায় নাই। ডাক্তার মুঞ্জে হিন্দু মহাসভার অন্যতম নেতা। তিনি নিরুপদ্রব আইন লঙ্ঘন আন্দোলনে যোগ দিয়া দণ্ডিত হইয়াছেন । নিমন্ত্রিতদের মধ্যে র্তাহার নাম দেখিলাম। তিনি যাইবেন না বলিয়াছেন বলিয়া ৩১শে ভাদ্র পর্য্যস্ত শুনি নাই। হিন্দু মহাসভার প্রধান নেতা পণ্ডিত মদনমোহন মালবীয় কারারুদ্ধ হইয়াছেন। হিন্দু মহাসভার কোন অধিবেশনে বৈঠক সম্বন্ধে কোন আলোচনা বা প্রস্তাব ধাৰ্য্য হয় নাই। এ অবস্থায় কেবল মুসলমান সাম্প্রদায়িকরা যাইতেছে বলিয়া ডাক্তার মুঞ্জেরও যাওয়া সঙ্গত হইবে মনে করি না । কাহাকেও পরামর্শ দেওয়া বা নিবৃত্ত করার ভার আমাদের উপর নাই। আমরা কেবল আমাদের মত প্রকাশ করিয়া সম্পাদকীয় কৰ্ত্তব্য সমাপন করি ॥e সাইমন কমিশনকে কেবল কংগ্রেস বয়কট করেন নাই, স্তার তেজ বাহাদুর সাপ্র, শ্ৰীযুক্ত চিররাভরী যজ্ঞেশ্বর চিস্তামণি প্রমুখ উদারনৈতিকরাও উহার সংশ্রব বর্জন করিয়াছিলেন। র্যাহারা তখন সাইমন কমিশনের সম্মুখে সাক্ষ্য দেওয়া অপমানকর মনে করিয়াছিলেন, এখন র্তাহারাই ব্রিটিশ রাজনৈতিক ফঁাদে পা দিয়া কাৰ্য্যতঃ লগুনে সাক্ষ্য দিতে যাইতেছেন । একথা বলা বিন্দু মাত্রও অযৌক্তিক বা অন্যায় নহে । যাহারা যাইতেছেন, র্তাহারা ব্রিটিশ গবন্মেন্টের কোনই প্রতিশ্রুতি পান নাই। “তোমরা বলিবে আমরা শুনিব, আমরা বলিব তোমরা শুনিবে,” ব্যাপারটা এইরূপ। তাহার পর সিদ্ধাস্ত কেমন করিয়া হইবে কিছুই জানা নাই। সিদ্ধান্ত কিছু হইলেও তাহাই যে আইনে পরিণত হইবে, তাহারও স্থিরতা নাই ।

  • উপরোক্ত পংক্তিগুলি লিখিত হুইবার পর সংবাদপত্রে প্রকাশ যে, ডাক্তার মুঞ্জে কেবলমাত্র হিন্দুদের স্বার্থসংরক্ষণের জন্যই বৈঠকে शाहेङ चैौकूठ शंश्ब्रांtइन ।